Asia Cup 2023, India vs Pakistan Live Score: নিষ্ফলা ভারত-পাকিস্তান ম্যাচ, সুপার ফোরে বাবর আজমরা

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: তিথিমালা মাজী

Sep 02, 2023 | 10:50 PM

Asia Cup 2023, IND vs PAK Match Live Score in Bengali: এ বারের এশিয়া কাপ শুরু হয়ে গিয়েছে। আজ, ক্যান্ডিতে মুখোমুখি রোহিত শর্মার ভারত এবং বাবর আজমের পাকিস্তান। এই ম্যাচের বিস্তারিত জানতে চোখ রাখুন এই লাইভব্লগে।

Asia Cup 2023, India vs Pakistan Live Score: নিষ্ফলা ভারত-পাকিস্তান ম্যাচ, সুপার ফোরে বাবর আজমরা
এশিয়া কাপে ভারত-পাক মেগা ম্যাচ
Image Credit source: Graphics - TV9Bangla

Follow Us

পাল্লেকেলে: আশঙ্কা সত্যি করে ভারত-পাকিস্তান (Ind vs Pak) এশিয়া কাপের (Asia Cup 2023) ম্যাচে বিঘ্ন ঘটাল বৃষ্টি। প্রথমে ব্যাটিং করে ২৬৬ রান তোলে ভারত। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন রোহিত শর্মা। বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে দ্রুত ফেরান শাহিন শাহ আফ্রিদি। ১০ রান করে আউট হন শুভমন গিল। শ্রেয়স আইয়ারও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। পঞ্চম উইকেটে ঈশান কিষাণ এবং হার্দিক পান্ডিয়া জুটি ভারতকে খাদের কিনারা থেকে টেনে তোলে। ঈশান ৮২ ও হার্দিক ৮৭ রানের ইনিংস খেলেন। তবে বৃষ্টির দাপটে বিরতির পর আর শুরু করা গেল না ম্যাচ। বেশ কিছুক্ষণের অপেক্ষার পর ম্যাচ নিষ্ফলা ঘোষণা করে দেওয়া হয়। ১ পয়েন্ট করে ভাগাভাগি করে দেওয়া হয়েছে দুই দলের মধ্যে । নেপালের বিরুদ্ধে জয়ের সুবাদে মোট তিন পয়েন্ট নিয়ে সুপার ফোরে উঠে গিয়েছে পাকিস্তান। ভারতের পয়েন্ট ১। নেপালের বিরুদ্ধে ৪ সেপ্টেম্বরের ম্যাচ জিততেই হবে ভারতকে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 02 Sep 2023 10:27 PM (IST)

    সুপার ফোরে পাকিস্তান

    বৃষ্টির জন্য ম্যাচ মাঝপথে ভেস্তে গেলেও পাকিস্তানের সুপার ফোরে যাওয়া আটকাল না। নেপালকে প্রথম ম্যাচে হারিয়েছিল তারা। গ্রুপ পর্বের দুই ম্যাচ খেলে সুপার ফোরে জায়গা করে নিল পাকিস্তান। ভারতকে সুপার ফোরে যেতে হলে নেপালের বিরুদ্ধে জিততেই হবে।

  • 02 Sep 2023 09:59 PM (IST)

    নিষ্ফলা রইল ম্যাচ

    বৃষ্টি বাধা। নিষ্ফলা রইল বছরের প্রথম ভারত-পাকিস্তান দ্বৈরথ। প্রথমে ব্যাট করে ২৬৬ রান তোলে ভারত। পাকিস্তানকে জিততে হলে ২৬৭ রান তুলতে হত। তবে ইনিংস বিরতির পর মাঠে নামতেই পারল না দুই দল। আশঙ্কা সত্যি করে বাতিল হয়ে গেল ম্যাচ। দুই দলের অধিনায়ক হাত মিলিয়ে চলে গেলেন ড্রেসিংরুমে। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হল। পাকিস্তানের মোট তিন পয়েন্ট এবং ভারতের ১ পয়েন্ট।


  • 02 Sep 2023 09:05 PM (IST)

    কভার সরল পুরোপুরি

    পাল্লেকেলের মাঠে কভার সরল পুরোপুরি। ক্রিকেটাররা ওয়ার্ম আপ শুরু করেছেন। দুই দলের ক্যাপ্টেনকে দেখা গেল আম্পায়ারের সঙ্গে কথা বলতে।

  • 02 Sep 2023 08:49 PM (IST)

    রাত ৯টায় পরিদর্শন

    ভারতীয় সময় রাত ৯টার সময় পরিদর্শন করা হবে।

  • 02 Sep 2023 08:38 PM (IST)

    কভার সরানো শুরু

    ধীরে ধীরে কভার সরানোর কাজ শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে শুরু হতে পারে ম্যাচের দ্বিতীয় ইনিংস।

  • 02 Sep 2023 08:27 PM (IST)

    হাফ সেঞ্চুরিও নেই বাবরের

    ভারতের বিরুদ্ধে ওডিআইতে ব্যাট চলে না বাবর আজমের! বিশ্বের এক নম্বর ওডিআই ব্যাটার ভারতের বিরুদ্ধে মাত্র পাঁচটি ৫০ ওভারের ম্যাচ খেলেছেন। মোট রান ১৫৮। একটি হাফ সেঞ্চুরিও নেই।

  • 02 Sep 2023 08:21 PM (IST)

    ফিরে এল বৃষ্টি

    পাল্লেকেলে স্টেডিয়ামে ফিরে এসেছে বৃষ্টি। গোটা মাঠ কভারে ঢেকে দেওয়া হয়েছে। ম্যাচ শুরু হতে দেরি। ওভার কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

  • 02 Sep 2023 07:46 PM (IST)

    ২৬৬ রানে থামল ভারত

    ৪৮.৫ ওভারে ২৬৬ রানে অলআউট ভারত। ইশান কিষাণের ৮২ ও হার্দিক পান্ডিয়ার ৮৭ রানের দৌলতে স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি তুলতে পেরেছে ভারত। পাকিস্তানের পেসাররা নিলেন সবকটি উইকেট। শাহিন ৪, নাসিম শাহ ৩ এবং হ্যারিস রউফ ৩ উইকেট নিয়েছেন।

  • 02 Sep 2023 07:31 PM (IST)

    আড়াইশো পার ভারতের

    ভারতের স্কোর ২৫০-র গণ্ডি পার করল। ক্রিজে জসপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব।

  • 02 Sep 2023 07:22 PM (IST)

    আউট শার্দূল

    নাসিম শাহের বলে শাদাব খানের হাতে ক্যাচ। ফিরলেন শার্দূল ঠাকুর (৩)।

  • 02 Sep 2023 07:20 PM (IST)

    সপ্তম উইকেট হারাল ভারত

    পরপর দুটো উইকেট নিলেন শাহিন শাহ আফ্রিদি। হার্দিকের পর ফেরালেন জাডেজাকে। ২২ বলে ১৪ রান জাড্ডুর। ভারতের স্কোর ২৪২-৭।

  • 02 Sep 2023 07:17 PM (IST)

    আউট হার্দিক

    সেঞ্চুরির আগেই থামতে হল হার্দিক পান্ডিয়াকে। ৯০ বলে ৮৭ রানের ইনিংস খেলে ফিরলেন। ৭টি চার ও ১টি ছয়। ৪৩.২ ওভারে ২৪২-৬ ভারত।

  • 02 Sep 2023 06:49 PM (IST)

    ঈশানকে ফেরালেন হ্যারিস

    ঈশান দ্যা সেভিয়র। ভারতের স্কোর দুশোর উপরে নিয়ে গেলেন। সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন বাঁ হাতি ব্যাটার। তবে ৮২ রানে ফিরতে হল তাঁকে। হ্যারিস রউফের বলে বাবরের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন।

  • 02 Sep 2023 06:46 PM (IST)

    ২০০ ছুঁল ভারতের স্কোর

    অনবদ্য ঈশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া জুটি। দু’জনের অর্ধশতরানে ঘুরে দাঁড়াচ্ছে ভারত।

  • 02 Sep 2023 06:30 PM (IST)

    হার্দিকের অর্ধশতরান

    ৬২ বলে অর্ধশতরান হার্দিক পান্ডিয়ার। ৩৪ ওভারে ভারতের স্কোর ১৭৮-৪। হার্দিক-ঈশান জুটিতে পঞ্চম উইকেটে ১১১ বলে ১০০ রান ওঠে।

  • 02 Sep 2023 06:08 PM (IST)

    ঈশানের অর্ধশতরান

    চাপের মুখে অনবদ্য ঈশান কিষাণ। ৫৪ বলে অর্ধশতরান করলেন তিনি। ২৮.৫ ওভারে ১৪৬-৪ ভারত।

  • 02 Sep 2023 06:06 PM (IST)

    দুরন্ত শাহিন

    ওয়াসিম আক্রমকে সুইংয়ের সুলতান বলা হত। তাঁর মসনদে এখন নতুন নবাব শাহিন শাহ আফ্রিদি।

    পড়ুন বিস্তারিত : ভারতের সেরা অস্ত্র ভোঁতা করতে ওস্তাদ শাহিন শাহ আফ্রিদি

  • 02 Sep 2023 05:34 PM (IST)

    ১০০ পার করল ভারত

    ১৯.৪ ওভারে ১০০-র গণ্ডি ছুঁল ভারত। ঈশান কিষাণ ৩২ ও হার্দিক পান্ডিয়া ১৬ রানে ব্যাট করছেন।

  • 02 Sep 2023 05:10 PM (IST)

    ফিরলেন শুভমন

    ৩২ বলে ১০ রান। হ্যারিস রউফের বলে ফিরলেন শুভমন গিল। চার উইকেট হারাল ভারত। ১৬.৩ ওভারে ৭১-৪ ভারত।

  • 02 Sep 2023 04:58 PM (IST)

    বৃষ্টি বিরতির পর শুরু ম্যাচ

    বৃষ্টি বিরতির পর শুরু হল ম্যাচ। ক্রিজে শুভমন গিল এবং ঈশান কিষাণ।

  • 02 Sep 2023 04:37 PM (IST)

    ফের নামল বৃষ্টি

    ভারতের ব্যাটিং বিপর্যয়ের মাঝে ফের ঝেঁপে এল বৃষ্টি। মাঠ ঢাকল কভারে। ভারতের স্কোর ১১.২ ওভারে ৫১/৩।

  • 02 Sep 2023 04:28 PM (IST)

    আউট শ্রেয়স

    প্রত্যাবর্তনের ম্যাচে শ্রেয়সের অবদান ৯ বলে ১৪ রান। রউফের বলে ফখর জামানের হাতে ক্যাচ। দলীয় ৫০ রানে আগেই তিনটি উইকেট হারাল ভারত।

  • 02 Sep 2023 04:25 PM (IST)

    শাহিন রোগের সমাধান কই?

    বাঁ হাতি পেসারের বিরুদ্ধে ব্যাটিং করতে হলে কি হাঁটু কাঁপে রোহিতের?

    বিস্তারিত পড়ুন : বাঁ হাতি পেসার শাহিন এবং রোহিতের সেই একই চিত্র

  • 02 Sep 2023 04:19 PM (IST)

    শ্রেয়সের বাউন্ডারি

    হ্যারিস রউফের বলে বাউন্ডারি হাঁকালেন শ্রেয়স। চোট সারিয়ে এশিয়া কাপে প্রত্যাবর্তন করা শ্রেয়সের দিকে তাকিয়ে ভারতীয় সমর্থকরা।  ৮ ওভার শেষে ভারতের স্কোর ৪২/২।

