IND vs AUS: ফিরলেন রোহিত-বিরাট-কামিন্সরা, রাজকোটে কারা করবে বাজিমাত?
India vs Australia, 3rd ODI: মোহালি ও ইন্দোরে পর পর দু'টো ম্যাচ জিতে তিন ম্যাচের ওডিআই সিরিজ আপাতত পকেটে ভরে ফেলেছে ভারত। আজ রাজকোটে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় ও শেষ ওডিআই। এই ম্যাচে অজি ক্রিকেট টিমের নিয়মিত নেতা প্যাট কামিন্স ফিরলেন। অন্যদিকে ভারতীয় টিমেও ফিরলেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা।
![IND vs AUS: ফিরলেন রোহিত-বিরাট-কামিন্সরা, রাজকোটে কারা করবে বাজিমাত? IND vs AUS: ফিরলেন রোহিত-বিরাট-কামিন্সরা, রাজকোটে কারা করবে বাজিমাত?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/09/India-vs-Australia-Virat-Kohli-Rohit-Sharma-are-back-Australia-captain-Pat-Cummins-won-toss-and-elected-to-bat-first-in-IND-vs-AUS-3rd-ODI.jpg?w=1280)
রাজকোট: বিশ্বকাপের (Cricket World Cup 2023) আগে অজিদের ক্লিন সুইপ করতে চায় মেন ইন ব্লু। সেই লক্ষ্যে আজ রাজকোটে অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে নামছে মেন ইন ব্লু। মোহালি ও ইন্দোরে পর পর দু’টো ম্যাচ জিতে তিন ম্যাচের ওডিআই সিরিজ আপাতত পকেটে ভরে ফেলেছে ভারত। আজ, রাজকোটে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় ও শেষ ওডিআই (ODI)। ভারতের লক্ষ্য অজিদের হোয়াইটওয়াশ করা। অন্যদিকে অস্ট্রেলিয়া চাইবে নিয়মরক্ষার ম্যাচে হারের মুখ না দেখতে। এই ম্যাচে অজি ক্রিকেট টিমের নিয়মিত নেতা প্যাট কামিন্স ফিরলেন। সিরিজের দ্বিতীয় ওডিআইতে তিনি বিশ্রামে ছিলেন। অন্যদিকে ভারতীয় টিমেও ফিরলেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি। তাঁরা দু’জন প্রথম দুই ওডিআইতে ছিলেন না। রাজকোটে টস জিতেছেন প্যাট কামিন্স। এবং প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন দুই দলের একাদশ।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, অসুস্থতার কারণে ঈশান কিষাণ তৃতীয় ওডিআইতে নেই। একইসঙ্গে বিসিসিআই জানিয়েছে, চার স্থানীয় ক্রিকেটার – ধর্মেন্দ্র জাডেজা, প্রেরক মানকড়, বিশ্বরাজ জাডেজা ও হার্ভিক দেশাই আজ ম্যাচ চলাকালীন ভারতীয় ক্রিকেটারদের পানীয় দেবেন এবং ফিল্ডিংয়েও দলকে সাহায্য করবেন।
UPDATE: Ishan Kishan was unavailable for selection for the 3rd ODI due to an illness.
Additionally, four local state players – Dharmendra Jadeja, Prerak Mankad, Vishwaraj Jadeja and Harvik Desai will support the team for drinks and fielding throughout the match.#TeamIndia |…
— BCCI (@BCCI) September 27, 2023
ভারতের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওডিআইতে একদিকে রোহিত ফিরেছেন। বিরাট-বুমরাও ফিরেছেন। অবশ্য শুভমন গিল এবং ঈশান কিষাণ দু’জনই নেই একাদশে। ফলে রোহিত শর্মার সঙ্গে আজ ওপেন করবেন কে, সে দিকে নজর থাকবে। বিরাট কোহলিকে অতীতে ওপেনিংয়ে দেখা গিয়েছে। তাই রাজকোটে রোহিতের সঙ্গে বিরাটকে ওপেনিংয়ে দেখলে অবাক হওয়ার থাকবে না। এ ছাড়া শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল বা সূর্যকুমার যাদবকেও দেখা যেতে পারে ওপেনিংয়ে।
অস্ট্রেলিয়ার একাদশ – ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক,তনভীর সাংঘা, জশ হ্যাজলউড।
![জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন... জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Neem-Karoli-baba-says-when-people-realize-many-truths-of-life.jpg?w=670&ar=16:9)
![ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল! ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-7-Animals-believed-to-bring-good-luck-.jpg?w=670&ar=16:9)
![পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/list-of-11-cricketer-who-going-to-miss-ICC-Champions-trophy-2025-.jpg?w=670&ar=16:9)
![কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Know-the-raw-aloe-vera-benefits-for-health.jpg?w=670&ar=16:9)
![কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/liquor-lead.jpg?w=670&ar=16:9)
![৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই ৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Untitled-design-3.jpg?w=670&ar=16:9)