Asia Cup 2023, India vs Sri Lanka Final Highlights: গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টম বার এশিয়া সেরা ভারত

Sep 17, 2023 | 6:24 PM

Asia Cup 2023, IND vs SL Final Match Live Score in Bengali: কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ, এশিয়া কাপের ফাইনাল। মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি রোহিত শর্মার ভারত এবং দাসুন শানাকার শ্রীলঙ্কা। ২০২২ এর এশিয়া কাপ জিতেছিল শ্রীলঙ্কা। এ বার দেখার সেই খেতাব ভারত ধরে রাখতে পারে কিনা। এই ম্যাচের বিস্তারিত জানতে চোখ রাখুন এই লাইভব্লগে।

Asia Cup 2023, India vs Sri Lanka Final Highlights: গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টম বার এশিয়া সেরা ভারত
আজ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা
Image Credit source: Graphics - TV9Bangla

Follow Us

কলম্বো: এশিয়া সেরার তাজ ভারতের ঝুলিতে। ২০১৮ সালের পর এশিয়া কাপ জিতল ভারত। আজ, রবিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনালে মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার ভারত এবং দাসুন শানাকার শ্রীলঙ্কা। এই দু’টো টিমই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। এর আগে ভারত এশিয়া কাপ জিতেছিল ৭ বার। শ্রীলঙ্কা ৬ বার। ২০১০ সালের পর ফের এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। টস জিতে প্রথমে ব্যাটিং বাছেন লঙ্কান অধিনায়ক। মহম্মদ সিরাজ একাই তছনছ করে দেন লঙ্কানদের ইনিংস। ১৫.২ ওভারে ৫০ রান তুলে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ৫১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬.১ ওভারে ম্যাচ শেষ করেন ভারতের ওপেনাররা। ১০ উইকেটে জয়ী ভারত। অষ্টম এশিয়া কাপ এল ভারতে। বিশ্বকাপের আগে এশিয়া কাপ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল টিম ইন্ডিয়া। ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) ম্যাচের বিস্তারিত জানুন TV9Bangla Sports এর এই লাইভব্লগে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 17 Sep 2023 06:17 PM (IST)

    যে ভাবে এশিয়া সেরা হল ভারত…

    এশিয়া-জয়ী ভারত…

    • টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা।
    • একাই ৬ উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ।
    • ৩টি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। আর একটি তুলে নেন জসপ্রীত বুমরা।
    • ১৫.২ ওভারে ৫০ রান তুলে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
    • এশিয়া সেরা হওয়ার জন্য ভারতের প্রয়োজন ছিল ৫১ রান।
    • ভারতের হয়ে আজ ওপেনিংয়ে নামেন শুভমন গিল ও ঈশান কিষাণ।
    • ৬.১ ওভারে ৫১ রান তুলে ফেলেন গিল ও ঈশান।
    • ২৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন শুভমন গিল। ২৩ রানে অপরাজিত ঈশান কিষাণ।
    • ১০ উইকেটে জয়ী ভারত।
  • 17 Sep 2023 06:08 PM (IST)

    অষ্টম বার এশিয়া সেরা ভারত

    ৬.১ ওভারে লঙ্কানদের দেওয়া টার্গেট পূরণ করে ফেলল ভারত। ১০ উইকেটে জয়ী টিম ইন্ডিয়া। ২০১৮-র পর এশিয়া সেরার তাজ পেল ভারত।


  • 17 Sep 2023 06:03 PM (IST)

    ৫ ওভারে ভারত ৪৫/০

    শুরুর ৫ ওভারে ৪৫ রান তুলে নিয়েছেন শুভমন গিল ও ঈশান কিষাণ। ভারতের জয়ের জন্য আর চাই ৬ রান।

  • 17 Sep 2023 05:55 PM (IST)

    ৩ ওভারে ভারত ৩২/০

    ভারত শুরুর ৩ ওভারে তুলেছে ৩২ রান। জয়ের জন্য প্রয়োজন আর ১৯ রান।

  • 17 Sep 2023 05:49 PM (IST)

    ২ ওভারে ভারত ১৭/০

    দ্বিতীয় ওভার থেকে এল ১০ রান। দুই ওভার পর ভারতের স্কোর বিনা উইকেটে ১৭। ঈশান কিষাণ ব্যাট করছেন ১৩ রানে। শুভমন গিল রয়েছেন ৪ রানে।

  • 17 Sep 2023 05:46 PM (IST)

    ১ ওভারে ভারত ৭/০

    ভারত প্রথম ওভারে তুলল ৭ রান। কোনও উইকেট হারায়নি। শুভমন গিল ব্যাট করছেন ৪ রানে। ঈশান কিষাণ রয়েছেন ৩ রানে।

  • 17 Sep 2023 05:39 PM (IST)

    রান তাড়া করতে নামল ভারত

    ৫০ ওভারে ভারতের টার্গেট ৫১ রান। ভারতের হয়ে ওপেনিংয়ে নামলেন শুভমন গিল ও ঈশান কিষাণ। বল হাতে ইনিংসের সূচনায় প্রমোদ মধুসান।

  • 17 Sep 2023 05:11 PM (IST)

    ভারতের টার্গেট ৫১

    মাত্র ৫০ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা। ১০ ওভারের শেষ লঙ্কানদের ইনিংস। গত বারের এশিয়া কাপ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ৬টি উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। ৩টি উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া। আর ১টি জসপ্রীত বুমরার। ১ ঘণ্টা ৩৫ মিনিটেই শেষ শ্রীলঙ্কার ইনিংস। ৫ শ্রীলঙ্কান ব্যাটার কোনও স্কোর না করেই আউট হয়ে গিয়েছেন। লঙ্কানদের হয়ে সর্বাধিক রান করেছেন কুশল মেন্ডিস (১৭)।

  • 17 Sep 2023 05:08 PM (IST)

    শ্রীলঙ্কার নবম উইকেটের পতন

    শ্রীলঙ্কার নবম উইকেটের পতন। প্রমোদ মধুশানকে ফেরালেন হার্দিক পান্ডিয়া।

  • 17 Sep 2023 05:05 PM (IST)

    শ্রীলঙ্কার দলগত ৫০ রান

    ১৪.১ ওভারে শ্রীলঙ্কার দলগত ৫০ রান পূর্ণ হল। ক্রিজে দুশান হেমন্ত ও প্রমোদ মধুশান।

  • 17 Sep 2023 04:53 PM (IST)

    অষ্টম উইকেটের পতন

    দুনিথ ওয়াল্লালাগেকে ফেরালেন হার্দিক পান্ডিয়া। ২১ বলে ৮ রান করে মাঠ ছাড়লেন ওয়াল্লালাগে। শ্রীলঙ্কার অষ্টম উইকেটের পতন। স্কোরবোর্ডে শ্রীলঙ্কা তুলেছে মাত্র ৪০ রান। যা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সকল ক্রিকেট প্রেমীর মনে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন, যে কতক্ষণ টিকবে শ্রীলঙ্কার ইনিংস…

  • 17 Sep 2023 04:44 PM (IST)

    সেভেন!

    শ্রীলঙ্কার সপ্তম উইকেট, সিরাজের আধডজন। কুশল মেন্ডিসকে নিখুঁত ইয়র্কারে বোল্ড সিরাজের।

  • 17 Sep 2023 04:38 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার ইনিংসের পাওয়ার প্লে শেষ। প্রথম ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১ রান তুলেছে শ্রীলঙ্কা।

  • 17 Sep 2023 04:16 PM (IST)

    সিরাজ সুপারহিট

    পঞ্চম উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ। শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে বোল্ড করলেন মহম্মদ সিরাজ।

  • 17 Sep 2023 04:12 PM (IST)

    ৫ ওভারে শ্রীলঙ্কা ১২/৫

    শ্রীলঙ্কার ইনিংসের ৫ ওভারের খেলা শেষ। শুরুর ৫ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে ১২ রান তুলেছে শ্রীলঙ্কা।

  • 17 Sep 2023 04:08 PM (IST)

