India vs Bangladesh: ১৩ দিনেই পা পড়ল মাটিতে! ভারতের মেয়েদের কাছে ধূলিসাৎ বাংলাদেশ

U19 Women’s Asia Cup: এ বছর ছেলেদের যুব এশিয়া কাপ ফাইনালে ভারত ও বাংলাদেশ মুখোমুখি হয়েছিল। সেখানে ভারতের ছেলেদের হারিয়ে দিয়েছিল বাংলাদেশের যুবরা। মেয়েদের এশিয়া কাপের ফাইনালেও প্রতিপক্ষ ছিল ভারত-বাংলাদেশ। ফলাফল হল আলাদা।

India vs Bangladesh: ১৩ দিনেই পা পড়ল মাটিতে! ভারতের মেয়েদের কাছে ধূলিসাৎ বাংলাদেশ
U19 Women’s Asia Cup: ১৩ দিনেই পা পড়ল মাটিতে! ভারতের মেয়েদের কাছে ধূলিসাৎ বাংলাদেশImage Credit source: Indian Cricket Team Instagram
Follow Us:
| Updated on: Dec 22, 2024 | 12:16 PM

কলকাতা: বাইশ গজের অন্যতম ভাইভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তান। যে কোনও টুর্নামেন্টেই এই দুটো টিমের লড়াই হলে পরিবেশ হয় উত্তপ্ত। তেমনই ক্রীড়া জগতে ভারত-বাংলাদেশের (India vs Bangladesh) লড়াই নিয়ে উত্তোরত্তর ক্রীড়াপ্রেমীদের আগ্রহ বেড়েছে। এ বছর ছেলেদের যুব এশিয়া কাপ ফাইনালে ভারত ও বাংলাদেশ মুখোমুখি হয়েছিল। সেখানে ভারতের ছেলেদের হারিয়ে দিয়েছিল বাংলাদেশের যুবরা। মেয়েদের এশিয়া কাপের ফাইনালেও সেই একই প্রতিপক্ষ নেমেছিল। এশিয়া সেরার লড়াইয়ে কুয়ালালামপুরে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। এখানে অবশ্য ফলাফল আলাদা। এই প্রথম বার অনূর্ধ্ব-১৯ মেয়েদের এশিয়া কাপ (U19 Women’s Asia Cup) অনুষ্ঠিত হল। সেখানে বাংলাদেশকে হারিয়ে প্রথম বার চ্যাম্পিয়ন খেতাব এল ভারতে।

বাংলাদেশকে উড়িয়ে বিশ্বজয়ী ভারত এ বার এশিয়া সেরাও

মাত্র ১৩ দিনের ব্যবধানে বাংলাদেশকে হারের স্বাদ দিল ভারত। ৮ ডিসেম্বর ছিল অনূর্ধ্ব-১৯ ছেলেদের এশিয়া কাপের ফাইনাল। সেখানে ৫৯ রানের ব্যবধানে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। আর আজ ২২ ডিসেম্বর হল মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল। বাংলাদেশকে ৪১ রানের ব্যবধানে হারিয়ে এশিয়া সেরা হলেন নিকি প্রসাদের ভারত।

এই খবরটিও পড়ুন

টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের ক্যাপ্টেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ভারত তোলে ১১৭ রান। নেপথ্যে ওপেনার গোঙ্গাডি তৃষার ৫২ রান। ভারতের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান ১৭ মিথিলা বিনোদের। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন ফরজানা। অল্প রানের পুঁজি হলেও বাংলাদেশকে শুরু থেকেই চাপে রাখে ভারত।

বাংলাদেশের ওপেনার ফাহমিদা (১৮) ও জুয়েরিয়া ফিরদোস (২২) শুধু মাত্র দুই অঙ্কের রান করেন। বাকি ক্রিকেটাররা শুধু যেন এলেন আর গেলেন! ০ ফিরেছেন ২ জন। ১ করে ফিরেছেন ২ জন। ৫ রান করেছেন ২ জন। মাত্র ৭৬ রানে অলআউট বাংলাদেশ। ভারতের বোলাররা অতিরিক্ত দিয়েছেন ৯ রান। তা না হলে বাংলাদেশের মোট রান ৭৬-ও হত না।

গত বছরের ডিসেম্বরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন সবনম ইসমাইল, সোনম যাদব, গোঙ্গাডি তৃষারা। এই তিন বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটার এ বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের স্বাদ পেলেন।