MS Dhoni: টাইম মেশিনে এগিয়ে গেল ১৭ বছর! ষাটের ধোনিকে দেখে অবাক ভক্তরা
MS Dhoni in IPL : সেই ধোনিকে আজ থেকে ১৭ বছর পর কেমন দেখতে হতে পারে? তারই আন্দাজ মিলল আইপিএলে। চিপকে চেন্নাই সুপার কিংস-পঞ্জাব কিংস ম্যাচ চলাকালীন গ্যালারিতে দেখা গেল এক দর্শককে। যার সঙ্গে মিল রয়েছে ক্যাপ্টেন কুলের।

চেন্নাই: টাইম মেশিনে করে যদি এক লাফে ১৭ বছর পর চলে যাওয়া যায়, তা হলে কেমন হয়? ওই যে বলে, ‘কাল কিসনে দেখা!’ সত্যিই তো। ভবিষ্যৎ তো আমরা কেউই জানি না। আজ থেকে কয়েক বছর বাদে কাকে কেমন দেখতে হবে তাও জানি না। তবে এমনটা যদি হত? মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) জনপ্রিয়তার বিচারে এখনও অনেকের চেয়ে এগিয়ে। আইপিএলে (IPL) আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। সিএসকের (CSK) ম্যাচ থাকলেই সকলের চোখ খোঁজে একজনকেই। তিনি এমএস ধোনি। ৪১ বছরেও তিনি অপ্রতিরোধ্য়। বয়স তাঁর কাছে শুধুই একটা সংখ্যা মাত্র। ফিটনেসের চূড়ায় নিজেকে নিয়ে গিয়েছেন। তিন বছর আগে স্বাধীনতা দিবসের দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ধোনি। তাও তাঁর জনপ্রিয়তা এখনও আগের মতোই রয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সেই ধোনিকে আজ থেকে ১৭ বছর পর কেমন দেখতে হতে পারে? তারই আন্দাজ মিলল আইপিএলে। চিপকে চেন্নাই সুপার কিংস-পঞ্জাব কিংস ম্যাচ চলাকালীন গ্যালারিতে দেখা গেল এক দর্শককে। যাকে হুবহু মহেন্দ্র সিং ধোনির মতোই দেখতে। তবে এক্ষেত্রে বয়স অনেকটা বেশি। দেখে মনে হবে যেন ৬০ বছরের ধোনি গ্যালারিতে বসে খেলা দেখছেন। সেই দর্শকের গায়ে ছিল চেন্নাই সুপার কিংসের জার্সি। মাথায় হলুদ টুপি, গালে সাদা চাপ দাড়ি।
সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। মজা করে অনেকে লিখলেন, ‘২০৪০ সালে গ্যালারিতে বসে খেলা দেখছেন ধোনি।’ এক ঝলকে দেখলে তেমনটা মনে হতেই পারে। যে দর্শকের ভিডিও ভাইরাল হয়েছে, তাঁকে অনেকটাই মাহির মতো দেখতে। এমনকি ধোনিকে নকল করে দাড়িও রেখেছেন সেই দর্শক।
View this post on Instagram
এটাই কি ধোনির শেষ আইপিএল? যা নিয়ে তুমুল চর্চা চলছে। মাহিকে যদিও বাইশ গজে আরও একটা বছর দেখতে চান ক্রিকেটপ্রেমীরা। ধোনির ঘনিষ্ঠ বন্ধু সুরেশ রায়না এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘ধোনি আইপিএল জেতার পর আরও একটা বছর খেলতে চায়।’ এ বছরের আইপিএল শেষেই বোঝা যাবে, ধোনিকে পরের আইপিএলে দেখা যাবে কিনা!
