India vs Sri Lanka: শ্রেয়সের ব্যাটে ভর করে শানাকাদের ধুয়েমুছে দিল রোহিতের ভারত
রোহিত শর্মার টিম ইন্ডিয়াকে টি-২০ ফর্ম্যাটে থামানো যাচ্ছে না। টানা ১২টি টি-টোয়েন্টি ম্যাচে জিতে রেকর্ড গড়ল ভারত। ধর্মশালায় আজ শ্রীলঙ্কাকে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। সিরিজের শেষ টি-২০ ম্যাচে ৬ উইকেটে জিতল টিম ইন্ডিয়া।

শ্রীলঙ্কা ১৪৬-৫ (২০ ওভার)
ভারত ১৪৮-৪ (১৬.৫ওভার)
৬ উইকেটে জয়ী ভারত
ধর্মশালা: একেই বলে সুযোগের সদ্ব্যাবহার। যেটা করে দেখালেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে বিরাট কোহলি-ঋষভ পন্থের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছিলেন শ্রেয়স। তবে তাতে খুব একটা সুবিধে করতে পারেননি তিনি। কিন্তু পুরো ছবিটা বদলে গেল লঙ্কানদের বিরুদ্ধে হওয়া টি-২০ সিরিজে। শানাকাদের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলেননি বিরাট। তাঁর জায়গাতে শ্রেয়স নেমে যা পারফর্ম করে দেখালেন তাতে, তাঁকে বাদ দিয়ে দল সাজানোর কথা ভাবতে গেলে দু’বার অবশ্যই ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ চলাকালীন জানা গিয়েছিল, শ্রেয়সকে বোলিংয়ে মনোযোগ দিতে বলা হয়েছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে। সেই কথামতো নিজের সখের বোলিংও ঝালাই করা শুরু করেন শ্রেয়স। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা তিনটি টি-২০ ম্যাচে যেভাবে শ্রেয়সের ব্যাট জ্বলে উঠল তাতে তিনি নিজের জাত চিনিয়ে দিলেন, এমনটাই বলা যায়। লঙ্কানদের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচে অপরাজিত থেকে, ম্যাচ জিতিয়েছেন শ্রেয়স। লখনউ হোক বা ধর্মশালা, শ্রেয়সকে থামাতে পারল না শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে ৫৭ রানে নট আউট থেকে মাঠ ছেড়েছিলেন শ্রেয়স। ধর্মশালায় হওয়া পরের দুটি ম্যাচে শ্রেয়সের রান যথাক্রমে ৭৪* ও ৭৩*। শ্রীলঙ্কার বিরুদ্ধে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা হওয়ার পাশাপাশি সিরিজের সেরাও হয়েছেন শ্রেয়স।
That's that from the final T20I.#TeamIndia win by 6 wickets to complete a clean sweep 3-0 against Sri Lanka.
Scorecard – https://t.co/gD2UmwjsDF #INDvSL @Paytm pic.twitter.com/er1AQY6FmL
— BCCI (@BCCI) February 27, 2022
রোহিত শর্মার টিম ইন্ডিয়াকে টি-২০ ফর্ম্যাটে থামানো যাচ্ছে না। টানা ১২টি টি-টোয়েন্টি ম্যাচে জিতে রেকর্ড গড়ল ভারত। ধর্মশালায় শ্রীলঙ্কাকে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। সিরিজের শেষ টি-২০ ম্যাচে ৬ উইকেটে জিতল টিম ইন্ডিয়া। তৃতীয় টি-২০ ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রান করেছিল শ্রীলঙ্কা। তবে শুরুতেই ধাক্কা খায় লঙ্কানরা। প্রথম ওভারের শেষ বলেই ওপেনার দানুষ্কা গুনতিলককে (০) ফেরান মহম্মদ সিরাজ। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে আবেশ ফেরান পথুম নিশঙ্কাকে (১)। দুই ওপেনার ফেরার পর লঙ্কানদের তৃতীয় ধাক্কা দেন আবেশ। ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন চরিথ আসালঙ্কা। কোনও জুটিকেই জমতে দিচ্ছিলেন না হর্ষল-বিষ্ণোইরা। ৮.৩ ওভারে ২৯ রানেক মাথায় ৪ উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। সেখান থেকে ছ’নম্বর উইকেটে ম্যাচের হাল ফেরান অধিনায়ক দাসুন শানাকা। ৩৮ বলে ৭৪ রানের দুরন্ত অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়েন দাসুন শানাকা। অধিনায়কোচিত ইনিংস শানাকা সাজিয়েছিলেন ৯টি চার ও ২টি ছয় দিয়ে। শেষ ৫ ওভারে ৬৮ রান এসেছিল। কিন্তু শানাকার লড়াই কাজে এল না।
CHAMPIONS #TeamIndia ?@Paytm #INDvSL pic.twitter.com/Zkmho1SJVG
— BCCI (@BCCI) February 27, 2022
১৪৭ রান তাড়া করতে নেমে ১৯ বল বাকি থাকতেই সিরিজ দখল করল ভারত। ধর্মশালায় তৃতীয় টি-২০ ম্যাচে ৪৫ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে গেলেন শ্রেয়স। আইপিএলে কেকেআরের নতুন নেতা শ্রেয়সের ৭৩ রানের ইনিংস সাজানো ছিল ৯টি চার ও ১টি ছয় দিয়ে। এই সিরিজের সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটার শ্রেয়স (২০৪ রান)। ওপেনিংয়ে রোহিত-সঞ্জু জুটি জমজমাট হয়নি। মাত্র ৫ রানের মাথায় দুশমন্ত চামিরা শিকার হন হিটম্যান। পাওয়ার প্লে-র পরই সঞ্জু (১৮) ফেরেন সাজঘরে। সঞ্জুর পর দীপকের সঙ্গে জুটি বাঁধেন শ্রেয়স। ২০ বলে ২১ রান করে মাঠ ছাড়েন দীপক। এরপর সুযোগ ছিল দুই আইয়ারের জ্বলে ওঠার। কিন্তু ভেঙ্কটেশকে আক্রমণে উঠতে দেননি লাহিরু কুমারা। ৫ রান করে সাজঘরে ফেরেন ভেঙ্কি। এর পর শ্রেয়সকে সঙ্গ দিতে আসেন ভারতের তারকা অল-রাউন্ডার রবীন্দ্র জাডেজা। শেষ পর্যন্ত শ্রেয়সের সঙ্গে ২২ রানে নট আউট থেকে মাঠ ছাড়েন জাডেজা।
এ বার লঙ্গানদের বিরুদ্ধে ভারত প্রথম টেস্ট ম্যাচ খেলবে মোহালিতে ৪ মার্চ থেকে।