AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asia Cup 2022, IND vs SL Highlights: শেষ ওভারে অনবদ্য অর্শদীপ, শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী, নামেই টিকে রইল ভারত

| Edited By: | Updated on: Sep 06, 2022 | 11:39 PM
Share

India vs Sri Lanka, Asia Cup 2022 Live Score: শ্রীলঙ্কার কাছে হেরে কার্যত বিদায়, শুধুমাত্র অঙ্কে টিকে রইল ভারত, বুধবার পাকিস্তান জিতলে ভারতের যাবতীয় অঙ্ক শেষ।

Asia Cup 2022, IND vs SL Highlights: শেষ ওভারে অনবদ্য অর্শদীপ, শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী, নামেই টিকে রইল ভারত
Image Credit: OWN Photograph

দুবাই : এশিয়া কাপে (Asia Cup 2022) সুপার ফোরে টানা দুই ম্যাচে হার ভারতের। পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে পরাজিত ভারত। ফাইনালের দৌড়ে টিকে থাকতে শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে জিততেই হত। রোহিত শর্মা-সূর্যকুমার যাদব জুটির সৌজন্যে বড় রানের আশা দেখছিল ভারত। স্লগ ওভারে পরপর উইকেট হারিয়ে সুযোগ হারায়। ১৭৩-৮ স্কোর গড়ে ভারত। রান তাড়ায় ওপেনিং জুটিতেই ৯৭ রান তোলে শ্রীলঙ্কা। যুজবেন্দ্র চাহাল ৩ উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন। অশ্বিন-চাহালের ওভার শেষ হতেই ফের চাপে ভারত। শেষ ওভারে মাত্র ৭ রানের লক্ষ্য ছিল শ্রীলঙ্কার। অর্শদীপ অনবদ্য বোলিং করলেও জয় এল না। এক বল বাকি থাকতেই ৬ উইকেটে জয়, ফাইনালে শ্রীলঙ্কা। ভারতের সামনে এখন অঙ্ক, বুধবার পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানকে জিততে হবে, এরপর আফগানিস্তানকে হারাতে হবে ভারতের এবং শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচে শ্রীলঙ্কাকে জিততে হবে। তাই এশিয়া কাপে ভারতের সুযোগ নেই এমনটাও বলা যায়। নামমাত্র টিকে রইল ভারত।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 06 Sep 2022 11:23 PM (IST)

    এক নজরে

    • শেষ ওভারে ৭ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার।
    • অনবদ্য বোলিং করেন বাঁ হাতি পেসার অর্শদীপ সিং।
    • স্নায়ুর চাপ সামলে ৬ উইকেটে জয় শ্রীলঙ্কার।
    • নাম মাত্র টিকে রইল ভারত।
    • বুধবার সুপার ফোরে পাকিস্তান বনাম আফগানিস্তান।
    • পাকিস্তান জিতলে পুরোপুরি বিদায় ভারতের।
    • আফগানিস্তান জিতলে কঠিন অঙ্কে টিকে থাকবে ভারত।
    • শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতে হবে বড় ব্যবধানে।
    • শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কাকে জিততে হবে।
  • 06 Sep 2022 11:09 PM (IST)

    ১৯ তম ওভারে…

    ১৯ তম ওভারে ১৪ রান দিলেন অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার। শেষ ওভারে ৭ রান প্রয়োজন শ্রীলঙ্কার।

  • 06 Sep 2022 10:42 PM (IST)

    ফের ধাক্কা চাহালের

    ভারতকে ক্রমশ ম্যাচে ফেরাচ্ছেন স্পিনাররা। তৃতীয় উইকেট নিলেন চাহাল। ১১০-৪ শ্রীলঙ্কা। ৩৫ বলে ৬৪ রান প্রয়োজন শ্রীলঙ্কার।

  • 06 Sep 2022 10:40 PM (IST)

