CSK vs KKR Confirmed Playing XI, IPL 2025: আনক্যাপড ক্যাপ্টেন ধোনি মাঠে নামতেই চিপকে শব্দব্রহ্ম, টস জিতলেন রাহানে; রইল দুই দলের একাদশ
Chennai Super Kings vs Kolkata Knight Riders, Confirmed Playing XI in Bengali: চিপকে আজ অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস নামছে। টস ভাগ্য সঙ্গ দিল কার? জানুন কেমন হল দুই দলের একাদশ?

কলকাতা: ইয়োলেব্রিগেডের অনুরাগীদের জন্য এ বছরের ১১ এপ্রিল বিশেষ হতে চলেছে। তাঁর অন্যতম কারণ, মহেন্দ্র সিং ধোনি। এ বার ফের আইপিএলের মঞ্চে ক্যাপ্টেন কুলকে দেখা যাবে। চেন্নাই সুপার কিংসের স্থায়ী অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় কুনুইয়ে চোট পেয়েছেন। যার ফলে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গিয়েছেন। আর ঋতু ছিটকে যেতেই এ মরসুমে দলের পরবর্তী অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির নাম ঘোষণা হয়েছে। চিপকে ক্যাপ্টেন হিসেবে কামব্যাক ম্যাচে টস ভাগ্য সঙ্গ দিল না ধোনির। টস জিতে প্রথমে সিএসকেকে ব্যাটিংয়ে পাঠালেন রাহানে।
চিপকে টস জিতে নাইট অধিনায়ক রাহানে বলেন, ‘আমরা শুরুতে ফিল্ডিং করব। শেষ ম্যাচ থেকে অনেকটা ইতিবাচক ভাবনা তুলে নিয়েছি। দল হিসেবে আমরা ভালো খেলছি। প্রতি ম্যাচেই উন্নতি করার জায়গা থাকছে। উইকেট ভালোই দেখাচ্ছে। দলে তাই খুব বদল করছি না। আমাদের ব্যাটিং গভীরতা রয়েছে। তাই আমরা শুরুতেই বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। রান তাড়া করব। একটা বদল আছে একাদশে। স্পেনসর জনসনের পরিবর্তে একাদশে এসেছেন মইন আলি।’
৬৮৩ দিন পর ক্যাপ্টেনের ভূমিকায় ফের দেখা যাবে ধোনিকে। ক্রিকেট প্রেমীদের মতো মাহিকে এই দায়িত্বে দেখতে পেরে খুশি দেশের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। অবশেষে তোমার সঙ্গে কথা বলার সুযোগ এল… কথাগুলো টস হতেই ধোনিকে বলেন রবি শাস্ত্রী। বরাবরের মতো হালকা হাসিমুখে ধোনি এরপর বলতে শুরু করেন, ‘আমরাও প্রথমে ব্যাটিং করতাম। অনেক ম্যাচে জয়ের কাছে পৌঁছেছিলাম। লম্বা টুর্নামেন্ট। ফিল্ডিং ভালো করতে পারিনি। ঋতুরাজের কনুইয়ে চিড় ধরেছে। ও অসাধারণ ব্যাটার। ওর না থাকাটা বড় ক্ষতি। আমার একাধিক ম্যাচ হেরেছি। ফলে এখান থেকে সব ম্যাচগুলোই গুরুত্বপূর্ণ। বেসিক ঠিক করতে হবে। ক্যাচ নিতে হবে ঠিক করে। কয়েকটা ম্যাচ বড় ব্যবধানে হেরেছি। এগিয়ে যেতে হবে। শুরুটা ভালো করতে হবে। শুরুর দিকে যেমন বাউন্ডারি মারতে হবে, তেমনই উইকেটও নিতে হবে।’
টসের পর ধোনি জানান, ঋতুরাজ গায়কোয়াড় ও মুকেশ চৌধুরির জায়গায় একাদশে এসেছেন রাহুল ত্রিপাঠী ও অংশুল কম্বোজ।
চেন্নাই সুপার কিংসের একাদশ – ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, শিবম দুবে, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, নুর আহমেদ, অংশুল কম্বোজ ও খলিল আহমেদ।
ইমপ্যাক্ট বিকল্প – মাতিসা পাথিরানা, কমলেশ নাগরকোটি, শেখ রশিদ, জেমি ওভার্টন, দীপক হুডা।
কলকাতা নাইট রাইডার্সের একাদশ – কুইন্টন ডি’কক (উইকেটকিপার), সুনীল নারিন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মইন আলি, হর্ষিত রানা, বৈভব আরোরা ও বরুণ চক্রবর্তী।
ইমপ্যাক্ট বিকল্প – অংকৃষ রঘুবংশী, মনীশ পান্ডে, অনুকূল রায়, রোভম্যান পাওয়েল, লুভনীথ সিসোদিয়া।
