সফল হওয়ার মন্ত্র ফাঁস করলেন অশ্বিন
টেস্টে সদ্য ৪০০ উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়া সফর থেকে ধরলে অশ্বিন দারুণ সফল।
আমদাবাদ: যে কোনও টেস্ট ম্যাচের আগে ঘণ্টার পর ঘণ্টা ভিডিয়ো ফুটেজ দেখেন তিনি। বিপক্ষের যে ব্যাটসম্যান তাঁর টার্গেট, তাঁর যাবতীয় শক্তি-দুর্বলতা জেনে মাঠে নামেন। যাতে স্ট্র্যাটেজি ঠিক করতে অসুবিধা না হয়। এই ‘তিনি’ হলেন রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin)। টেস্টে সদ্য ৪০০ উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়া সফর থেকে ধরলে অশ্বিন দারুণ সফল।
What a champion bowler ??
4️⃣0️⃣0️⃣ Test wickets for @ashwinravi99 and we’re sure there’s still many more to come ???
Fastest Indian to achieve this milestone ???@Paytm #INDvENG #TeamIndia #PinkBallTest
Follow the match ? https://t.co/9HjQB6TZyX pic.twitter.com/QyvRUr9e4Y
— BCCI (@BCCI) February 25, 2021
মোতেরায় দু’দিনে ম্যাচ শেষ হওয়ার পরদিন ভারতীয় অফস্পিনার ফিল্ডিং কোচ বলেছেন আর শ্রীধরের সঙ্গে আড্ডায় বলেছেন, ‘অস্ট্রেলিয়া সফরে, অ্যাডিলেড টেস্টের আগে আমি টানা আট ঘণ্টা ধরে টিম পেইনদের ভিডিয়ো দেখেছিলাম। এই ভাবে পরিকল্পনা ঠিক করাটা আমাকে একটা পর্যায়ে তুলে নিয়ে গিয়েছে। জানি না, কেন এটা শুরু করেছিলাম। কিন্তু এর মধ্যে দিয়ে বিপক্ষের বিরুদ্ধে নামার আগে সব রকম ভাবে নিজেকে তৈরি রাখি। এতে খেলাটা বুঝতে আরও সুবিধা হয়।’
Knows his numbers ? Watches hours of footage before a game ? Strives to get better with each game ?
This special feature on @ashwinravi99 is one you don’t want to miss ?- by @RajalArora @Paytm #INDvENG #TeamIndia @coach_rsridhar
Full interview ? https://t.co/gTPCIwwgV0 pic.twitter.com/PowZvyjtIT
— BCCI (@BCCI) February 26, 2021
এর সঙ্গে অশ্বিন আরও বলেন, ‘লকডাউনের সময় আমি পুরনো ক্রিকেট ম্যাচ দেখতাম। যেমন চিপকে সচিনের শতরানের ভিডিও দেখেছিলাম ইউটিউবে। এরকম অনেক ফুটেজ আমি নিখুঁত ভাবে দেখতাম। তার ফলে আমি বুঝে গিয়েছিলাম ব্যাটসম্যানরা কোন বল কি ভাবে খেলতে পারে।’
আরও পড়ুন: নয়া অবতারে হিমা দাস
মোতেরায় ৪০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেও বেশ উচ্ছ্বসিত রবিচন্দ্রন অশ্বিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ প্রথমে আমি বুঝতে পারিনি। কারণ তখন ম্যাচের অনেক গুরুত্বপূর্ণ সময় চলছিল। তাই আমরা সেটা নিয়েই চিন্তায় ছিলাম। উইকেটটা নেওয়ার পর যখন ইলেকট্রনিক বোর্ডে দেখলাম ৪০০ উইকেটের কীর্তির কথা, তখন বুঝতে পারলাম। দর্শকরা উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল। ‘
আরও পড়ুন: ক্রিকেটকে বিদায় ইউসুফ পাঠানের
অশ্বিন এও বলেন, ‘আচমকাই আমি ক্রিকেটার হয়ে গিয়েছি। আমি ক্রিকেটের ভক্ত, ছোটবেলা থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতাম। তবে আমি কখনও ভাবিনি, দেশের জার্সি পরে আমি ক্রিকেট খেলব। একজন ক্রিকেটপ্রেমিক হিসেবে আমার স্বপ্ন সার্থক হয়েছে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে!’