RCB vs GT Highlights, IPL 2023 : গুজরাট টাইটান্সের জয়ে প্লে-অফে মুম্বই
Royal Challengers Bangalore vs Gujarat Titans Live Score in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাট টাইটান্স। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য নজর রাখুন এই পেজে।
বেঙ্গালুরু : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। গুজরাট টাইটান্স প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে। প্লে-অফের বাকি দুটি দল চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস। চতুর্থ দল হিসেবে কোন দল প্লে-অফ নিশ্চিত করবে, তা নির্ভর করছিল শেষ ম্যাচের ওপর। ডাবল হেডারে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বইয়ের জয়ে দৌড় থেকে ছিটকে যায় রাজস্থান। লড়াইটা হয়ে দাঁড়ায় মুম্বই ও বেঙ্গালুরুর। মুম্বই জেতায় আরসিবিকে প্লে-অফ নিশ্চিত করতে জিততেই হত। তবে গুজরাট টাইটান্সের আগে বৃষ্টির সঙ্গে লড়াই করতে হয় আরসিবিকে। অবশেষে ৫৫ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচ। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত টাইটান্সের। বিরাট কোহলির শতরানে টাইটান্সকে ১৯৮ রানের লক্ষ্য দেয় আরসিবি। বিরাটের মতোই টানা দু-ম্যাচে সেঞ্চুরি করলেন শুভমন গিল। ৫ বল বাকি থাকতেই জয় টাইটান্সের। এ বারের মতো ছিটকে গেল আরসিবি। গুজরাটের জয়ে প্লে-অফে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই পেজে।
LIVE Cricket Score & Updates
-
আরসিবি-মুম্বইয়ের মাঝে ৮ রান
শেষ ওভারে টাইটান্সের চাই ৮ রান। শুরুতেই ওয়াইড বল ওয়েন পার্নেলের। নো বলের রিভিউ নিলেন শুভমন। পরিষ্কার নো-বল। ফ্রি-হিট। ফের ওয়াইড বল। ৬ বল মারলেই ছিটকে যাবে আরসিবি। ছয় মেরেই ম্যাচ ফিনিশ করলেন শুভমন। টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি শুভমনেরও।
-
জুটি ভাঙল
শতরানের পরই ফিরলেন বিজয় শঙ্কর। শুভমন গিলের সঙ্গে ৭১ বলে ১২৩ রান যোগ করেন।
-
-
বিরাটের পাল্টা!
শতরানের অনবদ্য ইনিংস খেলেছেন বিরাট কোহলি। ভবিয্যৎ তারকা শুভমন গিলও দারুণ ছন্দে। ২৯ বলে অর্ধশতরান পূর্ণ করলেন।
-
সামির উইকেট
১৪তম ওভারে ফের সামি। ব্রেসওয়েলকে ফেরালেন। মাত্র ৫ রান দেন এই ওভারে।
-
বিরাট হাফসেঞ্চুরি
উল্টোদিক থেকে জোড়া উইকেট পড়লেও ৩৫ বলে অর্ধশতরানে বিরাট কোহলি। মরসুমের সপ্তম অর্ধশতরান বিরাটের ব্যাটে।
-
-
নুরের জোড়া উইকেট
ডুপ্লেসির উইকেট নিয়ে আরসিবিকে বড় ধাক্কা দিয়েছিলেন নুর। এ বার ফেরালেন মহিপাল লোমরোরকে। যদিও এই উইকেটের ক্ষেত্রে কৃতিত্ব প্রাপ্য ঋদ্ধিমান সাহার। লেগ স্টাম্পের বাইরে বল, ক্রিজ ছেডে় বেরিয়েছিলেন মহীপাল। উইকেট ভাঙতে ভুল করেননি ঋদ্ধি।
-
আরসিবির ৫০
মাত্র ৪.৩ ওভারেই ৫০ পূর্ণ আরসিবির।
-
মন্থর শুরু…
আরসিবির মন্থর শুরু। টাইটান্সকে চাপে ফেলতে বড় রান চাই। প্রথম দু-ওভারে উঠল মাত্র ১০।
-
গেম অন…
আম্পায়াররা মাঠে নামলেন। ম্যাচ শুরুর অপেক্ষায় আরসিবি গ্যালারি।
-
একাদশ আপডেট
আরসিবির একাদশ – বিরাট কোহলি, ফাফ ডু’প্লেসি (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমরোর, অনুজ রাওয়াত, বিশাখ বিজয়কুমার, হর্ষল প্যাটেল, ওয়েন পার্নেল, হিমাংশু শর্মা ও মহম্মদ সিরাজ।
গুজরাট টাইটান্স একাদশ- ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, দাসুন শানাকা, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, মহম্মদ সামি, মোহিত শর্মা, যশ দয়াল
-
গুড নিউজ
আরসিবি বনাম গুজরাট ম্যাচের টস ৭.৪৫ মিনিটে। ম্যাচ শুরু ৮টায়।
-
আরসিবি বনাম বৃষ্টি
বেঙ্গালুরুতে আপাতত আরসিবি বনাম বৃষ্টি। থামছে, নামছে। ফের কভার উঠছে। গ্যালারিতে গর্জন। অফিসিয়ালি দৌড় থেকে ছিটকে গেল রাজস্থান রয়্যালস।
-
আরসিবির জন্য হতাশা
আরসিবি শিবিরে হতাশা। ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্স জিতল। ফলে আরসিবির কাছে জয় ছাড়া বিকল্প নেই।
-
ফের বৃষ্টি
বেঙ্গালুরুতে ফের বৃষ্টি। মাঠ ঢাকা পড়ছে। আরসিবির চাপ বাড়ছে।
-
চিন্নাস্বামীর জায়ান্ট স্ক্রিনে নজর
বৃষ্টির কারণে চিন্নাস্বামীতে এখনও আরসিবি বনাম গুজরাট ম্যাচের টসও হয়নি। আরসিবি সমর্থকরা জায়ান্ট স্ক্রিনে চোখ রেখেছেন। যদিও তাঁদের স্বস্তি নেই। জয়ের পথে মুম্বই। আরসিবিকে প্লে-অফে যেতে ম্যাচটি হওয়া এবং জেতা জরুরি।
-
কভার সরছে
বৃষ্টি কমেছে। গ্রাউন্ডসম্যানরা কভার সরিয়ে নিচ্ছেন। অন্তত পাঁচ ওভারের জন্য ম্যাচের কাট অফ টাইম রাত ১০.৫৬ মিনিট।
-
বেঙ্গালুরুতে বৃষ্টি
আরসিবির আরও চাপ বাড়াচ্ছে বৃষ্টি। চিন্নাস্বামীর পুরো মাঠ ঢাকা। এর জন্য টস দেরি হচ্ছে। প্রথম ম্যাচটি মুম্বই জিতলে এবং আরসিবির ম্যাচ ভেস্তে গেলে, মুম্বই প্লে-অফে চলে যাবে। আরসিবির বিদায় হয়ে যাবে।
-
আরসিবির চাপ বাড়ছে
ডাবল হেডারে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচে খুবই ভালো পরিস্থিতিতে রয়েছে মুম্বই। তারা জিতলে আরসিবির পথ কঠিন হবে। তাদেরকে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জিততেই হবে।
Published On - May 21,2023 6:35 PM