IPL 2022 GT vs RCB Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে গুজরাত টাইটান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ
ব্র্যাবোর্ন স্টেডিয়ামে শনিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি হবে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও ফাফ দু'প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)।
মুম্বই: আগামীকাল শনিবার, রয়েছে আইপিএল-১৫-র (IPL 2022) ডাবল হেডার। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে শনিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি হবে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। দারুণ ছন্দে রয়েছে টাইটান্সরা। গুজরাত এখনও পর্যন্ত এই আইপিএলের ৮টি ম্যাচে খেলেছে। তার ৭টিতে জিতেছেন হার্দিকরা এবং মাত্র ১টিতে হেরেছে টাইটান্সরা। মোট ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছেন শুভমনরা। গুজরাতের নেট রান রেট +০.৩৭১। অন্যদিকে আরসিবি গত দুটো ম্যাচে হেরেছে। আগামীকাল হারলেই হারের হ্যাটট্রিক হয়ে যাবে কোহলিদের। এখনও পর্যন্ত আইপিএল-১৫-র ৯টি ম্যাচে খেলে ৫টিতে জয় ও ৪টিতে হারের মুখ দেখেছে আরসিবি। অনুজদের নেট রান রেট -০.৫৭২। ফলে শনিবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে কোন দল জেতে সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
গুজরাত টাইটান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি কবে হবে?
গুজরাত টাইটান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচটি (৩০ এপ্রিল) আগামীকাল, শনিবার হবে।
গুজরাত টাইটান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি কোথায় হবে?
গুজরাত টাইটান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে হবে।
গুজরাত টাইটান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে গুজরাত টাইটান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচটি শুরু হবে বিকেল ৩টে ৩০ মিনিট। ম্যাচের আগে ৩টে নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে গুজরাত টাইটান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
গুজরাত টাইটান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
গুজরাত টাইটান্স স্কোয়াড: হার্দিক পান্ডিয়া, রশিদ খান, শুভমন গিল, লকি ফার্গুসন, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ সামি, যশ দয়াল, ডেভিড মিলার, সাই কিশোর, অভিনব সদারঙ্গানি, আলজারি যোশেফ, ম্যাথু ওয়েড, রহমানুল্লাহ গুরবাজ, ঋদ্ধিমান সাহা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, ডমিনিক ড্রেকস, গুরকিরাত সিং, বরুণ অ্যারন, নুর আহমেদ, দর্শন নালকান্ডে, প্রদীপ সাঙ্গওয়ান।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোয়াড: বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ দু’প্লেসি, হর্ষল প্যাটেল, ভানিন্দু হাসারঙ্গা, দীনেশ কার্তিক, জশ হ্যাজেলউড, শাহবাজ আহমেদ, অনুজ রাওয়াত, আকাশ দীপ, মহিপাল লোমরোর, ফিন অ্যালেন, শেরফান রাদারফোর্ড, জেসন বেহরানডর্ফ, অন্নেশর গৌতম, সুয়শ প্রভুদেশাই, চামা মিলিন্দ, কর্ণ শর্মা, সিদ্ধার্ধ কৌল, রজত পতিদার, ডেভিড উইলি।