AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs West Indies: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রসিধ-শার্দূলদের দাপটে ওয়ান ডে সিরিজ পকেটে পুরল রোহিতের ভারত

পুরানদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে ৯ ওভার বল করে ৩টি মেডেনসহ মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন কৃষ্ণ।

India vs West Indies: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রসিধ-শার্দূলদের দাপটে ওয়ান ডে সিরিজ পকেটে পুরল রোহিতের ভারত
India vs West Indies: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রসিধ-শার্দূলদের দাপটে ওয়ান ডে সিরিজ পকেটে পুরল রোহিতের ভারত
| Edited By: | Updated on: Feb 09, 2022 | 10:21 PM
Share

ভারত ২৩৭-৯ (৫০ ওভার)

ওয়েস্ট ইন্ডিজ ১৯৩ (৪৬ ওভার)

৪৪ রানে জয়ী ভারত

আমেদাবাদ: রোহিত শর্মার (Rohit Sharma) ভারতের কাছে ২-০ ব্যবধানে সিরিজ খুইয়ে বসল ক্যারিবিয়ানরা। প্রসিধ কৃষ্ণর দুরন্ত বোলিং, সঙ্গে শার্দূল-সিরাজ-চাহালদের দাপটে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্য়াচে ৪৪ রানে জিতল টিম ইন্ডিয়া। জশপ্রীত বুমরা, মহম্মদ সামির অনুপস্থিতিতে দেখা যাচ্ছে প্রসিধ-শার্দূলরা ম্যানেজ করে ম্যাচ ভারতের দিকে ঘুরিয়ে দিচ্ছেন। যে পরীক্ষা ওপেনার খোঁজার জন্য বা নীচের সারির ব্যাটার খোঁজার জন্য কাজে লাগাচ্ছে টিম ইন্ডিয়া, সেই পরীক্ষা এখনও পর্যন্ত সফল না হলেও, বোলারদের ক্ষেত্রে তা কিন্তু সফল হচ্ছে। সিনিয়র বোলারদের অনুপস্থিতিতে, বিকল্প হিসেবে প্রসিধ কৃষ্ণ (Prasidh Krishna), শার্দূল ঠাকুররা বিভিন্ন সময় সুযোগ পেয়েছেন। এবং সেই সুযোগ কাজেও লাগিয়েছেন। ফলে আগামীদিনে ভারতীয় ক্রিকেটের মুখ হয়ে উঠতে পারেন কৃষ্ণ-সিরাজরা। তার একটা সম্ভাবনা কিন্তু বেশ ভালো মতোই দেখা যাচ্ছে। পুরানদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে ৯ ওভার বল করে ৩টি মেডেনসহ মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন কৃষ্ণ।

আগামী বছর রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। টিম গোছানোর জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওপেনিংয়ে ঋষভ পন্থকে নামিয়ে একটা পরীক্ষা করে দেখলেন দ্রাবিড়রা। করোনার জন্য প্রথম ওয়ান ডে খেলতে পারেননি শিখর ধাওয়ান। সুস্থ হয়ে ফিরলেও দ্বিতীয় ওয়ান ডে-তেও টিমে নেই তিনি। প্রথম ম্যাচে ঈশাণ কিষাণকে রোহিতের সঙ্গে খেলিয়ে দেখা হয়েছিল। কিন্তু তিনি কার্যকর ভূমিকা নিতে পারেননি বলেই পরীক্ষার পথে হেঁটে ওপেনারের ভূমিকায় পন্থ। তবে আক্রমণাত্মক পন্থ ওপেনিং করতে নেমে খুব একটা সফল হলেন না। ১৮ রান করে ফিরে গিয়েছেন তিনি। তার পর স্বাভাবিকভালেই বলা হচ্ছে, ওপেনার হিসেবে প্রথম ম্যাচে ব্যর্থ হলেন পন্থ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজের প্রথম দুটো ম্যাচে ওপেনিং বিকল্প নিয়ে পরীক্ষা-নিরীক্ষা সফল হল না টিম ইন্ডিয়ার।

পাশাপাশি ভারতের টপ অর্ডার কিন্তু রানে নেই। যেটা একটা চিন্তার কারণ টিম ম্যানেজমেন্টের কাছে। ক্যাপ্টেন রোহিত শর্মা প্রথম ম্যাচে ভালো পারফর্ম করলেও, দ্বিতীয় ম্যাচে রান পাননি। বিরাট কোহলি পুরানদের বিরুদ্ধে ২টো ওয়ান ডে ম্যাচে ২ খানা রেকর্ড গড়েছেন (১. দেশের মাঠে ৫০০০ ওয়ান ডে রান, দেশের মাটিতে ১০০তম ওয়ান ডে ম্যাচ খেলা) ঠিকই, কিন্তু তিনিও রানের মধ্যে নেই। প্রথম ম্যাচে ৮, দ্বিতীয় ম্যাচে ১৮ রান এসেছে ভিকের ব্যাট থেকে। টিম ইন্ডিয়ার টপ অর্ডারের রানের খরার মধ্যে দলকে একটু আশার আলো দেখিয়েছেন সূর্যকুমার যাদব ও লোকেশ রাহুল। প্রথম ম্য়াচে ব্যক্তিগত কারণে অনুপস্থিত ছিলেন রাহুল। তবে দ্বিতীয় ম্যাচে ফিরে ভালো ফর্মেই ছিলেন (৪৯)। বাজে ভাবে রান আউট না হলে বড় ইনিংস করতে পারলেন রোহিতের ডেপুটি। রাহুল-সূর্যকুমার জুটিতে মিলে ৯০ রান তোলে স্কোরবোর্ডে। রাহুল ফেরার পর ওয়াশিংটন সুন্দরের সঙ্গে জুটি বেঁধেছিলেন সূর্যকুমার। কিন্তু সেই জুটিকে ভয়ঙ্কর হয়ে উঠতে দেননি ফ্যাবিয়ান অ্যালেনরা। ৬৪ রানের মাথায় আউট হন স্কাই।

ভারতের মতো দুরন্ত একটা দলের বিরুদ্ধে বেশ ভালো বল করল ক্যারিবিয়ানরা। আলজারি জোসেফ, জেসন হোল্ডাররা টিম ইন্ডিয়াদের বেশ চাপে রেখেছিল। ওয়ান ডে ক্রিকেটে ২৩৭ রানের টার্গেটটা খুব কঠিন ছিল না। ভারতের মতো দলের টপ অর্ডারে রয়েছেন দুর্দান্ত ব্যাটাররা, সেখানে ওয়েস্ট ইন্ডিজের কাছে তাঁদের আটকানোটা বড় চ্যালেঞ্জ ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ভালো পারফর্ম করেছেন জোসেফরা।

২৩৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন শাই হোপ ও ব্র্যান্ডন কিং। কিন্তু বল হাতে প্রসিধ কৃষ্ণ এসেই ভারতকে উইকেট এনে দেন। নিজের প্রথম ওভারে ব্র্যান্ডন কিংকে (১৮) ফেরান তিনি। পরের ওভারেরই ড্যারেন ব্র্যাভোর (১) উইকেট তুলে নেন তিনি। প্রসিধ যে চাপটা তৈরি করেছিলেন, সেটা ধরে রেখেই শাই হোপকে (২৭) ফেরান যুজবেন্দ্র চাহাল। ক্যাপ্টেন পুরানকে জ্বলে ওঠার সময়ই দেননি প্রসিধ। ১৩ বলে মাত্র ৯ রান করে মাঠ ছাড়েন পুরান। জেসন হোল্ডারকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বড় ধাক্কা দেন শার্দূল ঠাকুর।

আকিল হোসেনকে সঙ্গে নিয়ে দলকে চাপের মুখ থেকে বের করার দায়িত্ব কাঁধে তুলে নেন শামরা ব্রুকস। এই সময় উইকেটের খোঁজে দীপক হুডাকে দিয়ে বল করান রোহিত। তাতে সফল হন হুডা। ৪৪ রানের মাথায় ফেরেন ব্রুকস। শেষের দিকে ওডেন স্মিথ পরপর ছয় মেরে দলকে শেষ আশা দেখান। তবে সুন্দর-সিরাজরা সেই আশা পূরণ করতে দেননি। পুরো ৫০ ওভার খেলার সুযোগ পায়নি ক্যারিবিয়ানরা। ৪৬ ওভারে ১৯৩ রানে অলআউট হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ৪টি উইকেট পেয়েছেন প্রসিধ কৃষ্ণ, ২টি উইকেট পেয়েছেন শার্দূল ঠাকুর। একটি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর ও দীপক হুডা।