India Vs Pakistan : ভারত-পাক ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি, ভেস্তে গেলে ম্যাচের ফয়সালা কীভাবে?
Asia Cup 2023 : ২০২৩ এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচের জন্য অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শনিবার পাল্লেকেলে মুখোমুখি হচ্ছে দুই দল। তবে ম্যাচের উত্তেজনায় জল ঢালতে পারে বৃষ্টি।
পাল্লেকেলে : ২০২৩ এশিয়া কাপে আজ ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ব্লকবাস্টার ম্যাচ। যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। টি ২০ বিশ্বকাপের পর এক বছর বাদে ফের ক্রিকেট মাঠে মুখোমুখি দুই দল। পাকিস্তান নেপালের বিরুদ্ধে জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছে। ভারতের প্রথম ম্যাচটিই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে। তবে ম্যাচের উত্তেজনায় জল ঢালতে পারে প্রকৃতি। পাল্লেকালের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, ভারত-পাকিস্তানের ম্যাচ চলাকালীন বৃষ্টি হতে পারে। যদিও ম্যাচটি সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। তবে যদি সেটা সম্ভব না হয় অর্থাৎ বৃষ্টি বাধা হলে ম্যাচের ফলাফল কীভাবে নির্ধারণ করা হবে। ম্যাচ সম্পন্ন করতে ন্যূনতম কত ওভার প্রয়োজন এবং কখনই বা ডাকওয়ার্থ লুইস পদ্ধতি প্রযোজ্য হবে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন পাল্লেকেলের আকাশ মেঘলা থাকবে। Accuweather-এর রিপোর্ট অনুযায়ী, ১০ মিমি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা ৬০ থেকে ৮০ শতাংশ। বৃষ্টির কারণে একেবারে ম্যাচ বাতিল করতে না হলেও ওভার অবশ্যই কমানো হতে পারে। বৃষ্টি-বিঘ্নিত ওডিআই ম্যাচে ফলাফলের জন্য কমপক্ষে ২০-২০ ওভারের খেলা প্রয়োজন। এর চেয়ে কম ওভার হলে ম্য়াচ বাতিল হয়ে যাবে। আবার বৃষ্টি থেমে থেমে আসে এবং খেলা মাঝপথে শুরু হয়, সেক্ষেত্রে ডাকওয়ার্থ-লুইস নিয়ম প্রয়োগ করে ম্যাচের ফল নির্ধারণ করা হয়।
ধরা যাক, পাকিস্তান প্রথমে ব্যাট করে ৩০০ রান তুলেছে। ভারতীয় দল রান তাড়া করতে নেমে দ্রুত শুরু করে এবং ১৫ ওভারে ১০০ রান তোলে। এই সময়ে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ফের খেলা শুরু করা হয়। এমন পরিস্থিতিতে বাকি উইকেটের ভিত্তিতে দলটিকে সংশোধিত টার্গেট দেওয়া হবে। বৃষ্টির কারণে একটি বলও খেলা না হয়ে যদি ম্যাচটি পরিত্যক্ত হয় তাহলে উভয় দলকে ১ পয়েন্ট করে দেওয়া হবে। এমনটা হলে লাভবান হবে পাকিস্তান। ৪ পয়েন্ট নিয়ে সুপার ফোরে পৌঁছে যাবে তারা। সেক্ষেত্রে গ্রুপ পর্বে নেপালকে হারাতেই হবে ভারতকে।