India vs Sri Lanka Highlights, 1st T20 2022: প্রথম টি-২০ ম্যাচে ৬২ রান জয় টিম ইন্ডিয়ার

| Edited By: | Updated on: Feb 24, 2022 | 10:33 PM

India vs Sri Lanka Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম শ্রীলঙ্কার (Sri Lanka) প্রথম টি-২০ (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs Sri Lanka Highlights, 1st T20 2022: প্রথম টি-২০ ম্যাচে ৬২ রান জয় টিম ইন্ডিয়ার
লখনউয়ে প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি রোহিত ও শানাকা।

লখনউ: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে একদিনের সিরিজ ও টি-২০ সিরিজে হোয়াইট ওয়াশ করে  শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেছিল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। লঙ্কা ব্রিগেডের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি ও ঋষভ পন্থকে। পাশাপাশি চোটের জন্য নেই দীপক চাহার ও সূর্যকুমার যাদব। চার গুরুত্বপূর্ণ ক্রিকেটার না থাকলেও ভারতকে চাপে ফেলতে পারল না শ্রীলঙ্কা। প্রথ ম্যাচে দাপুটে জয় ভারতের। টসে হারলেও প্রথমে ব্যাটিং করে ভারত। ঈশান কিষানের ৮৯ ও শ্রেয়স আইয়ারের অপরাজিত ৫৭ রানে ভর করে ২০ ওভারে ১৯৯ রান করে ভারত। জবাবে শুরু থেকেই কেঁপে গেল শ্রীলঙ্কার ব্যাটিং। প্রথম বলেই উইকেট ভুবনেশ্বর কুমারের। সেই ধারা বজায় ছিল গোটা ইনিংস জুড়ে। একের পর এক উইকেট হারিয়ে লড়াই করার জায়গাটাই তৈরি করতে পারল না লঙ্কা ব্রিগেড। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান শ্রীলঙ্কার। ভারতের জয় ৬২ রানে। শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ ধর্মশালায়।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 24 Feb 2022 10:22 PM (IST)

    প্রথম ম্যাচে জয় ভারতের

    প্রথম টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ৬২ রানে হারাল ভারত।

  • 24 Feb 2022 09:56 PM (IST)

    ১৫ ওভার শেষে শ্রীলঙ্কা ৯০ /৫

    শেষ ৩০ বলে ১১০ রান চাই শ্রীলঙ্কার

  • 24 Feb 2022 09:40 PM (IST)

    ১১ ওভার শেষে শ্রীলঙ্কা ৬০ /৫

    ম্যাচ জিততে ৫৪ বলে এখনও ১৪০ রান চাই শ্রীলঙ্কার। হাতে ৫ উইকেট

  • 24 Feb 2022 09:18 PM (IST)

    পাওয়ার প্লে শেষে শ্রীলঙ্কা ২৯/২

    প্রথম ৬ ওভারের খেলা শেষ। বুমরা-ভুবিদের সামনে চাপে শ্রীলঙ্কার ব্যাটিং। পাওয়ার প্লে তে মাত্র ২৯ রান লঙ্কা ব্রিগেডের।

  • 24 Feb 2022 08:51 PM (IST)

    প্রথম বলেই ধাক্কা খেল শ্রীলঙ্কা

    ইনিংসের প্রথম বলেই আউট শ্রীলঙ্কার ওপেনার নিশাঙ্কা। উইকেট পেলেন ভুবনেশ্বর কুমার।

  • 24 Feb 2022 08:39 PM (IST)

    প্রথম টি-২০ ম্যাচ জিততে শ্রীলঙ্কার চাই ২০০ রান

    ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৯ রান ভারতর। ৫৬ বলে ৮৯ রান ঈশান কিষানের। স্লগ ওভারে দুরন্ত শ্রেয়স আইয়ার। ২৮ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংস কেকেআর অধিনায়কের।

  • 24 Feb 2022 08:30 PM (IST)

    ১৮ ওভার শেষে ভারত ১৬৫/২

    ক্রিজে আছেন জাদেজা ও শ্রেয়স।

  • 24 Feb 2022 08:25 PM (IST)

    সেঞ্চুরি মিস ঈশান কিষানের

    ৫৬ বলে ৮৯ রানের ইনিংস খেলে আউট ঈশান কিষান।

  • 24 Feb 2022 08:15 PM (IST)

    শেষ ১৫ ওভার, ভারত – ১৩০/১

    ক্রিজে আছেন

    ঈশান কিষান – ৭৩ (৫০)

    শ্রেয়স আইয়ার – ৯ (৮)

  • 24 Feb 2022 08:03 PM (IST)

    প্রথম উইকেট হারাল ভারত

    ৪৪ রানে আউট অধিনায়ক রোহিত শর্মা

  • 24 Feb 2022 07:49 PM (IST)

    ১০ ওভার শেষে ভারত – ৯৮/০

    ঈশান কিষান – ৫৫

    রোহিত শর্মা – ৪১

  • 24 Feb 2022 07:47 PM (IST)

    সব থেকে বেশি টি-২০ আন্তর্জাতিক রান রোহিত শর্মার

    টি-২০ ক্রিকেট রেকর্ড গড়লেন রোহিত শর্মা। ছাপিয়ে গেলেন বিরাট কোহলি ও মার্টিন গাপ্টিলকে। এদিকে হাফ সেঞ্চুরি ঈশান কিষানের।

  • 24 Feb 2022 07:35 PM (IST)

    পাওয়ার প্লে শেষে ভারত – ৫৮/০

    পাওয়ার প্লেতেই ৫০ পার ভারতের। রোহিত অপরাজিত ১৭ রানে। ঈশান আছেন ৩৯ রানে।

  • 24 Feb 2022 07:07 PM (IST)

    প্রথম ওভার শেষে ভারত ৫/0

    প্রথম ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৫ রান ভারতের

  • 24 Feb 2022 06:53 PM (IST)

    ম্যাচের জন্য তৈরি লখনউ

  • 24 Feb 2022 06:45 PM (IST)

    টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত শ্রীলঙ্কার

    টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠাল শ্রীলঙ্কা।

  • 24 Feb 2022 06:32 PM (IST)

    ভারতীয় টি-২০ দলে অভিষেক দীপক হুডার

    শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামছেন দীপক হুডা। তাঁকে টিম ক্যাপ তুলে দিলেন রোহিত শর্মা। ম্যাচের জন্য তৈরি লখনউ।

Published On - Feb 24,2022 6:18 PM

Follow Us: