U19 Cricket World Cup 2022: অংকৃষ-রাজ ঝড়ে উড়ে গেল উগান্ডা
অংকৃষের ১২০ বলে ১৪৪ রানের ইনিংসে সাজানো ২২টা চার, ৪টে ছয়। ১০৮ বলে ১৬২ রানে অপরাজিত থাকেন রাজ বাওয়া। তাঁর ইনিংসে সাজানো ১৪টা চার, ৮টা ছয়। রাজ-অংকৃষ তৃতীয় উইকেটের জুটিতে ওঠে ২০৬ রান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭৯ রানে শেষ উগান্ডার ইনিংস। একাই ৪ উইকেট নেন নিশান্ত সিন্ধু। ২টো উইকেট সংগ্রহ করেন রাজবর্ধন। ১টা করে উইকেট নেন বাসু, ভিকি।
ত্রিনিদাদ ও টোবাগো: অধিকাংশ ক্রিকেটার করোনা (Covid-19) সংক্রমিত হয়ে আইসোলেশনে। তাতেও দাপট দেখাচ্ছে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা (India U19 Cricket Team)। উগান্ডাকে ৩২৬ রানে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (U19 World Cup) শেষ আটে হৃষিকেশ কানিতকারের ছেলেরা। ২৯ তারিখ কোয়ার্টার ফাইনালে ম্যাচে নামবে ভারত। অধিনায়ক যশ ধুল, সহ অধিনায়ক শেখ রশিদরা কোভিড পজিটিভ। তাঁরা না থাকলেও দাপট দেখালেন রাজ বাওয়া, অংকৃষ রঘুবংশীরা। প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪০৫ রান করে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। ১৬২ রান করেন রাজ বাওয়া। ১৪৪ রানের ইনিংস উপহার দেন অংকৃষ রঘুবংশী।
অংকৃষের ১২০ বলে ১৪৪ রানের ইনিংসে সাজানো ২২টা চার, ৪টে ছয়। ১০৮ বলে ১৬২ রানে অপরাজিত থাকেন রাজ বাওয়া। তাঁর ইনিংসে সাজানো ১৪টা চার, ৮টা ছয়। রাজ-অংকৃষ তৃতীয় উইকেটের জুটিতে ওঠে ২০৬ রান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭৯ রানে শেষ উগান্ডার ইনিংস। একাই ৪ উইকেট নেন নিশান্ত সিন্ধু। ২টো উইকেট সংগ্রহ করেন রাজবর্ধন। ১টা করে উইকেট নেন বাসু, ভিকি।
All Over: Yet another comprehensive victory for India U19 as they beat Uganda U19 by a massive 326 runs in their final Group B game.
Nishant Sindhu takes 4/19. Earlier, Raj Bawa smashed 162 * & A Raghuvanshi scored 144 #BoysInBlue #U19CWC
Details ▶️ https://t.co/7xCHB938Wc pic.twitter.com/4K9UypsjOf
— BCCI (@BCCI) January 22, 2022
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করছে ভারতীয় দল। গ্রুপ পর্বে অপরাজিত থেকেই শেষ আটে পৌঁছল হৃষিকেশ কানিতকারের দল। প্রথম ম্যাচে দঃ আফ্রিকাকে হারানোর পর আয়ারল্যান্ড, উগান্ডাকেও সহজে উড়িয়ে দেন অংকৃষরা। যে গতিতে এগোচ্ছেন অংকৃষ, রাজ, নিশান্তরা তাতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন উঁকি দিচ্ছে। চার বার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল।
আরও পড়ুন: India vs South Africa: সফরের শেষ ম্যাচে জিতে ফেরাই একমাত্র লক্ষ্য ভারতের