AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ashish Nehra Birthday: আজ ৪৩-এ পা দিলেন আশিষ নেহরা, ছবিতে দেখুন আন্তর্জাতিক কেরিয়ারে তাঁর সেরা ৫ বোলিংয়ের ঝলক..

৪২টা বসন্ত পার করে ফেললেন প্রাক্তন ভারতীয় তারকা পেসার আশিষ নেহরা (Ashish Nehra)। আজ ৪৩-এ পা দিলেন নেহরাজি। বর্তমানে তিনি চলতি আইপিএলের নতুন দল গুজরাত টাইটান্সের কোচের দায়িত্বে রয়েছেন। বাঁ হাতি ভারতীয় তারকা পেসার নেহরা ভারতের হয়ে তিন ফর্ম্যাটেই খেলেছিলেন। তিনি দুই দিকেই বল সুইং করতে পারদর্শী ছিলেন। তবে চোটের কারণে মাঝেমধ্যেই মাঠ থেকে দূরে থাকতে হত তাঁকে। কিন্তু দীর্ঘ ১৮ বছরের ক্রিকেট কেরিয়ারে মোট ১৭টি টেস্টে, ১২০টি ওয়ান ডে ম্যাচে এবং ২৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে খেলেছেন আশিষ। টেস্টে তাঁর ঝুলিতে রয়েছে ৪৪টি উইকেট। একদিনের ক্রিকেটে তিনি নিয়েছিলেন ১৫৭টি উইকেট এবং টি-২০ ক্রিকেটে দেশের হয়ে আশিষ নিয়েছিলেন মোট ৩৪টি উইকেট। ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্যও ছিলেন তিনি। জন্মদিনে ফিরে দেখা আশিষ নেহরার আন্তর্জাতিক কেরিয়ারের সেরা ৫ বোলিংয়ের ঝলক..

| Edited By: | Updated on: Apr 29, 2022 | 5:25 PM
২০০৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩ রানে ৬ উইকেট: ২০০৩ সালের বিশ্বকাপ সফরে ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে আশিষ নেহরা তাঁর কেরিয়ারের সেরা বোলিং রেকর্ড তৈরি করেছিলেন। তিনি তাঁর ১০ ওভারের স্পেলে মাত্র ২৩ রান খরচ করে ছয় উইকেট নিয়েছিলেন। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ভারত সেই ম্যাচে ৮২ রানে জিতেছিল।

২০০৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩ রানে ৬ উইকেট: ২০০৩ সালের বিশ্বকাপ সফরে ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে আশিষ নেহরা তাঁর কেরিয়ারের সেরা বোলিং রেকর্ড তৈরি করেছিলেন। তিনি তাঁর ১০ ওভারের স্পেলে মাত্র ২৩ রান খরচ করে ছয় উইকেট নিয়েছিলেন। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ভারত সেই ম্যাচে ৮২ রানে জিতেছিল।

1 / 5
২০০৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ রানে ৪ উইকেট: ২০০৩ সালের বিশ্বকাপের অপর একটি ম্যাচে, নেহরা সাত ওভারে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কাতে তছনছ করে দিয়েছিলেন। ভারত ওই ম্যাচে ১৮৩ রানে জিতেছিল।

২০০৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ রানে ৪ উইকেট: ২০০৩ সালের বিশ্বকাপের অপর একটি ম্যাচে, নেহরা সাত ওভারে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কাতে তছনছ করে দিয়েছিলেন। ভারত ওই ম্যাচে ১৮৩ রানে জিতেছিল।

2 / 5
২০০৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৯ রানে ৬ উইকেট: ২০০৫ সালে ইন্ডিয়ান অয়েল কাপের ফাইনালে নেহরা তাঁর কেরিয়ারের দ্বিতীয় সেরা বোলিং রেকর্ড গড়েছিলেন। কলম্বোর কঠিন পিচে তিনি ছ'টি উইকেট নিয়েছিলেন।

২০০৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৯ রানে ৬ উইকেট: ২০০৫ সালে ইন্ডিয়ান অয়েল কাপের ফাইনালে নেহরা তাঁর কেরিয়ারের দ্বিতীয় সেরা বোলিং রেকর্ড গড়েছিলেন। কলম্বোর কঠিন পিচে তিনি ছ'টি উইকেট নিয়েছিলেন।

3 / 5
২০১০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪০ রানে ৪ উইকেট: শ্রীলঙ্কা নিঃসন্দেহে আশিষ নেহরার কাছে বরাবরই প্রিয় প্রতিপক্ষ ছিল। তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে  চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ডাম্বুলায় এশিয়া কাপ জিততে ভারতকে সাহায্য করেছিলেন।

২০১০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪০ রানে ৪ উইকেট: শ্রীলঙ্কা নিঃসন্দেহে আশিষ নেহরার কাছে বরাবরই প্রিয় প্রতিপক্ষ ছিল। তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ডাম্বুলায় এশিয়া কাপ জিততে ভারতকে সাহায্য করেছিলেন।

4 / 5
২০১০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৭ রানে ৪ উইকেট : শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে নেহরা নিউজিল্যান্ডের ইনিংস ২৮৮ রানে আটকে দিয়েছিলেন। তবে ডাম্বুলায় ম্যাচটি ২০০ রানের ব্যবধানে হেরেছিল ভারত।

২০১০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৭ রানে ৪ উইকেট : শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে নেহরা নিউজিল্যান্ডের ইনিংস ২৮৮ রানে আটকে দিয়েছিলেন। তবে ডাম্বুলায় ম্যাচটি ২০০ রানের ব্যবধানে হেরেছিল ভারত।

5 / 5
Follow Us: