IND vs AUS: ‘এ বার পাল্টা দাও…’, ব্রিসবেন টেস্টে ভারতকে জেগে ওঠার মন্ত্র দিলেন কে?

অভিষেক সেনগুপ্ত | Edited By: জয়িতা চন্দ্র

Dec 10, 2024 | 2:16 PM

India vs Australia Test Series: ভারতের কোচ থাকাকালীন বিদেশে ভারতীয় দলের ক্রিকেটারদের মনোভাবই অন্যরকম ছিল। অস্ট্রেলিয়াকে পর পর দুটো সিরিজে হারানো তাঁর সময়েই। সেই শাস্ত্রী কোণঠাসা ভারতকে জেগে ওঠার মন্ত্র দিলেন। তাঁর সোজা কথা...

IND vs AUS: এ বার পাল্টা দাও..., ব্রিসবেন টেস্টে ভারতকে জেগে ওঠার মন্ত্র দিলেন কে?
Image Credit source: PTI File

Follow Us

কলকাতা: ইট কা জবাব পত্থর! কেউ কিছু বললে পাল্টা দাও। এক পা পিছিয়ে এসো না। বরং নিজেকে আরও আগ্রাসী করে তোলো। কে এমন বার্তা দিতে পারেন ভারতীয় টিমকে? পারথ টেস্টে দারুণ জয় পেয়ে তেতে ছিল ভারত। কিন্তু দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হেরে বেশ চাপে ভারতীয় টিম। রোহিত শর্মা, বিরাট কোহলি রান পাননি। তার উপর আবার ট্রাভিস হেডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে জরিমানা, শাস্তি দুই-ই হয়েছে মহম্মদ সিরাজের। সব মিলিয়ে ভারতীয় টিম যে প্রবল চাপে, তা গবেষণা না করলেও বোঝা যাচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে আগ্রাসী হতে হবে। অস্ট্রেলিয়াকে পাল্টা দিতে হবে। এমনই পরামর্শ দিলেন আগ্রাসী কোচ রবি শাস্ত্রী।

ভারতের কোচ থাকাকালীন বিদেশে ভারতীয় দলের ক্রিকেটারদের মনোভাবই অন্যরকম ছিল। অস্ট্রেলিয়াকে পর পর দুটো সিরিজে হারানো তাঁর সময়েই। সেই শাস্ত্রী কোণঠাসা ভারতকে জেগে ওঠার মন্ত্র দিলেন। তাঁর সোজা কথা, ‘যখন আমি খেলতাম, সব সময় পাল্টা দেওয়ার দর্শনে বিশ্বাস করতাম। ঠিক এটাই আমি প্লেয়ারদের বলেছি যখন অস্ট্রেলিয়ায় ভারতীয় টিমের কোচিং করিয়েছি। সুযোগ পেলে ছেড়ে দিও না। এমনকি, এক পা পিছিয়ে এসো না। তখন এটাই টিমের দর্শন হয়ে গিয়েছিল। বিরাট থেকে পন্থ, টিমের সবাই অস্ট্রেলিয়াকে পাল্টা দেওয়ার জন্য তৈরি থাকত।’

সিরাজ আর হেডের মাঠেই লড়াই নিয়েও চিন্তিত নন তিনি। শাস্ত্রী বরং বলে দিচ্ছেন, ‘সিরাজ আর হেড দু’জনেই যথেষ্ট অভিজ্ঞ। পরিণতও। ওরা পরিস্থিতি সামলাতে জানে। কোনও পেস বোলার ছয় খেলে এমনটাই করবে, যা সিরাজ করেছে। এটাই ফাস্ট বোলারের টেম্পারমেন্ট। এমনই হয় পেসাররা।’

অ্যাডিলেডে ভারতকে দুরমুশ করেছে অস্ট্রেলিয়া। গাব্বায় টিমকে ফেরার জন্য নতুন কিছু ভাবতে হবে, এমনটাও মনে করছেন। চাপ যাতে শুরু থেকেই কাটানো যায়, তার জন্য রোহিতকে ওপেনে ফেরার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রী। তাঁর কথায়, ‘ব্রিসবেনে আমি রোহিতকে ওপেনিংয়ে দেখতে চাই। রোহিতের জন্য ওই জায়গাটাই ঠিক। অ্যাডিলেডে হয়তো ভারতের ক্যাপ্টেনকে মিডল অর্ডারে দেখেছি। কিন্তু তৃতীয় টেস্টে রোহিতই ওপেন করুক। রাহুল নামুক মিডল অর্ডারে।’

Next Article