  • 02 Sep 2023 04:08 PM (IST)

    আউট কোহলি

    বিরাট কোহলিকেও ফেরালেন শাহিন শাহ আফ্রিদি। ৭ বলে ৪ রান। ক্লিন বোল্ড হয়ে ফিরলেন কোহলি। নতুন ব্য়াটার শ্রেয়স আইয়ার।

  • 02 Sep 2023 03:58 PM (IST)

    ক্লিন বোল্ড রোহিত

    আগের ডেলিভারি ছিল আউটসুইং। পরের বলই ভেতরে ঢোকালেন এবং অফস্টাম্প ছিটকে দিলেন শাহিন শাহ আফ্রিদি। বৃষ্টি বিরতিতে মনোসংযোগে আঘাত। ক্লিন বোল্ড হয়ে ফিরলেন রোহিত (১১)।

  • 02 Sep 2023 03:57 PM (IST)

    থামল বৃষ্টি, শুরু ম্যাচ

    বৃষ্টি থামার পর সরল উইকেটের কভার। শুরু হল ম্যাচ।

  • 02 Sep 2023 03:25 PM (IST)

    ক্যান্ডিতে শুরু বৃষ্টি

    ৪.২ ওভার ব্যাটিংয়ের পর ক্যান্ডিতে শুরু হল বৃষ্টি। ঢেকে দেওয়া হল উইকেট। ক্রিকেটাররা মাঠ থেকে উঠে এলেন। ভারতের স্কোর ১৫/০।

  • 02 Sep 2023 03:02 PM (IST)

    শুরু ম্যাচ

    ২০১৯ সালের পর ফের ওডিআইতে মুখোমুখি ভারত-পাকিস্তান। শ্রীলঙ্কার পাল্লেকেলে শুরু হল ম্যাচ। ওপেনিংয়ে রোহিত শর্মা এবং শুভমন গিল। বোলিংয়ের সূচনায় শাহিন শাহ আফ্রিদি।

  • 02 Sep 2023 02:43 PM (IST)

    পাকিস্তানের একাদশ

    পাকিস্তানের একাদশ :  ফখর জমান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, সলমন আগা, ইফতিকার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ এবং নাসিম শাহ।

  • 02 Sep 2023 02:40 PM (IST)

    ভারতের একাদশ

    পাকিস্তানের বিরুদ্ধে একাদশে নেই মহম্মদ সামি এবং সূর্যকুমার যাদব।

    ভারতের একাদশ : রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঈশান কিষান (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

  • 02 Sep 2023 02:32 PM (IST)

    টস আপডেট

    টস জিতলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। পাকিস্তানের বিরুদ্ধে দ্বৈরথে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত ভারতের।

  • 02 Sep 2023 02:31 PM (IST)

    পরিষ্কার ওয়েদার

    ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তির খবর। পাল্লেকেলের পরিষ্কার ওয়েদার। জানালেন রবি শাস্ত্রী।

  • 02 Sep 2023 02:30 PM (IST)

    সরল কভার

    পাল্লেকেলের ঢাকা উইকেট থেকে সরল কভার। ভারতীয় দলের ক্রিকেটাররা প্রি ম্যাচ ওয়ার্ম আপের জন্য নেমেছেন।

  • 02 Sep 2023 02:05 PM (IST)

    মেন ইন ব্লু-র গলদ কোথায়, কী বললেন প্রাক্তন পাক তারকা?

    এশিয়া কাপে ভারত-পাক মেগা ম্যাচের জন্য তৈরি বাবর আজম-রোহিত শর্মারা। অবশ্য এই ম্যাচের আগে রোহিত শর্মার দলের গলদ তুলে ধরলেন প্রাক্তন পাক অধিনায়ক মহম্মদ হাফিজ। এশিয়া কাপের পর রয়েছে ওডিআই বিশ্বকাপ। সে কথা মাথায় রেখে মহম্মদ হাফিজ জানিয়েছেন, তাঁর মতে গ্রুপ পর্বে ধারাবাহিক পারফর্ম করার পরও নকআউটে মেন ইন ব্লু অতীতে একাধিক টুর্নামেন্টে ভালো পারফর্ম করতে পারেনি। এ বারও কি তার পুনরাবৃত্তি হবে?

    পড়ুন বিস্তারিত – India vs Pakistan: রোহিতের দলের গলদ কোথায়? এশিয়া কাপে ভারত-পাক মহারণের আগে তুলে ধরলেন প্রাক্তন পাক অধিনায়ক

  • 02 Sep 2023 01:58 PM (IST)

    ভারত-পাক ম্যাচ ভেস্তে গেলে ফয়সালা কীভাবে?

    পাল্লেকালের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, ভারত-পাকিস্তানের ম্যাচ চলাকালীন বৃষ্টি হতে পারে। যদিও ম্যাচটি সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। তবে যদি সেটা সম্ভব না হয় অর্থাৎ বৃষ্টি বাধা হলে ম্যাচের ফলাফল কীভাবে নির্ধারণ করা হবে। ম্যাচ সম্পন্ন করতে ন্যূনতম কত ওভার প্রয়োজন এবং কখনই বা ডাকওয়ার্থ লুইস পদ্ধতি প্রযোজ্য হবে?

    পড়ুন বিস্তারিত- India Vs Pakistan : ভারত-পাক ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি, ভেস্তে গেলে ম্যাচের ফয়সালা কীভাবে?

  • 02 Sep 2023 01:50 PM (IST)

    পাক পেস ত্রয়ীকে নিয়ে কী বললেন হিটম্যান?

    বাঁ হাতি পেসারদের বিরুদ্ধে ভারতীয় টপ অর্ডারের অস্বস্তি নতুন নয়। আগেও বহু ক্ষেত্রে দেখা গিয়েছে। পাকিস্তান টিমে শাহিন আফ্রিদির মতো বাঁ হাতি পেসার রয়েছেন। সঙ্গে ভুললে চলবে না নাসিম শাহ, হ্যারিস রউফের মতো পেসারের কথাও। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু করছে ভারত। স্বাভাবিক ভাবেই পাকিস্তানের পেস ত্রয়ীকে নিয়ে প্রশ্ন সামলাতে হল ভারত অধিনায়ক রোহিত শর্মাকে।

    পড়ুন বিস্তারিত- Rohit On PAK Pace Attack: পাক পেস-ত্রয়ীর বিরুদ্ধে কতটা প্রস্তুত? রোহিতের জবাবে হাসির রোল

  • 02 Sep 2023 01:40 PM (IST)

    পাক দ্বৈরথের আগে রোহিত শর্মা পেলেন সতর্কবার্তা!

    শনিবাসরীয় এশিয়া কাপের দ্বৈরথের আগে শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে রোহিত শর্মাকে সতর্ক বার্তা দিলেন প্রাক্তন অজি ক্রিকেটার ম্যথু হেডেন। ঠিক কী বললেন ম্যাথু? বিস্তারিত জানুন—

    পড়ুন বিস্তারিত – India vs Pakistan : ‘শাহিনের থেকে সাবধান’, পাক দ্বৈরথের আগে রোহিত শর্মা পেলেন সতর্কবার্তা!

  • 02 Sep 2023 01:29 PM (IST)

    পাল্লেকেলের পিচের জন্য কতটা তৈরি মেন ইন ব্লু?

    আবহাওয়া নিশ্চিত ভাবে একটা চিন্তার বিষয়। পাল্লেকেলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ হয়েছে। তাতে বৃষ্টির প্রভাব পড়েছিল। ভারত-পাকিস্তান ম্যাচেও সেই সম্ভাবনা রয়েছে। যদিও পাল্লেকেলে থেকে খবর, আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হচ্ছে। তবে এখান পিচ চিন্তার বিষয় হতে পারে। ভারত অধিনায়ক রোহিত শর্মা যা বললেন,

    বিস্তারিত পড়ুন – Rohit On Pallekele Condition: পাল্লেকেলের পিচ-পরিস্থিতির জন্য কতটা তৈরি ভারত?

  • 02 Sep 2023 01:25 PM (IST)

    পাক ম্যাচের একাদশ নিয়ে কী বললেন রোহিত?

    এশিয়া কাপে এই নিয়ে পরপর ২টো ম্যাচের আগে একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। অন্যদিকে পাক ম্যাচের জন্য অবশ্য ভারতীয় টিমের একাদশ জানা যায়নি। রোহিত শর্মা একাদশ বাছাই নিয়ে কী বললেন?

    পড়ুন বিস্তারিত – Rohit Sharma On Playing XI: একাদশ বেছে নেওয়া বিরাট মাথা-ব্যাথা! রোহিত যা বললেন…

  • 02 Sep 2023 01:15 PM (IST)

    ভারতের বিরুদ্ধে গ্রিন আর্মির একাদশ দেখে নিন

    মুলতানে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা করে দিয়েছিল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে নামার আগেও একই পন্থা অবলম্বন করেছেন বাবর আজমরা।

    পড়ুন বিস্তারিত – Babar Azam: ভারতের বিরুদ্ধে এই একাদশ নামাতে চলেছে পাকিস্তান

  • 02 Sep 2023 01:05 PM (IST)

    আজ কি ব্যাটিং স্টাইল বদলাবেন রোহিত? 

    ওডিআই ফর্ম্যাটে একমাত্র ব্যাটার হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে রোহিত শর্মার। এ ছাড়াও বেশ কিছু বড় সেঞ্চুরি। কিন্তু গত চার বছরের চিত্র পুরোপুরি উল্টো। ক’দিন আগেই রোহিত জানান, গত চার বছরে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ব্যাটিং করছেন। তা হলে কি ব্যাটিং স্টাইল বদলাবেন রোহিত?

    পড়ুন বিস্তারিত – Rohit Sharma Batting: ব্যাটিং স্টাইল বদলাবেন রোহিত! পরিষ্কার বার্তা দিলেন পাক ম্যাচের আগে

  • 02 Sep 2023 12:58 PM (IST)

    পাকিস্তান টিম নিয়ে হিটম্যানের মূল্যায়ন

    এশিয়া কাপে শুধু ভারত-পাকিস্তান ম্যাচ নয়। ভারত অধিনায়ক রোহিত শর্মার নজরে টুর্নামেন্ট। ওডিআই বিশ্বকাপের আগে এশিয়া কাপে ভালো পারফর্ম করতে পারলে টিমের আত্মবিশ্বাস বাড়বে। তা ভালো মতোই জানেন রোহিত।

    পড়ুন বিস্তারিত – Rohit Sharma On Pakistan: ‘গত কয়েক বছর…’, পাকিস্তান টিম নিয়ে রোহিতের মূল্যায়ন

  • 02 Sep 2023 12:50 PM (IST)

    ভারত-পাক ম্যাচের আগে কী বলেছেন হিটম্যান?

    এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে প্রেস কনফারেন্সে একাধিক বিষয় তুলে ধরেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এক ঝলকে দেখে নিন বিসিসিআইয়ের শেয়ার করা সেই ভিডিয়ো…

  • 02 Sep 2023 12:40 PM (IST)

    এক ঝলকে হেড টু হেড

    আজকের ভারত-পাকিস্তান ম্যাচের আগে চোখ বুলিয়ে নিন হেড টু হেডে।

    Head to Head– এর আগে এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান মোট ১৭ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত জিতেছে ৯ বার। এবং ৬ বার জিতেছে পাকিস্তান। আর দুই দলের ১টি ম্যাচ অমীমাংসিত।

  • 02 Sep 2023 12:30 PM (IST)

    অপেক্ষার আর মাত্র আড়াই ঘণ্টা

    আজ বিকেল ৩টে নাগাদ ক্যান্ডিতে এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান।