India Squad for Australia: ওডিআইতেও নেতৃত্বে শুভমন গিল, অস্ট্রেলিয়া সফরের স্কোয়াড ঘোষণা

IND vs AUS One Day Series Squad: এশিয়া কাপে টি-টোয়েন্টি ফর্ম্যাটে সূর্যকুমার যাদবের ডেপুটি করা হয় শুভমনকে। ভবিষ্যতে তিন ফর্ম্যাটেই ক্যাপ্টেন হিসেবে দেখা হচ্ছে শুভমন গিলকে। টেস্ট নেতৃত্ব আগেই পেয়েছিলেন। অস্ট্রেলিয়ায় ওয়ান ডে ক্রিকেটেও ক্যাপ্টেন শুভমন গিলের যাত্রা শুরু হচ্ছে। স্কোয়াডে রয়েছেন অভিজ্ঞ দুই প্লেয়ার রোহিত শর্মা ও বিরাট কোহলিও।

India Squad for Australia: ওডিআইতেও নেতৃত্বে শুভমন গিল, অস্ট্রেলিয়া সফরের স্কোয়াড ঘোষণা
Image Credit source: PTI FILE

Oct 04, 2025 | 3:07 PM

টেস্টের পর ওয়ান ডে-তেও নেতৃত্বে শুভমন গিল। যদিও এক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা ছিল শ্রেয়স আইয়ারের সঙ্গে। রোহিত শর্মা পরবর্তী সময়ের কথা যে ভাবা শুরু হয়ে গিয়েছে তা অনেক আগেই বোঝা গিয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেতাব জিতেছিল ভারত। সেটি ছিল ওয়ান ডে ফর্ম্যাটে। গৌতম গম্ভীরের কোচিং প্রথম বড় ট্রফি। নেতৃত্বে ছিলেন রোহিত শর্মা। তাঁর ডেপুটি করা হয়েছিল শুভমন গিলকে। ভবিষ্যতের জন্য প্রস্তুত করতেই এমন সিদ্ধান্ত। এশিয়া কাপে টি-টোয়েন্টি ফর্ম্যাটে সূর্যকুমার যাদবের ডেপুটি করা হয় শুভমনকে। ভবিষ্যতে তিন ফর্ম্যাটেই ক্যাপ্টেন হিসেবে দেখা হচ্ছে শুভমন গিলকে। টেস্ট নেতৃত্ব আগেই পেয়েছিলেন। অস্ট্রেলিয়ায় ওয়ান ডে ক্রিকেটেও ক্যাপ্টেন শুভমন গিলের যাত্রা শুরু হচ্ছে। স্কোয়াডে রয়েছেন অভিজ্ঞ দুই প্লেয়ার রোহিত শর্মা ও বিরাট কোহলিও।

অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওয়ান ডে এবং তারপর সমসংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে ভারত। ওয়ান ডে-তে শুভমন গিলের ডেপুটি করা হয়েছে শ্রেয়স আইয়ারকে। দুই অভিজ্ঞ তথা প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মা ও বিরাট কোহলির থেকে শেখার সুযোগ থাকছে শুভমন ও শ্রেয়সের কাছে। এই সিরিজে রোহিত-বিরাটের জন্য স্পেশাল হতে পারে নানা কারণে। টি-টোয়েন্টিকে অনেক আগেই দেশের জার্সিকে বিদায় জানিয়েছিলেন বিরাট-রোহিত। ইংল্যান্ড সফরের আগে টেস্ট থেকেও অবসর নেন। শুধুমাত্র ওয়ান ডে স্কোয়াডে তাঁদের কতদিন রাখা হবে, সেটাও প্রশ্নের। আন্তর্জাতিক ক্রিকেটে এটি শেষ টুর্নামেন্টও হতে পারে বিরাট ও রোহিতের।

ইংল্যান্ড সফর, এশিয়া কাপের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। টানা ক্রিকেট। ফলে তিন ফর্ম্যাটে খেলা পেসার জসপ্রীত বুমরাকে ওডিআই সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে। টি-টোয়েন্টিতে অবশ্য খেলবেন বুমরা। চোটের কারণে অস্ট্রেলিয়ায় নেই হার্দিক পান্ডিয়া। তাঁর জায়গায় সুযোগ পাচ্ছেন নীতীশ কুমার রেড্ডি।

ওয়ান ডে স্কোয়াড-শুভমন গিল (ক্যাপ্টেন), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (ভাইস ক্যাপ্টেন), অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল।

টি-টোয়েন্টি স্কোয়াড-সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), অভিষেক শর্মা, শুভমন গিল (ভাইস ক্যাপ্টেন), তিলক ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জীতেশ শর্মা, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর।