CSK vs KKR Highlights, IPL 2023 : লক্ষ্য ১৪৫ রান, কেকেআরের অনবদ্য জয়

| Edited By: | Updated on: May 14, 2023 | 11:48 PM

Chennai Super Kings vs Kolkata Knight Riders Live Score in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য নজর রাখুন এই পেজে।

CSK vs KKR Highlights, IPL 2023 : লক্ষ্য ১৪৫ রান, কেকেআরের অনবদ্য জয়
Image Credit source: TV9 Bangla Graphics

চেন্নাই : শেষ সুযোগ কাজে লাগাল কেকেআর। আপাতত লাইফ লাইন পেল খাদের কিনারায় থাকা কলকাতা নাইট রাইডার্স। মরসুমের শুরু থেকেই এমন পরিস্থিতিতে ছিল কলকাতা নাইট রাইডার্স। মাঝে কয়েকটি অনবদ্য জয়ে প্লে-অফের স্বপ্ন টিকে ছিল। গত ম্যাচে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে হার কার্যত প্লে-অফের দৌড় থেকে ছিটকে দিয়েছিল কলকাতাকে। তবে অঙ্কে ক্ষীণ আশা ছিল। অঙ্ক যদিও খুবই কঠিন। চেন্নাইকে হারানোর পরও ক্ষীণ আশাই থাকল। চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ বা বলা ভালো দুর্গে তাদের ৬ উইকেটে হারাল কলকাতা নাইট রাইডার্স। হাফসেঞ্চুরি করলেন রিঙ্কু সিং ও নীতীশ রানা। চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই পেজে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 14 May 2023 11:37 PM (IST)

    এক নজরে

    • বোর্ডে মাত্র ১৪৫ রানের লক্ষ্য।
    • চিপকের পিচে এই রানও কঠিন।
    • পাওয়ার প্লে-তেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে কলকাতা নাইট রাইডার্স।
    • রিঙ্কু সিং এবং নীতীশ রানার অর্ধশতরান।
    • ৯ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় কেকেআরের।
    • প্লে-অফের দৌড়ে কঠিন অঙ্কে টিকে রইল কেকেআর।
  • 14 May 2023 10:03 PM (IST)

    ভরসা রিঙ্কু

    পঞ্চম ওভারের মধ্যেই তিন উইকেট কেকেআরের। ক্রিজে নামলেন রিঙ্কু সিং। ৩৯ বলে অর্ধশতরানে রিঙ্কু সিং।

  • 14 May 2023 09:26 PM (IST)

    এক নজরে

    • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস।
    • কেকেআরের দুই স্পিনার সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ভালো বোলিং করেন।
    • শিবম দুবে-রবীন্দ্র জাডেজার ৬৮ রানের পার্টনারশিপ।
    • কেকেআরকে ১৪৫ রানের লক্ষ্য দিল সিএসকে
    • শিবম দুবে ৪৮ রানে অপরাজিত।
  • 14 May 2023 07:07 PM (IST)

    একাদশ আপডেট

    চেন্নাই প্রথম একাদশ : ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্ক রাহানে, মইন আলি, অম্বতি রায়ডু, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মহেশ থিকসানা

    সাবস্টিটিউট-মাতিসা পাথিরানা, নিশান্ত সিন্ধু, শুভ্রাংশু সেনাপতি, শেখ রশিদ, আকাশ সিং

    কলকাতা নাইট রাইডার্স প্রথম একাদশ- জেসন রয়, রহমানুল্লা গুরবাজ, সুনীল নারিন, নীতীশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, বৈভব অরোরা, হর্ষিত রানা, সূয়াশ শর্মা, বরুণ চক্রবর্তী

    সাবস্টিটিউট- অনকুল রায়, নারায়ণ জগদীশন, উমেশ যাদব, ভেঙ্কটেশ আইয়ার, লকি ফার্গুসন

  • 14 May 2023 06:52 PM (IST)

    মাহি বনাম বরুণ!

    মহেন্দ্র সিং ধোনি এ মরসুমে খুব বেশি ব্যাটিংয়ের সুযোগ পাননি। তবে যেটকুর জন্যই মাঠে নেমছেন, ঝড় উঠেছেন ধোনির ব্যাটে। কলকাতার বিরুদ্ধে তাঁকে ব্যাট হাতে নামতে হবে কিনা নিশ্চিত নয়। তবে কেকেআরের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে মাহির রেকর্ড! এখনও অবধি ৪ ইনিংসে ১১ রান করেছেন বরুণের বোলিংয়ে। ধোনিকে ৪ ইনিংসের মধ্যে তিন বার আউট করেছেন বরুণ।

  • 14 May 2023 06:48 PM (IST)

    অ্যাসিড টেস্ট

    চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। জিতলে প্লে-অফ নিশ্চিত হবে চেন্নাই সুপার কিংসের। তেমনই এ বারের মতো প্লে-অফের দরজা বন্ধ হয়ে যাবে কলকাতা নাইট রাইডার্সের। রুদ্ধশ্বাস এই ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports-এর এই লিঙ্কে।

Published On - May 14,2023 6:30 PM

Follow Us: