AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yashasvi Jaiswal: ইংল্যান্ডেও জারি জ্যাজ়বল, সেঞ্চুরি হাঁকিয়ে চা পান যশস্বী জয়সওয়ালের

India Vs England 1st Test: একটা আশঙ্কা ছিলই। প্রথম ইংল্যান্ড সফর। যশস্বীই উইক পয়েন্ট হয়ে দাঁড়াবেন না তো! লিডসে সিরিজের প্রথম টেস্টেই তার জবাব দিয়ে দিলেন ভারতের তরুণ বাঁ হাতি ওপেনার। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েই চা ব্রেকে গেলেন যশস্বী।

Yashasvi Jaiswal: ইংল্যান্ডেও জারি জ্যাজ়বল, সেঞ্চুরি হাঁকিয়ে চা পান যশস্বী জয়সওয়ালের
Image Credit source: Gareth Copley/Getty Images
Follow Us:
| Updated on: Jun 20, 2025 | 8:37 PM

ইংল্যান্ড, বাজ়বল এবং জ্যাজ়বল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ মরসুম খুব ভালো কাটেনি যশস্বী জয়সওয়ালের। ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি সারতে ভারত এ দলের সঙ্গেই পাঠানো হয়েছিল। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সেই পরিচিত ছন্দে পাওয়া যায়নি। একটা আশঙ্কা ছিলই। প্রথম ইংল্যান্ড সফর। যশস্বীই ভারতীয় ব্যাটিংয়ের উইক পয়েন্ট হয়ে দাঁড়াবেন না তো! লিডসে সিরিজের প্রথম টেস্টেই তার জবাব দিয়ে দিলেন ভারতের তরুণ বাঁ হাতি ওপেনার। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েই চা ব্রেকে যশস্বী। ক্যাপ্টেন শুভমন গিলও খেলছেন দুর্দান্ত।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে গত সিরিজে সবচেয়ে বেশি আলোচনা চলছিল বাজ়বল নিয়ে। অনেকেই বলছিলেন, ভারতের মাটিতে বাজ়বল সম্ভব নয়। কার্যক্ষেত্রে সেটাই হয়েছিল। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সেই সিরিজ হয়ে দাঁড়িয়েছিল জ্যাজ়বল। যশস্বী জয়সওয়াল ডাবল সেঞ্চুরি সহ সেই সিরিজে ৭০০-র বেশি রান করেছিলেন। ভারতের প্রথম ব্যাটার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে এক সিরিজে ৭০০ প্লাস রানের রেকর্ড গড়েছিলেন।

ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট, প্রথম ইনিংস। দুর্দান্ত কিছু ড্রাইভ দেখা যায় যশস্বী জয়সওয়ালের ব্যাটে। মনেই হয়নি, প্রথম বার ইংল্যান্ডে টেস্ট খেলছেন। স্কোয়ার কাটে একটি ছয় চোখ ধাঁধানো। সংক্ষিপ্ত টেস্ট কেরিয়ারে সব মিলিয়ে পঞ্চম সেঞ্চুরি। ১৪৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেই বিরাট একটা লাফ দেন যশস্বী। দুর্দান্ত সেলিব্রেশন। সেটা হওয়াই স্বাভাবিক। এই সিরিজেও যেন জ্যাজ়বলই দেখা যাবে। তবে তিন অঙ্কের রানে পৌঁছেও অবশ্য আত্মতুষ্টিতে দেখা যায়নি। চা বিরতি থেকে ফিরেও একইরকম ফোকাস ধরে রেখে ব্যাটিং চালিয়ে যান। যদিও ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকসের দুর্দান্ত ডেলিভারিতে ফেরেন যশস্বী।