কলকাতা: কানপুর টেস্টের একটা দিন শেষ। নির্ধারিত সময়ের অনেকটাই আগে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষ। শুক্রবার সকাল থেকেই বৃষ্টির নজর পড়েছিল ভারত-বাংলাদেশের (India vs Bangladesh) টেস্ট ম্যাচে। শুধু তাই নয়, বৃহস্পতিবার প্রায় সারা দিনই কভারে ঢাকা ছিল মাঠ। রাতভর হয়েছিল বৃষ্টিও। যার ফলে মাঠ ভেজা থাকায় গ্রিনপার্ক স্টেডিয়ামে আজ টস হয় দেরিতে। ম্যাচ শুরু হয় দেরিতেও। মাত্র ৩৫ ওভারের খেলা হয়েছে। দিনের খেলার শেষে প্রশ্ন উঠছে, রোহিত শর্মা (Rohit Sharma) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে কি অ্যাডভান্টেজ করে দিলেন?
রোহিতের এক ভুলে এই সিরিজ থেকে ফুল পয়েন্ট হারানোর পথে ভারত? এখনই অবশ্য তাতে হ্যাঁ বলা যাচ্ছে না। যতই হোক এই টেস্টের ৪টে দিন হাতে তো রয়েছে। ক্রিকেট মহলের মতে, টস জিতে ব্যাটিং নিলে ভালো হত। কারণ, কানপুরে ব্যাটিং পিচ। ভারত প্রথমে ব্যাটিং নিলে তাড়াতাড়ি রান তুলত। আজ, বৃষ্টির কারণে বিকেল তিনটের মধ্যেই শেষ হয়ে গেল প্রথম দিনের খেলা। এই টেস্টের বাকি দিনগুলোতে যদি একই ঘটনা ঘটে, তা হলে ম্যাচটা ড্র হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সিরিজ থেকে অর্ধেক পয়েন্ট পাবে টিম ইন্ডিয়া। এই সিরিজে ফুল পয়েন্ট পাওয়াটা ভারতের জরুরি। না হলে এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের চাপ হতে পারে।
বৃষ্টির কারণেই তাড়াতাড়ি কানপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষ। দ্বিতীয় সেশন শুরু হওয়ার পর দুপুর ২.১০ এর দিকে খারাপ আলোর কারণে খেলা থমকে যায়। এরপর দুপুর ২.২৫ এর দিকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। তারপর বৃষ্টি বাড়তে থাকে এবং অন্ধকার পরিবেশ হওয়ার ফলে দিনের খেলা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম ইনিংসে ২টি উইকেট তুলে নেন আকাশ দীপ। আর দ্বিতীয় সেশনে যতটা খেলা হয়েছে, তার মধ্যে একটি উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। জসপ্রীত বুমরা প্রথম দিন কোনও উইকেট না পেলেও ভালো বোলিং করেছেন। এ ছাড়া বাংলাদেশ ধৈর্য ধরে ব্যাটিংও করেছে। প্রথম দিনের খেলার শেষে ৪০ রানে অপরাজিত রয়েছেন মোমিনুল হক। এবং ৬ রানে অপরাজিত রয়েছেন মুশফিকুর রহিম।