    কাউকে এক চুল জমি ছাড়ছেন না সিরাজ

    পঞ্চম উইকেট হারাল শ্রীলঙ্কা। কাউকে এক চুল জমি ছাড়ছেন না মহম্মদ সিরাজ। চতুর্থ ওভারে একটি মাত্র ৪দিয়ে সিরাজ তুলে নিলেন চার উইকেট। তাঁর চতুর্থ শিকার ধনঞ্জয় ডি সিলভা।

  • 17 Sep 2023 04:03 PM (IST)

    আসালঙ্কা আউট

    এ বার মহম্মদ সিরাজ তুলে নিলেন চরিথ আসালঙ্কার উইকেট। পরপর উইকেট হারিয়ে চাপে লঙ্কানরা। আসালঙ্কা এলেন আর গেলেন। শূন্যে ফিরলেন তিনি।

  • 17 Sep 2023 04:02 PM (IST)

    নিশঙ্কার পর সাদিরাকে ফেরালেন সিরাজ

    ৩.৩ ওভারে সাদিরা সমরবিক্রমাকে ফেরালেন মহম্মদ সিরাজ। রিভিউ নেন সাদিরা। অবশ্য লাভ হয়নি। এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন সাদিরা।

  • 17 Sep 2023 03:56 PM (IST)

    নিশঙ্কা আউট

    মহম্মদ সিরাজ ভারতকে এনে দিলেন দ্বিতীয় উইকেট। আউট পাথুম নিশঙ্কা। ৪ বলে ২ রান করে মাঠ ছাড়লেন নিশঙ্কা। জাডেজার দুরন্ত ক্যাচ। ৩.১ ওভারে শ্রীলঙ্কার স্কোর দাঁড়াল ৮/২।

  • 17 Sep 2023 03:44 PM (IST)

    বুম বুম বুমরা…

    শ্রীলঙ্কার ইনিংসের তৃতীয় বলেই উইকেট তুলে নিলেন জসপ্রীত বুমরা। আউট কুশল পেরেরা। বাঁ দিকে লাফিয়ে দারুণ ক্যাচ নিলেন লোকেশ রাহুল।

  • 17 Sep 2023 03:40 PM (IST)

    শ্রীলঙ্কার ইনিংস শুরু

    • খেতাব ধরে রাখার লড়াইয়ে নামল শ্রীলঙ্কা।
    • লঙ্কানদের ইনিংস শুরু।
    • ওপেনিংয়ে পাথুম নিশঙ্কা ও কুশল পেরেরা।
    • নতুন বল হাতে শুরু করলেন জসপ্রীত বুমরা।
  • 17 Sep 2023 03:35 PM (IST)

    ৩.৪০ নাগাদ হবে খেলা শুরু

    মাঠ পরিদর্শন করার পর আম্পায়াররা জানিয়েছেন ৩.৪০ মিনিট নাগাদ খেলা শুরু হবে।

  • 17 Sep 2023 03:20 PM (IST)

    আপাতত কলম্বোয় বৃষ্টি বন্ধ

    কলম্বোয় বৃষ্টি বন্ধ হয়েছে। মাঠ থেকে সরল কভার। বিকেল ৩.৩০ মিনিট নাগাদ হবে মাঠ পরিদর্শন। সেই সময় আম্পায়াররা যদি মনে করেন খেলা শুরু করার মতো পরিস্থিতি রয়েছে, তা হলে ফাইনাল শুরু হবে বিকেল ৩.৪৫ মিনিটে।

  • 17 Sep 2023 02:59 PM (IST)

    কলম্বোয় বৃষ্টি

    এশিয়া কাপের ফাইনালে নির্ধারিত সময়ে টস হয়েছে। কিন্তু টসের ঠিক পরই কলম্বোতে বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে। পুরো মাঠ আপাতত কভারে ঢেকে ফেলা হয়েছে।

  • 17 Sep 2023 02:57 PM (IST)

    দুই দলের একাদশ

    ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ।

    শ্রীলঙ্কার একাদশে আজ একটি পরিবর্তন। চোট পাওয়া মহেশ থিকশানার জায়গায় একাদশে এসেছেন দুশান হেমন্ত।

    শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সমরবিক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়াল্লালাহে, দুসান হেমন্ত, প্রমোদ মধুশান ও মাথিশা পাথিরানা।

     

  • 17 Sep 2023 02:31 PM (IST)

    টস আপডেট

    টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা।

  • 17 Sep 2023 02:27 PM (IST)

    লঙ্কানদের এশিয়া কাপের রোড টু ফাইনাল

    গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এ বার কি পারবে খেতাব ধরে রাখতে? ফাইনালের ম্যাচের আগে বাবর আজমের পাকিস্তানকে হারিয়েছে শানাকার শ্রীলঙ্কা।

    এক ঝলকে দেখে নিন – কোন পথে এ বারের মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে উঠল শ্রীলঙ্কা?

