AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AUS, WTC Final 2023 : পাক অধিনায়কের ব্যাট নিয়ে ওভালে ভারত-সংহার হেডের?

Travis Head: এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হেড বেশ সফল। প্রায় সব দেশের বিরুদ্ধেই ভালো পারফর্ম করেছেন। তারই ছাপ রেখেছেন ভারতের বিরুদ্ধে ওভালে। বিশ্ব টেস্ট ফাইনালে ভারত যদি হারে, তার অন্যতম কারণ হবে হেডের বিধ্বংসী ইনিংস। ব্যাটারের সাফল্যের অঙ্গ তো ব্যাটই। কিন্তু সাফল্যের ভাগিদার ব্যাটারই হন।

IND vs AUS, WTC Final 2023 : পাক অধিনায়কের ব্যাট নিয়ে ওভালে ভারত-সংহার হেডের?
পাক অধিনায়কের ব্যাট নিয়ে ওভালে ভারত-সংহার হেডের?Image Credit: Twitter
| Edited By: | Updated on: Jun 09, 2023 | 3:16 PM
Share

লন্ডন : ওভালে ভারতের ম্যাচে ফেরার সম্ভবনা ক্রমশ কমছে। ভারতীয় বোলিং তছনছ করে প্রথম ইনিংসে ৪৬৯ রান তুলেছে অস্ট্রেলিয়া। রোহিত শর্মার টিম অবিশ্বাস্য কিছু না করলেও এই ফাইনাল থেকেও শূন্য হাতে ফেরা প্রায় নিশ্চিত। এই অজি আগ্রাসনে কি পাক-যোগ রয়েছে? পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজমের (Babar Azam) সৌজন্যেই কি ১৬৩ রানের দুরন্ত ইনিংস খেলেছেন ট্রাভিস হেড (Travis Head)? ওয়াঘার ওপারে যা শোরগোল তাতে মনেই হতে পারে ভারতের বিরুদ্ধে ওভালে খোদ বাবরই করেছেন সেঞ্চুরি। ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা এমনই। সুযোগ পেলেই এপার-ওপার ঠিক জুড়ে যায়। সমালোচনা বা রসিকতার ক্ষেত্রে তো কথাই নেই! ওভালের আলোচনায় গ্যারি-নিকোলাসের একটি ব্যাট। বাবর নাকি এই ব্যাট উপহার দিয়েছেন হেডকে। ওই ব্যাট দিয়েই ভারতীয় বোলিং তছনছ করেছেন ঠান্ডা মাথায়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ঘটনাটা আসলে কী? টুইটারে দেখা যাচ্ছে বাবর ও হেড এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছেন। ওই সময় অজি ক্রিকেটার পাক অধিনায়কের হাত থেকে ব্যাট নিয়ে পরীক্ষাও করছেন। ওভালে হেডের সেঞ্চুরির পরই এই ভিডিয়ো টুইটারে ভাইরাল। পাকিস্তান ফ্যানদের তরফে বলা হচ্ছে, ওই দিনই হেডকে ব্যাটটি উপহার দিয়েছিলেন বাবর। পাক অধিনায়ক ও অজি কিপার দু’জনেই গ্যারি-নিকোলাস ব্যাট ব্যবহার করেন। চমৎকার ওয়েট, দুরন্ত স্ট্রোকের জন্য। তার মানে এই নয় যে, হেডের সঙ্গে গল্প করার সময় বাবর এই ব্যাট উপহার দিয়েছিলেন। অন্তত এমন তথ্য কোথাও নেই। গত বছর টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের সিরিজে পাকিস্তান-অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল। বাবর-হেডের দেখা হয়েছে বেশ কয়েকবার। দু’জন একে অপরের পরিচিত এবং বন্ধুও। ব্যাট নিয়ে আলোচনা হতেই পারে। কিন্তু বাবরের দেওয়া ওই ব্যাটেই ভারতের বিরুদ্ধে ফাইনালে ১৬৩ রান করলেন হেড, তার যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু পাকিস্তানের ক্রিকেট ভক্তরা কোনও দিনই যুক্তির ধার ধারেননি। ভারতকে কোণঠাঁসা দেখে ওই ভিডিয়ো ক্লিপিং ওয়াঘার এপারে টুইটার মারফত পাঠানোর আন্তরিক চেষ্টা চলছে। হেড হয়তো জানেন না, যদি জানতেন নিশ্চিত ভাবেই খোলসা করতেন।

এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হেড বেশ সফল। প্রায় সব দেশের বিরুদ্ধেই ভালো পারফর্ম করেছেন। তারই ছাপ রেখেছেন ভারতের বিরুদ্ধে ওভালে। বিশ্ব টেস্ট ফাইনালে ভারত যদি হারে, তার অন্যতম কারণ হবে হেডের বিধ্বংসী ইনিংস। ব্যাটারের সাফল্যের অঙ্গ তো ব্যাটই। কিন্তু সাফল্যের ভাগিদার ব্যাটারই হন। পাকিস্তানিদের এসব বুঝিয়ে লাভ কী!