    অশ্বিনের সাফল্য

    তৃতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা। ৬ ওভারে ৬৪ রান প্রয়োজন শ্রীলঙ্কার। তৃতীয় উইকেটটি নেন অশ্বিন।

  • 06 Sep 2022 10:26 PM (IST)

    মজবুত জুটি…

    ভারতের বিরুদ্ধে টি ২০ তে সবচেয়ে বড় রানের জুটি। ৯৭ রানে জুটি ভাঙলেন যুজবেন্দ্র চাহাল। ৫৩ বলে ৭৭ রান প্রয়োজন শ্রীলঙ্কার। উইকেট নেওয়া ছাড়া উপায় নেই।

  • 06 Sep 2022 10:02 PM (IST)

    পাওয়ার প্লে আপডেট

    শুরু মন্থর হলেও ৩ ওভারের পর থেকে গিয়ার বদলান শ্রীলঙ্কার দুই ওপেনার। পাওয়ার প্লে-র ৬ ওভারে বিনা উইকেটে ৫৭ রান শ্রীলঙ্কার। ভারতীয় বোলিংয়ে ক্রমশ চাপ বাড়ছে।

  • 06 Sep 2022 09:51 PM (IST)

    বোলিংয়ে ভালো শুরু

    ব্যবহৃত পিচে ম্য়াচ। এখনও অবধি রান আটকাতে সক্ষম ভারত।

  • 06 Sep 2022 09:30 PM (IST)

    এক নজরে

    • রোহিত শর্মা-সূর্যকুমার যাদবের অনবদ্য জুটিতে বড় রানের দিকে এগোচ্ছিল ভারত।
    • রোহিত শর্মা আন্তর্জাতিক কেরিয়ারে ৩২ তম অর্ধশতরান করলেন। বিরাট ও রোহিতের অর্ধশতরানের সংখ্যা সমান।
    • স্লগ ওভারে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।
    • শেষ অবধি ২০ ওভারে ১৭৩-৮ করে ভারত।
  • 06 Sep 2022 09:17 PM (IST)

    পন্থও আউট

    স্লগ ওভারে পরপর উইকেট। বড় রানের লক্ষ্য ক্রমশ ফিঁকে হচ্ছে।

  • 06 Sep 2022 09:06 PM (IST)

    হার্দিক আউট

    বড় শটের চেষ্টা। ব্যাটে-বলে সংযোগ হল না ঠিকঠাক। ১৩ বলে ১৭ রানে ফিরলেন হার্দিক। স্কোর ১৪৯-৫।

  • 06 Sep 2022 09:05 PM (IST)

    হার্ড-হিট

    বাকি মাত্র ৩ ওভার। স্লগ ওভারে হার্ড-হিট শুরু হার্দিক-পন্থদের।

  • 06 Sep 2022 08:42 PM (IST)

    রোহিত আউট

    অনবদ্য ইনিংস অধিনায়কের। ৪১ বলে ৭২ রানে ফিরলেন। চামিকা করুণারত্নের বোলিংয়ে নিশাঙ্কের ক্যাচ। পান্ডিয়াকে প্রোমোশন। ঋষভের আগে পাঠানো হল হার্দিককে।

  • 06 Sep 2022 08:37 PM (IST)

    একশো পেরোল ভারত

    ১১.৫ ওভারে ১০০ রানের সীমানা পেরোল ভারত।

  • 06 Sep 2022 08:27 PM (IST)

    ইনিংসের মাঝপথে ভারত

    শুরু ভালো না হলেও ঘুরে দঁড়াল ভারত। রোহিত-স্কাই জুটি ভরসা দিচ্ছেন। ১০ ওভারে ৭৯-২ ভারত।

  • 06 Sep 2022 08:25 PM (IST)

    রোহিতের অর্ধশতরান

    আন্তর্জাতিক ক্রিকেটে ৩২ তম অর্ধশতরান রোহিত শর্মার। মাত্র ৩২ বলে অর্ধশতরানে অধিনায়ক।

  • 06 Sep 2022 08:10 PM (IST)

    পাওয়ার প্লে আপডেট

    পাওয়ার প্লে তে ভারত মাত্র ৪৪-২। রোহিত শর্মা কিছু দর্শনীয় শট খেলেন।

  • 06 Sep 2022 07:50 PM (IST)

    বাঁ হাতি পেস..বিরাট ধাক্কা

    বাঁ হাতি পেসারেক বিরুদ্ধে ভারতের সমস্যা নতুন নয়। শ্রীলঙ্কার অনভিজ্ঞ বাঁ হাতি পেসার দিলশান মধুশঙ্কা উইকেট ছিটকে দিলেন বিরাট কোহলির। তৃতীয় ওভারেই ক্রিজে স্কাই।

  • 06 Sep 2022 07:45 PM (IST)

    স্পিনে ধাক্কা

    মহেশ থিকশানাকে অনেকটা এগিয়ে খেলেছিলেন লোকেশ রাহুল। এলবির আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউতেও সিদ্ধান্ত বদলায়নি। ব্য়াটে লাগার কোনও পর্যাপ্ত প্রমাণ পাননি তৃতীয় আম্পায়ার। দীর্ঘ সময় দেখার পর মাঠের আম্পায়ারের সিদ্ধান্তেই সায় দেন তৃতীয় আম্পায়ারও।

    ক্রিজে কোহলির প্রবেশ…গ্যালারিতে বিরাট চিৎকার।

  • 06 Sep 2022 07:38 PM (IST)

    দ্বিতীয় ওভারেই স্পিন

    ইনিংসের দ্বিতীয় ওভারেই স্পিনার থিকশানা আক্রমণে।

  • 06 Sep 2022 07:30 PM (IST)

    ভারতীয় ইনিংস শুরু

    ক্রিজে রোহিত শর্মা-লোকেশ রাহুল জুটি। মরণ বাঁচন ম্যাচ। ভালো শুরুর প্রতিক্ষা।

  • 06 Sep 2022 07:03 PM (IST)

    একাদশ আপডেট

    ভারতের একাদশে একটি পরিবর্তন। গত ম্যাচে দুই লেগস্পিনার খেলানো হয়েছিল। রবি বিষ্ণোইয়ের পরিবর্তে রবিচন্দ্রন অশ্বিন একাদশে।

    ভারতের একাদশ : লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, দীপক হুডা, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল

    শ্রীলঙ্কা একাদশ অপরিবর্তিত।

    শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চরিথ আসালঙ্কা, দানুস্কা গুনতিলক, দাসুন শানাকা, ভানুকা রাজাপক্ষ, ভানিন্দু হাসারঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, অসিথ ফার্নান্দো, দিলশান মধুশঙ্কা

  • 06 Sep 2022 07:01 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে রান তাড়ার সিদ্ধান্ত শ্রীলঙ্কার। ভারত প্রথমে ব্যাট করবে।

  • 06 Sep 2022 06:33 PM (IST)

    হ্যাটট্রিক হবে বিরাটের?

    গত দু-ম্যাচে অর্ধশতরান করেছেন বিরাট কোহলি। ফর্মে ফিরেছেন বলা যায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে অর্ধশতরানের হ্যাটট্রিকে নজর থাকবে।

  • 06 Sep 2022 06:22 PM (IST)

    পিচ কেমন…

    ভারত-পাকিস্তান ম্যাচ যে পিচে খেলা হয়েছিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে একই পিচে খেলবে ভারত। মাঠ অনেকটাই বড়। সমস্যা হতে পারে অসমান বাউন্স। পাকিস্তান ম্যাচের পর বিরাট কোহলি জানিয়েছিলেন, পিচ মন্থর। এই ম্যাচে আরও মন্থর হতে পারে। ব্যাটিংয়ে সমস্যা হবে।

    পিচ দেখলেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়। একাদশ বাছাই নিয়ে ভাবতে হবে। অশ্বিন, অক্ষরকে একাদশে দেখা যেতে পারে।

Published On - Sep 06,2022 6:00 PM