India vs Pakistan, ICC ODI World Cup: ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচে একঝাঁক মাইলস্টোনের সামনে রোহিত-গিল-বাবর-ফখররা

IND vs PAK: ভারতের মাটিতে বিশ্বকাপ জমে উঠেছে। আজ ১৪ অক্টোবর। এই দিনটার জন্য অপেক্ষায় ছিলেন ভারত ও পাকিস্তানের ক্রিকেট ভক্তরা। হাইভোল্টেজ ম্যাচ হবে আজ দুপুর ২টো নাগাদ। বিশ্বকাপের বড় ম্যাচ বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে। এই মেগা ম্যাচের আগে থাকছে বিনোদনের পসরা। এ বারের বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। বরং প্রথা ভেঙে আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচের আগে হবে একটি জমকালো অনুষ্ঠান।

India vs Pakistan, ICC ODI World Cup: ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচে একঝাঁক মাইলস্টোনের সামনে রোহিত-গিল-বাবর-ফখররা
India vs Pakistan, ICC ODI World: ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচে একঝাঁক মাইলস্টোনের সামনে রোহিত-গিল-বাবর-ফখররা
Follow Us:
| Edited By: | Updated on: Oct 14, 2023 | 9:30 AM

আমেদাবাদ: ভারতের মাটিতে বিশ্বকাপ জমে উঠেছে। আজ ১৪ অক্টোবর। এই দিনটার জন্য অপেক্ষায় ছিলেন ভারত ও পাকিস্তানের (India vs Pakistan) ক্রিকেট ভক্তরা। হাইভোল্টেজ ম্যাচ হবে আজ দুপুর ২টো নাগাদ। বিশ্বকাপের বড় ম্যাচ বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে। এই মেগা ম্যাচের আগে থাকছে বিনোদনের পসরা। এ বারের বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। বরং প্রথা ভেঙে আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচের আগে হবে একটি জমকালো অনুষ্ঠান। মেন ইন ব্লু ও গ্রিন আর্মির ক্রিকেটাররা ভরপুর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবেন। কারণ এই ম্যাচের আগে জোড়া জয় পেয়েছে ভারত ও পাকিস্তান। এ বার দেখার আজ কী হয়। তার আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন ভারত-পাকিস্তান ম্যাচে দুই দলের ক্রিকেটাররা যে সকল মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন।

এক ঝলকে হেড টু হেড। এর আগে ওডিআই বিশ্বকাপে ৭ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। সেই সাত বারের সাক্ষাতেই ভারত জিতেছে। এ বার ভারত পাকিস্তানের বিরুদ্ধে অষ্টম বার জয়ের লক্ষ্যে নামছে।

ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে নজরে যে মাইলস্টোন —

  • রোহিত শর্মা – ৫০ ওভারের ফর্ম্যাটে ৩০০ ছক্কা পূরণ হওয়া থেকে ৩টি ছয় দূরে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
  • শ্রেয়স আইয়ার – কেরিয়ারের ৫০তম ওডিআই ম্যাচ থেকে একটি ম্যাচ দূরে রয়েছেন ভারতের মিডল অর্ডারের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার। একইসঙ্গে তিন ফর্ম্যাটে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করার জন্য শ্রেয়সের চাই ৬টি ছয়।
  • শুভমন গিল – ভারতের তরুণ ওপেনার শুভমন গিল ওডিআইতে ২০০০ রান পূর্ণ হওয়া থেকে ৮৩ রান দূরে রয়েছেন। এই মুহূর্তে ওডিআইতে গিলের সংগ্রহ ১৯১৭ রান।
  • বিরাট কোহলি – আন্তর্জাতিক এক দিনের ক্রিকেটে ১৫০টি ক্যাচের মাইলস্টোন স্পর্শ করতে হলে বিরাট কোহলিকে নিতে হবে আর ২টি ক্যাচ।
  • ঈশান কিষাণ – ওডিআইতে ১ হাজার রানের মাইলস্টোন পূর্ণ করতে হলে ঈশান কিষাণকে তুলতে হবে ৬৭ রান। আপাতত আন্তর্জাতিক এক দিনের ক্রিকেটে ৯৩৩ রান রয়েছে ঈশান কিষাণের।
  • বাবর আজম – ওডিআইতে ক্যাচের হাফসেঞ্চুরি পূর্ণ করার জন্য আর তিনটি ক্যাচ নিতে হবে পাক অধিনায়ক বাবর আজমকে। এখন বাবরের ঝুলিতে রয়েছে ওডিআইতে ৪৭টি ক্যাচ।
  • হাসান আলি – ওডিআইতে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করতে হলে পাক তারকা হাসান আলিকে নিতে হবে আর ৩টি উইকেট।
  • ফখর জামান – আন্তর্জাতিক ক্রিকেটে ৫ হাজার রান পূর্ণ করার জন্য পাকিস্তানের তারকা ক্রিকেটার ফখর জামানকে করতে হবে ৯১ রান।