IND vs NZ: ভারত সফরের আগে কিউয়ি শিবিরে বড় ধাক্কা, কেন প্রথম টেস্টে নেই উইলিয়ামসন?
Kane Williamson: ভারত সফরে আসার আগে নিউজিল্যান্ড শিবিরে আচমকা ধাক্কা। দলের সকলের সঙ্গে ভারতে আসতে পারবেন না কেন উইলিয়ামসন। কয়েকদিন আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে কেন উইলিয়ামসন চার ইনিংসে করেছিলেন যথাক্রমে ৫৫, ৩০, ৭ ও ৪৬ রান।
কলকাতা: ভারতের মাটিতে ৩ টেস্টের সিরিজ খেলতে কয়েকদিন পর আসবে কিউয়িরা। তার আগে হঠাৎ করেই বড় ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে। দলের সিনিয়র তারকা ক্রিকেটারকে দেখা যাবে না বেঙ্গালুরু টেস্টে। কিউয়ি ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে দলের বাকিদের সঙ্গে কেন উইলিয়ামসন ভারত সফরে আসবেন না। শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে কিউয়িদের দ্বিতীয় টেস্ট চলাকালীন অস্বস্তি বোধ করছিলেন উইলিয়ামসন (Kane Williamson)। কুঁচকিতে চোট লেগেছে তাঁর। কিন্তু তারপরও তাঁকে রোহিত শর্মাদের বিরুদ্ধে তিন টেস্টের স্কোয়াডে রাখা হয়েছে।
ব্ল্যাকক্যাপস নির্বাচক স্যাম ওয়েলস জানিয়েছেন, এই মুহূর্তে কেন উইলিয়ামসনকে বাড়তি বিশ্রাম দেওয়া দরকার। তা না হলে তাঁর চোট বেড়ে যাওয়ার সম্ভবনা থাকবে। রিহ্যাব করে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে ফিরবেন কেন, আশাবাদী কিউয়ি শিবির। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, উইলিয়ামসনের পরিবর্ত হিসেবে আনক্যাপড ব্যাটার মার্ক চ্যাপম্যানকে টিমে নেওয়া হয়েছে।
মার্ক চ্যাপম্যান এখনও লাল বলের ক্রিকেটে কিউয়ি জার্সিতে খেলেননি। তারপরও নিউজিল্যান্ড ভরসা রাখছে তাঁর উপর। তবে প্রথম শ্রেণিতে তিনি ৪৪টি ম্যাচ খেলেছেন। ব্ল্যাকক্যাপস নির্বাচক ওয়েলস বলেন, ‘আমরা বিশ্বাস করি স্পিনের বিরুদ্ধে খেলার দিক থেকে দেখতে হলে মার্ক চ্যাপম্যান দলের অন্যতম সেরা। উপমহাদেশে ভালো খেলার রেকর্ডও রয়েছে। স্পিনের বিরুদ্ধে ওর রেকর্ড ভারতের মাটির জন্য বেশ চ্যালেঞ্জিং হবে।’
ভারত সফরের জন্য নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড — টম ল্যাথাম (অধিনায়ক), টম বান্ডেল (উইকেটকিপার), মাইকেল ব্রেসওয়েল (প্রথম টেস্ট শুধুমাত্র), মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, উইল, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, বেন, ইশ সোধি (দ্বিতীয় ও তৃতীয় টেস্ট শুধুমাত্র), টিম সাউদি, কেন উইলিয়ানসন, উইল ইয়ং।