  • 17 Sep 2023 02:20 PM (IST)

    মেন ইন ব্লুর রোড টু এশিয়া কাপ ফাইনাল

    গ্রুপ পর্বে ভারতের প্রথম ম্যাচ ছিল নিষ্ফলা। আবার ফাইনালের ম্যাচের আগে হারে ভারত।

    এক ঝলকে দেখে নিন – কোন পথে এ বারের মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে উঠল ভারত?

  • 17 Sep 2023 02:15 PM (IST)

    এশিয়া কাপের ট্রফির ম্যাচে ভারত-শ্রীলঙ্কার রেকর্ড

    ২০১০-র পর ভারত ও শ্রীলঙ্কা দু-দল ফাইনালে উঠলেও ট্রফির ম্যাচে মুখোমুখি হয়নি। অর্থাৎ ২০১০-এর পর আজ ফের একবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা।

    পড়ুন বিস্তারিত – ASIA CUP, IND VS SL: এশিয়া কাপ ফাইনালে ভারত-শ্রীলঙ্কা, অতীত রেকর্ড যা বলছে…

  • 17 Sep 2023 02:05 PM (IST)

    রোহিত-দাসুনরা আজ যে সকল রেকর্ড গড়তে পারেন…

    এশিয়া কাপের ফাইনালে ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা যে রেকর্ডগুলি তৈরি করতে পারেন —

    পড়ুন বিস্তারিত – IND vs SL: এশিয়া সেরার তাজের শেষ লড়াইয়ে ভারত-শ্রীলঙ্কার ক্রিকেটাররা যে রেকর্ড গড়তে পারেন…

  • 17 Sep 2023 01:50 PM (IST)

    রইল ভারত-শ্রীলঙ্কা প্রিভিউ

    এশিয়া কাপ ফাইনালের কাউন্টডাউন শুরু। ওডিআই বিশ্বকাপের আগে আরও একবার কম্বিনেশন দেখে নেওয়ার সুযোগ ভারতীয় টিম ম্যানেজমেন্টের। এ বারের এশিয়া কাপ জয় ভারতের প্রেক্ষিতে নানা কারণে গুরুত্বপূর্ণ। আইসিসি টুর্নামেন্টে ভারত শেষ ট্রফি জিতেছে ২০১৩ সালে। এরপর থেকে সেমিফাইনাল এবং ফাইনালেই সীমাবদ্ধ থেকেছে ট্রফির প্রত্যাশা। দ্বিপাক্ষিক সিরিজ জিতলেও মাল্টি টিম ইভেন্টে ভারতের ট্রফি খরা চলছে।

    পড়ুন প্রিভিউ – Asia cup 2023 IND vs SL Match Prediction: ভারতের লক্ষ্য অষ্টম ট্রফি, বাধা শ্রীলঙ্কা-স্পিন; নজরে বৃষ্টিও

     

  • 17 Sep 2023 01:40 PM (IST)

    হেড টু হেড

    হেড টু হে- এর আগে এশিয়া কাপে ভারত এবং শ্রীলঙ্কা এই দুই দল মোট ২২ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত ১১ বার জিতেছে। এবং শ্রীলঙ্কাও জিতেছে ১১ ম্যাচে। আজ যারা জিতবে, তারা এগিয়ে যাবে।

  • 17 Sep 2023 01:31 PM (IST)

    আজ এশিয়া কাপ ফাইনাল

    কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ বিকেল ৩টে নাগাদ শুরু হবে এশিয়া কাপের ফাইনাল। মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি রোহিত শর্মার ভারত এবং দাসুন শানাকার শ্রীলঙ্কা।