India vs Sri Lanka Highlights, 2nd T20 2022: ধর্মশালায় জিতে সিরিজ ভারতের

| Edited By: | Updated on: Feb 26, 2022 | 10:38 PM

India vs Sri Lanka Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম শ্রীলঙ্কার (Sri Lanka) দ্বিতীয় টি-২০ (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট

India vs Sri Lanka Highlights, 2nd T20 2022: ধর্মশালায় জিতে সিরিজ ভারতের
ধর্মশালায় মুখামুখি ভারত-শ্রীলঙ্কা।

ধর্মশালা:ধর্মশালা: লখনউয়ের পর ধর্মশালা। ওয়েস্ট ইন্ডিজের পর শ্রীলঙ্কা। ২২ গজে দুরন্ত ছন্দে টিম ইন্ডিয়া। প্রথম টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ৬২ রানে হারানোর পর ধর্মশালায় দ্বিতীয় ম্যাচে ভারেতর জয় ৭ উইকেটে। টস জিতে রোহিত শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান স্কোর বোর্ডে তোলে শ্রীলঙ্কা। ওপেনার নিশাঙ্কা ও অধিনায়ক সানাকার ব্যাটে ভর করে ভারতকে চাপে ফেরার চেষ্টা করে দীপ রাষ্ট্রের দল। জবাব দিতে নেমে প্রথম রোহিত ও তারপর ঈশান কিষানের উইকেট হারিয়ে চাপে পরে ভারত। কিন্তু শ্রেয়স ও সঞ্জুর ব্যাট জয়ের ভীতটা তৈরি করে দেয়। সেই ভীতে দাঁড়িয়ে ঝড় তোলেন জাদেজা। শ্রেয়স অপরাজিত ৭৪ রানে। ১৮ বলে ৪৫ রান রবীন্দ্র জাদেজার। ১৭ বল বাকি থাকতেই ম্যাচ ও সিরিজ জিতে নিল ভারত।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 26 Feb 2022 10:25 PM (IST)

    সিরিজ জয় টিম ইন্ডিয়ার

    এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের। ধর্মশালায় দ্বিতীয় ম্যাচেও দুরন্ত শ্রেয়স আইয়ার। অপরাজিত ৭৪ রানে। ব্যাট হাতে ঝড় তুললেন জাদেজাও। তিনি অপরাজিত থাকলেন ৪৫ রান।

  • 26 Feb 2022 10:13 PM (IST)

    ১৫ ওভার শেষে ভারত – ১৫৩/৩

    ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে চলেছেন শ্রেয়স ও জাদেজা। শেষ ৩০ বলে চাই ৩২ রান

  • 26 Feb 2022 09:40 PM (IST)

    ১০ ওভার শেষে ভারত – ৮০/২

    ১০ ওভার শেষ ভারতীয় ইনিংসের। ২ উইকেট হারিয়ে ভারতের রান ৮০ । শেষ ৬০ বলে ম্যাচ ও সিরিজ জিততে টিম ইন্ডিয়ার চাই ১০৪ রান।

  • 26 Feb 2022 09:23 PM (IST)

    পাওয়ার প্লে শেষে ভারত – ৪৬ /২

    রোহিতের পর পাওয়ার প্লের শেষ ওভারে আউট ঈশান কিষান। ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪৬ রান। চাপে ভারত। ৮৪ বলে চাই ১৩৮ রান।

  • 26 Feb 2022 09:06 PM (IST)

    শুরুতেই ধাক্কা ভারতের

    ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ভারতের রান ২৩ । মাত্র ১ রান করে আউট রোহিত শর্মা।

  • 26 Feb 2022 08:40 PM (IST)

    সিরিজ জিততে ভারতের চাই ১৮৪ রান

    ওপেনার নিসাঙ্কা ও অধিনায়ক শানাকার ব্যাটে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান শ্রীলঙ্কার। স্লগ ওভারে ঝড় তুললেন শ্রীলঙ্কার ব্যাটাররা। ৭৫ রান নিসাঙ্কার। ১৯ বলে অপরাজিত ৪৭ রান অধিনায়ক শানাকার। ম্যাচ ও সিরিজ জিততে ভারতের চাই ১৮৪ রান ।

  • 26 Feb 2022 08:14 PM (IST)

    হাফ সেঞ্চুরি রোহিত শর্মার

    টি-২০ ক্রিকেটে ক্যাচ ধরার হাফ সেঞ্চুরি রোহিত শর্মার। ৫০ তম ক্যাচ হিসেবে চান্দিমালের ক্যাচ ধরলেন রোহিত।

  • 26 Feb 2022 08:11 PM (IST)

    ১৫ ওভার শেষে শ্রীলঙ্কা – ১০৩ /৪

    ভারতীয় বোলিংয়ের সামনে হাত খুলতে পারছেন না লঙ্কার ব্যাটাররা। ১৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১০৩ রান শ্রীলঙ্কার। বুমরার বলে আউট চান্দিমল।

  • 26 Feb 2022 07:55 PM (IST)

    শ্রীলঙ্কার তৃতীয় ব্যাটসম্যান প্যাভেলিয়ানে

    ধর্মশালায় হর্ষল প্যাটেলের প্রথম উইকেট। দুরন্ত ক্যাচ শ্রেয়স আইয়ারের। আউট কামিল মিশরা।

     

  • 26 Feb 2022 07:46 PM (IST)

    দ্বিতীয় উইকেটের পতন শ্রীলঙ্কার

    চাহালের বলে উইকেটের সামনে পা। প্যাভেলিয়ানে আসালাঙ্কা। দশ ওভার শেষে শ্রীলঙ্কা ৭১/২

  • 26 Feb 2022 07:40 PM (IST)

    প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা

    জাদেজার বলে ভেঙ্কটেশ আইয়ারের হাতে ক্যাচ দিয়ে প্যাভেলিয়ানে ফিরলেন গুনথিলকা। শ্রীলঙ্কা ৬৭/১

  • 26 Feb 2022 07:29 PM (IST)

    পাওয়ার প্লে শেষে শ্রীলঙ্কা – ৩২ /০

    প্রথম ৬ ওভারে কোনও উইকেট হারায়নি লঙ্কা ব্রিগেড। রান ৩২

  • 26 Feb 2022 07:04 PM (IST)

    প্রথম ওভারে ২ রান শ্রীলঙ্কার

    প্রথম ওভারে ভুবনেশ্বরকে সামলাতে নাজেহাল শ্রীলঙ্কা। এল ২ রান।

  • 26 Feb 2022 06:51 PM (IST)

    এক নজরে ভারতীয় দল

  • 26 Feb 2022 06:36 PM (IST)

    অপরিবর্তিত ভারতীয় দল

    দ্বিতীয় টি-২০ ম্যাচে কোনও পরিবর্তন নেই ভারতীয় দলে।

  • 26 Feb 2022 06:34 PM (IST)

    টস জিতল ভারত

    দ্বিতীয় টি-২০ ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত ভারত অধিনায়ক রোহিত শর্মার।

Published On - Feb 26,2022 6:33 PM

Follow Us: