IND vs BAN: ভিডিয়ো: মায়াঙ্কের হাতে ট্রফি তুলে দিলেন ক্যাপ্টেন স্কাই, নজর কাড়ল গুরু গম্ভীরের রিঅ্যাকশন

টেস্ট সিরিজে রোহিত ব্রিগেড দাপট দেখিয়েছিল। আর টি-২০ সিরিজে স্কাইয়ের পল্টন রীতিমতো ধামাকা দেখিয়েছে। ৩ ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে ১৩৩ রানের বিরাট ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়া।

IND vs BAN: ভিডিয়ো: মায়াঙ্কের হাতে ট্রফি তুলে দিলেন ক্যাপ্টেন স্কাই, নজর কাড়ল গুরু গম্ভীরের রিঅ্যাকশন
IND vs BAN: ভিডিয়ো: মায়াঙ্কের হাতে ট্রফি তুলে দিলেন ক্যাপ্টেন স্কাই, নজর কাড়ল গুরু গম্ভীরের রিঅ্যাকশনImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Oct 13, 2024 | 12:34 PM

কলকাতা: টেস্টের পর টি-২০ সিরিজেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। ভারত থেকে শূন্য হাতে ফিরতে হল নাজমুল হোসেন শান্তদের। টেস্ট সিরিজে রোহিত ব্রিগেড দাপট দেখিয়েছিল। আর টি-২০ সিরিজে স্কাইয়ের পল্টন রীতিমতো ধামাকা দেখিয়েছে। ৩ ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে ১৩৩ রানের বিরাট ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়া। সিরিজ জয়ের পর ট্রফি নিয়ে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) তা তুলে দেন এই সিরিজে অভিষেক হওয়া দুই তরুণ তুর্কির হাতে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। শুধু তাই নয়, কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) রিঅ্যাকশনও সকলের নজর কেড়েছে।

শনি-রাতে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে টি-২০ সিরিজ জেতার পর বিসিসিআইয়ের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, সূর্যকুমার যাদব চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলে নিয়ে এগিয়ে আসেন গ্রুপ ছবি তোলার জন্য দাঁড়িয়ে থাকা ভারতীয় ক্রিকেটারদের দিকে। এরপর স্কাই ওই ট্রফি তুলে দেন মায়াঙ্ক যাদব ও নীতীশ কুমার রেড্ডির হাতে। দুই তরুণের মুখে হাসি ধরছিল না। একে তাঁদের ডেবিউ সিরিজ, তার উপর সেই সিরিজে ভারত জিতেছে। এ তো ডাবল সেলিব্রেশনের সময়।

ভারতের হেড কোচ গৌতম গম্ভীর পরবর্তীতে সোশ্যাল মিডিয়া সাইট এক্সে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে সূর্যকুমার যাদব মায়াঙ্ক ও নীতীশের হাতে ট্রফি তুলে দিচ্ছেন। সেই ছবির ক্যাপশনে গম্ভীর লেখেন, ‘A tour de force!’ সঙ্গে একটি ভারতের পতাকার ইমোজি। গুরু গম্ভীরের এই রিঅ্যাকশন নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

ভারতীয় টিমে গম্ভীর জমানায় দেশের মাটিতে এই প্রথম টি-২০ সিরিজ খেলল মেন ইন ব্লু। আর তাতেই জয়। এ বার ১৬ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ।