India vs Pakistan: রোহিতের দলের গলদ কোথায়? এশিয়া কাপে ভারত-পাক মহারণের আগে তুলে ধরলেন প্রাক্তন পাক অধিনায়ক

Asia Cup 2023: আজ, ২ সেপ্টেম্বর এশিয়া কাপে (Asia Cup 2023) মেগা ম্যাচের দিন। ক্যান্ডিতে মহারণে নামবেন বিরাট কোহলি-বাবর আজমরা।

India vs Pakistan: রোহিতের দলের গলদ কোথায়? এশিয়া কাপে ভারত-পাক মহারণের আগে তুলে ধরলেন প্রাক্তন পাক অধিনায়ক
রোহিতের দলের গলদ কোথায়? এশিয়া কাপে ভারত-পাক মহারণের আগে তুলে ধরলেন প্রাক্তন পাক অধিনায়কImage Credit source: BCCI Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 02, 2023 | 9:33 AM

নয়াদিল্লি: শনি-বিকেলের জন্য় মনটা আনচান করছে একাধিক ক্রিকেট প্রেমীর। আজ, ২ সেপ্টেম্বর এশিয়া কাপে (Asia Cup 2023) মেগা ম্যাচের দিন। ক্যান্ডিতে মহারণে নামবেন বিরাট কোহলি-বাবর আজমরা। এশিয়া কাপে ভারত-পাক (India vs Pakistan) মেগা ম্যাচের জন্য তৈরি বাবর আজম-রোহিত শর্মারা। অবশ্য এই ম্যাচের আগে রোহিত শর্মার দলের গলদ তুলে ধরলেন প্রাক্তন পাক অধিনায়ক মহম্মদ হাফিজ (Mohammad Hafeez)। এশিয়া কাপের পর রয়েছে ওডিআই বিশ্বকাপ। সে কথা মাথায় রেখে মহম্মদ হাফিজ জানিয়েছেন, তাঁর মতে গ্রুপ পর্বে ধারাবাহিক পারফর্ম করার পরও নকআউটে মেন ইন ব্লু অতীতে একাধিক টুর্নামেন্টে ভালো পারফর্ম করতে পারেনি। এ বারও কি তার পুনরাবৃত্তি হবে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

শ্রীলঙ্কায় ভারত-পাক ম্যাচ শুরু হওয়ার আগে মহম্মদ হাফিজ বলেছেন টিম ইন্ডিয়াকে নকআউটের চাপ সামলানোর উপায় খুঁজতে হবে। তাঁর কথায়, ‘ভারত অবশ্যই ভীষণ ভালো টিম, কিন্তু ওরা এখনও সেরা দল হয়ে উঠতে পারেনি। আমরা অতীতে দেখেছি ওরা একাধিক আইসিসি ইভেন্টের এবং অন্যান্য বড় ইভেন্টের নকআউট পর্যায়ে চাপ সামলাতে পারেনি। দ্বিপাক্ষিক সিরিজে ভারত ভালো পারফর্ম করছে। কিন্তু আমি মনে করি ভারতকে দল হিসেবে নকআউট পর্বে চাপ সামলানোর উপায় খুঁজে বের করতে হবে। ওরা খুব ভালো, কিন্তু এখনও একটি সম্পূর্ণ দল হয়ে উঠতে পারেনি।’

হাফিজ অবশ্য মনে করেন ভারতীয় দলে জসপ্রীত বুমরার প্রত্যাবর্তন বড় তফাত গড়ে দিতে পারে। তাঁর কথায়, ‘বুমরা ফিরেছে, এ বার দেখা যাক পুরো টুর্নামেন্টে এ কেমন প্রভাব ফেলে। আমাদের অবশ্যই ওর ফিটনেসে নজর রাখতে হবে। ও যদি পুরো ছন্দে থাকে তা হলে অবশ্যই ভারত সব পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু তারপরও নকআউটে ভারতকে নিয়ে চিন্তা থাকবেই।’

ভারত-পাক ম্যাচ প্রসঙ্গে হাফিজ বলেন, ‘এই ম্যাচগুলিতে পারফর্ম করার জন্য সবচেয়ে বড় উপাদানটি মূলত আপনার মানসিক শক্তি। কারণ আপনার মানসিক অবস্থা আপনাকে এই হাইভোল্টেজ ভারত বনাম পাকিস্তান ম্যাচে ভালো পারফর্ম করতে অনেক সাহায্য করে।’

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে ওডিআই বিশ্বকাপের আসর বসবে। এশিয়া কাপের পর সেখানেও মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। আইসিসির মেগা ইভেন্টের আগে এশিয়া কাপে রোহিত শর্মার ভারত নকআউটে ওঠার এবং ভালো পারফর্ম করার জন্য পরীক্ষা দেবে। সেখানে উতরোতে পারলে বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস পাবে মেন ইন ব্লু।