IND vs PAK: নাটক, ভারতকে শিক্ষা দিতে হবে! মহারণের আগে হুঙ্কার পাক স্পিনারের
ICC Champions Trophy 2025: রবিবার রয়েছে মিনি বিশ্বকাপে ভারত-পাক মহারণ। সেদিন আসার আগে থেকেই দুই দেশের ক্রিকেট প্রেমীরা এবং দুই দেশের একাধিক প্রাক্তন ক্রিকেটাররা মাঝে মাঝেই তর্কে জড়িয়ে পড়ছেন।

ক্যালেন্ডার বলছে ২৩ ফেব্রুয়ারি আসতে আর কয়েকটা দিন বাকি রয়েছে। কিন্তু ওই দিনটার জন্য অনেকের তর সইছে না। কারণ, রবিবার রয়েছে মিনি বিশ্বকাপে ভারত-পাক মহারণ। সেদিন আসার আগে থেকেই দুই দেশের ক্রিকেট প্রেমীরা এবং দুই দেশের একাধিক প্রাক্তন ক্রিকেটাররা মাঝে মাঝেই তর্কে জড়িয়ে পড়ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে টিম ইন্ডিয়া যে পাকিস্তানে যাবে না, তা বহুদিন আগে থেকেই পরিষ্কার করে দিয়েছিল বিসিসিআই (BCCI)। পরবর্তীতে পাকিস্তান বারবার চেয়েছে ভারত সেদেশে গিয়ে খেলুক। কিন্তু শেষ অবধি হাইব্রিড মডেলে হচ্ছে টুর্নামেন্ট। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) সব ম্যাচ দুবাইতে খেলবে। টুর্নামেন্টে ভারতের সফর শুরু হওয়ার আগে হঠাৎ করেই সে দেশের এক প্রাক্তন ক্রিকেটার বিসিসিআইকে একহাত নিলেন।
ভারতকে শিক্ষা দিতে হবে… এমন কথা বলেছেন প্রাক্তন পাক তারকা সাকলিন মুস্তাক। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় কিংবদন্তি অফস্পিনার সাকলিন মুস্তাক রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন। এরপর যখন সঞ্চালক তাঁকে ভারতের তৈরি করা বিভিন্ন সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করেন, তখন আর তিনি চুপ থাকতে পারেননি। সাকলিন এই প্রসঙ্গে বলতে থাকেন, “চু-চু চা-চা লাগিয়েই রেখেছে ওরা (ভারত), এদের নখরার তো দেখছি শেষই হয় না। আমরা এখনও ওদের প্রশংসা করছি। এদিকে আমাদের বাচ্চারা চায় আমাদের দেশে বিরাট কোহলি, জসপ্রীত বুমরারা আসবে। ওরা ওদের দেখতে চায়। যে কারণে ওরা পাকিস্তানের হয়ে অনুরোধ করছে। এ দেশের বাচ্চারা ওদের দেখতে চায়, কিন্তু ওদের নখরা তো শেষই হচ্ছে না।”
এরপর সাকলিন নিজের এক অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, “আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি। সম্প্রতি নিউজিল্যান্ড ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়ে এসেছে। পিসিবির অ্যাসাইনমেন্টের আগে নিউজিল্যান্ডের সুইং কনসালটেন্ট ছিলাম। ওই সফরের ৫ মাস আগে ভারতীয় ক্রিকেট বোর্ড ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ভিসার জন্য চিঠি পেয়েছিলাম। আমি লেস্টার থেকে অনলাইনে একটি অ্যাপয়েন্টমেন্ট আয়োজন করেছিলেন। আমার ইংল্যান্ডে বাড়ি। দু’সপ্তাহ পর আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম। ৪ ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়েছিল। বেশ বিব্রত বোধ করছিলাম। আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছিল, তাতে আমি হতাশ হয়েছিলাম। অনেকের সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমাকে তারপরও বলা হয়েছিল, লাইনে থাকতেই হবে। ওখানে যে ফর্ম দেওয়া হয়েছিল তাতে ফ্যামিলির সকলে কোথায় জন্মগ্রহণ করেছে, তা লিখতে বলা হয়েছিল। আমি তো দেখে অবাক হয়েছিলাম। এরপর ওই বিষয়টি তিন মাস ধরে একই ছিল। তার মধ্যে আমি পিসিবি থেকে এই প্রস্তাবটি পেয়েছিলাম। তাই আমি ভিসা প্রত্যাখ্যান করি।”
এই অভিজ্ঞতা বলার পাশাপাশি সাকলিন এও বলেন যে, “জানি না ওরা কোন দুনিয়ায় থাকে। আর ঠিক কী করতে চায়। ওরা কী বরাবর এমনই থাকবে? কখন এরা বদলাবে? একটা আজব আচরণ করে। আমার মনে হয় আইসিসির বিষয়টা দেখা উচিত। পাকিস্তানেরও একটা দৃঢ় মতামত রাখা প্রয়োজন। ওদের উচিত শিক্ষা দেওয়া উচিত।”
BCCI ko Sabaq Sikhana hoga. Saqlain Mushtaq #saqlainmushtaq#inzimamulhaq#BCCI #24newshd pic.twitter.com/OCrCcrHiym
— iffi Raza (@Rizzvi73) February 18, 2025
মাঠের বাইরে ধুন্ধুমার তো লেগেই গিয়েছে, এ বার দেখার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলের সাক্ষাতে বাজিমাত করে কারা।





