AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2023 : বছর পনেরো পার…এ বারের আইপিএল নানা কারণে নতুন

IPL 2023 FAQS : টসের পর দল ঘোষণার নিয়ম কি নতুন? : এই নিয়ম পুরোপুরি নতুন বলা যায় না। এ বারই শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ সেখানেও এই নিয়ম ছিল। তাহলে কি আইপিএলের সঙ্গে কম্পিটিশন করার মতো কোনও প্রতিযোগিতা এসেছে!

IPL 2023 : বছর পনেরো পার...এ বারের আইপিএল নানা কারণে নতুন
Image Credit: BCCI
| Edited By: | Updated on: Mar 30, 2023 | 2:41 PM
Share

কলকাতা : সেই ২০০৮ সালে শুরু। ক্রিকেটের সঙ্গে বিনোদন। বছর ১৫ পেরিয়ে গিয়েছে। এ বার হতে চলেছে আইপিএলের ১৬তম সংস্করণ। তবুও নানা কারণে এ বারের আইপিএলকে বলা হচ্ছে ‘নতুন’। অনেকেই ভাবতে পারেন, এটাই বা নতুন কী! প্রতিবারই এমনটা বলা হয়। আইপিএল বাড়ছে। তেমনই বিনোদনও। নিয়মেও নানা বদল রোমাঞ্চ বাড়িয়েছে। গত মরসুমে আইপিএলে এন্ট্রি নিয়েছে আরও দুটি দল। ৮ দল থেকে ১০ দলের প্রতিযোগিতা শুরু হয়েছে গত মরসুমে। আইপিএলে অভিষেকেই চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট টাইটান্স। আইপিএলের সৌজন্য়ে নতুন অধিনায়ক পেয়েছে ভারতীয় ক্রিকেটও। প্রথম বার নেতৃত্বের দায়িত্বে দেখা গিয়েছিল অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। তাঁর নেতৃত্বেই আইপিএল অভিষেকে চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট টাইটান্স। এ বার প্রথম ম্যাচে নামছে হার্দিকের টিম। প্রতিপক্ষ আইপিএলের অন্য়তম সফল দল চেন্নাই সুপার কিংস। উঠতি নেতা হার্দিক পান্ডিয়া বনাম দেশের সর্বকালের অন্য়তম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে নানা কারণেই এ বারের আইপিএলকে নতুন বলা যেতে পারে। বিস্তারিত TV9Bangla-য়।

সবই কি নতুন? নাকি এর মধ্যে কিছু নিয়ম পুরনো হলেও নতুন ধাঁচে দেখা যাবে! এই নিয়মগুলি বা নতুন দিকগুলি সাফল্য পেলে, আগামীতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও কিন্তু দেখা যেতে পারে। যেমন, ওয়াইড-নো বলে রিভিউয়ের বিষয়টিই ধরা যাক! হতেই পারে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইসিসি এবং এমসিসি এই নিয়ম নিয়ে ভাবল এবং বড় কোনও সিদ্ধান্ত নিল! চলুন দেখে নেওয়া যাক, কী কী নতুন দেখা যেতে পারে এ বারের আইপিএলে।

  1. টসের পর একাদশ : আইপিএলে এ বার এমনটাই হতে চলেছে। টসের পর পরিস্থিতি বুঝে একাদশ জমা দিতে পারবেন অধিনায়করা।
  2. ইমপ্য়াক্ট প্লেয়ার: কোনও অধিনায়ক টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। একাদশে একজন এমন বোলার রাখলেন যিনি ম্য়াচের রং বদলে দিতে পারেন। রান তাড়ার সময় সেই বোলারের পরিবর্তে কোনও ব্যাটারকে একাদশে যোগ করলেন। আবার উল্টোটাও হতে পারে। প্রথমে ব্য়াট করে, দ্বিতীয়ার্ধে কোনও বোলারকে একাদশে আনল সেই দল।
  3. কিন্তু…: এই নিয়মে অবশ্য় একটি কিন্তুর জায়গাও রয়েছে। ইমপ্য়াক্ট প্লেয়ার হিসেবে শুধুমাত্র ভারতীয় প্লেয়ারদেরই ব্য়বহার করা যাবে। কোনও বিদেশি ক্রিকেটারকে ইমপ্য়াক্ট প্লেয়ার হিসেবে রাখা যাবে না। এখানেও কিন্তু! প্রথমে জমা দেওয়া একাদশে যদি চার জনের কম বিদেশি থাকে সেক্ষেত্রে ইমপ্য়াক্ট প্লেয়ার বিদেশি হতে পারে।
  4. বিগ ব্য়াশের মতো? : অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্য়াশে ‘এক্স ফ্যাক্টর’ নিয়ম শুরু হয়েছে। সেটা নিয়ে অবশ্য় অনেক বিতর্কও হয়েছিল। অনেকেই বলেছিলেন, যে প্লেয়ার এক্স ফ্য়াক্টর, তিনি কেন প্রথম একাদশেই জায়গা পাবেন না! তবে এক্স ফ্য়াক্টরের কিছু নিয়মও ছিল। যাঁর পরিবর্তে তাঁকে নামানো হবে, সংশ্লিষ্ট প্লেয়ার ব্য়াটার হলে তাঁর ব্য়াটিং হয়ে গেলে তাঁকে পরিবর্তন করা যাবে না, তেমনই বোলার হলে ২ ওভার বল করে থাকলেও পরিবর্তন করা যাবে না।
  5. আইপিএলে পার্থক্য় কোথায়? ইমপ্য়াক্ট প্লেয়ারের ক্ষেত্রে এই নিয়ম নেই। হতেই পারে পাওয়ার প্লে স্পেশালিস্ট বোলারের কোটা শেষ করে তাঁর পরিবর্তে ডেথ ওভারের জন্য় কোনও বোলারকে নিল। কিংবা প্রথমে ফিল্ডিং করলে ব্য়াটিংয়ের সময় স্পেশালিস্ট কোনও ব্য়াটার। বাকিদের মতোই খেলায় পুরোপুরি থাকতে পারবেন। বিশ্ব ক্রিকেট এর আগে এমনটা দেখেনি।
  6. ডিআরএস: এ আর নতুন কি? নতুনত্ব অবশ্য়ই রয়েছে। সদ্য শেষ হওয়া WPL-এর মতোই এ বারের আইপিএলে ওয়াইড, নো বলের ক্ষেত্রেও মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকে চ্য়ালেঞ্জ করা যাবে। যদিও এই নিয়ম নিয়ে বিতর্কও রয়েছে। WPL ফাইনালে শেফালি ভার্মাকে কোমরের উচ্চতার ফুলটস বলে আউট দেওয়া হয়। ডিআরএস নিলেও মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বজায় থাকে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।
  7. টসের পর দল ঘোষণার নিয়ম কি নতুন? : এই নিয়ম পুরোপুরি নতুন বলা যায় না। এ বারই শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ (SA T20 League) সেখানেও এই নিয়ম ছিল। তাহলে কি আইপিএলের সঙ্গে কম্পিটিশন করার মতো কোনও প্রতিযোগিতা এসেছে!