
দুবাই: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ রবিবার। আট টিমের এই টুর্নামেন্টে এক এক ম্যাচ যেন নকআউট। আয়োজক দেশ পাকিস্তানের বিরুদ্ধে এ বার রোহিত শর্মার ভারতের নামার পালা। এই ম্যাচ টিম ইন্ডিয়া জিতলেই সেমিফাইনাল কার্যত পাকা। অন্যদিকে মহম্মদ রিজওয়ানের পাকিস্তানের জন্য এই ম্যাচ মূলত মরণ-বাঁচন ম্যাচ। হেরে গেলেই টুর্নামেন্ট থেকে বিদায়। তেমনটা হলে বাবর-শাহিনদের জন্য একেবারেই ভালো হবে না। এই পরিস্থিতিতে জেনে নিন কবে, কখন, কোথায় ও কীভাবে দেখবেন মিনি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচ।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি কবে হবে?
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি আগামিকাল, রবিবার (২৩ ফেব্রুয়ারি) হবে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি কোথায় হবে?
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি কখন শুরু হবে?
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী শুরু হবে দুপুর ২.৩০ মিনিটে। ম্যাচের আগে ২টো নাগাদ টস হবে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটির লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস ২ ও স্পোর্টস ১৮-১ এবং স্পোর্টস ১৯-খেল। এ ছাড়া মোবাইলে দেখা যাবে জিওহটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি ভারত বনাম পাকিস্তানের ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।