IPL 2025, Rahul Dravid ভিডিয়ো: গলফ্ কার্টে মাঠে, ক্রাচে ভর দিয়েই কোচিং রাহুল দ্রাবিড়ের!
IPL 2025, Rajasthan Royals: প্লেয়ার হিসেবে কখনও বিশ্বকাপ জিততে পারেননি রাহুল দ্রাবিড়। স্বাভাবিক ভাবেই গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দ্রাবিড়ের কেরিয়ারের অন্যতম সেরা প্রাপ্তি। ক্রিকেটের প্রতি তাঁর দায়বদ্ধতা নতুন করে বলার নেই। আরও এক বার সেই দায়বদ্ধতা দেখা গেল।

গত বছর তাঁর কোচিংয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। তার আগে ২০২৩ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও খেলেছে। প্লেয়ার হিসেবে কখনও বিশ্বকাপ জিততে পারেননি রাহুল দ্রাবিড়। স্বাভাবিক ভাবেই গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দ্রাবিড়ের কেরিয়ারের অন্যতম সেরা প্রাপ্তি। ক্রিকেটের প্রতি তাঁর দায়বদ্ধতা নতুন করে বলার নেই। আরও এক বার সেই দায়বদ্ধতা দেখা গেল।
কিছুদিন আগে বেঙ্গালুরুতে স্থানীয় একটি টুর্নামেন্টের ম্যাচ খেলেছিলেন রাহুল দ্রাবিড়। ছোট ছেলে অন্বয়ের সঙ্গে একই টিমে সিনিয়র দ্রাবিড়। সেই ম্যাচে অন্বয় হাফসেঞ্চুরি করেছিলেন। রাহুল দ্রাবিড় করেছিলেন ১০ রান। কিন্তু অস্বস্তির বিষয়, সেখানে চোটও পেয়েছিলেন রাহুল দ্রাবিড়। টি-টোয়েন্টি বিশ্বকাপ অবধিই জাতীয় দলের কোচ হিসেবে চুক্তি ছিল তাঁর। এরপর আর চুক্তি বাড়াননি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসে ফিরেছেন কোচ হিসেবে। কিন্তু মরসুম শুরুর আগেই প্রবল চাপে।
ডান হাঁটু থেকে পায়ের পুরোটাই ব্যান্ডেজ। এই নিয়েই টিমের সঙ্গে যোগ দিয়েছেন রাজস্থান রয়্যালস কোচ রাহুল দ্রাবিড়। যদিও সন্দেহ ছিল, এ ভাবে কোচিং করাবেন! দ্রাবিড় অবশ্য দায়িত্বে অটল। গলফ্ কার্টে করেই মাঠে পৌঁছে গেলেন রাহুল দ্রাবিড়। ক্রাচে ভর দিয়ে কোচিং করাচ্ছেন। কখনও অস্বস্তি হলে ক্রাচে ভর দিয়ে সাইডে গিয়ে চেয়ারে বসছেন। প্রত্যেক প্লেয়ারের দিকে আলাদা নজর কোচ রাহুল দ্রাবিড়ের। আইপিএলের উদ্বোধনী সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। রাহুল দ্রাবিড়ের নজরে সেই গৌরব ফেরানো।
💗➡️🏡 pic.twitter.com/kdmckJn4bz
— Rajasthan Royals (@rajasthanroyals) March 13, 2025





