কলকাতা: ওয়ান ডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন রয়েছে। অনেক প্রাক্তনই নানা পরামর্শ দিয়েছেন। কেউ বলেছেন, ৪০ ওভারের হোক ওয়ান ডে ম্যাচ। কেউ আবার অভিনব কিছু দাবি করেছে। কিন্তু ৫০ ওভারেই আটকে থেকেছে। এরই মধ্যে আবার টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন। ইদানীং অধিকাংশ টেস্ট ম্যাচ পাঁচদিন গড়ায় না। চার দিনেই শেষ হয়ে যায়। অনেক ক্ষেত্রে তো দেখা যায়, আড়াই দিনে শেষ টেস্ট ম্যাচ। সাদা পোশাকের খেলায় ধৈর্য কমেছে ক্রিকেটারদের, এমনটা বলা হচ্ছে। তখনই ভন খুলে দিলেন নতুন রাস্তা।
ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন বলছেন, ‘শেষ ৫০টা টেস্টের দিকে তাকিয়ে দেখুন, মাত্র তিনটে ড্র হয়েছে। সেগুলো কিন্তু বৃষ্টিবিঘ্নিত। বাকি ম্যাচগুলোর দিকে তাকান, দুই-তৃতীয়াংশ চার দিন কিংবা তার কমেই শেষ হয়ে গিয়েছে।’ তথ্যই বলে দিচ্ছে, টেস্ট ক্রিকেটের পাঁচ দিনের মেয়াদ ক্রমশ কমছে। সব টিমই টেস্ট খেলছে টি-টোয়েন্টির ঢংয়েই। ইংল্যান্ড যেমন বাজ়বল চালু করেছে। সেই থিওরি নিয়েছে অনেক টিমই। এই কারণেই ভনের মনে হচ্ছে, ৫-এর বদলে ৪ দিনে কমিয়ে নিয়ে আসা হোক টেস্ট ম্যাচ।
একই সঙ্গে ভনের মনে হচ্ছে, টেস্ট ম্যচ ৪ দিনে নামিয়ে আনলে তা অনেক বেশি রোমাঞ্চকর হবে। ভনের কথায়, ‘আমাদের এখনকার প্লেয়াররা কিন্তু চমৎকার বিনোদন উপহার দিচ্ছে। টেস্ট ম্যাচ শুরু হোক বৃহস্পতিবার, শেষ হোক রবিবার। চার দিনের টেস্ট ম্য়াচ সূচির ক্ষেত্রেও সুবিধাজনক হবে। লোকের পক্ষেও বুঝতে সুবিধা হবে যে, টেস্ট শুরু হয় বৃহস্পতিবার, শেষ হয় রবিবার। এখনকার প্লেয়াররা যে ভাবে ক্রিকেটটা খেলে, আট বা নয়ের দশকের ক্রিকেটারদের মতো বা আমার মতো করে খেলে না। এরা চেষ্টা করে যত দ্রুত সম্ভব টেস্ট ম্যাচ জেতার।’