
কলকাতা: চিপকে আকর্ষণের কেন্দ্রে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি। দক্ষিণী ডার্বির আলাদাই ক্যারিশমা রয়েছে সিএসকে ও আরসিবির ক্রিকেট প্রেমীদের কাছে। জয় দিয়ে ১৮তম আইপিএল শুরু করার ফলে দুই টিমের ক্রিকেটারদের আত্মবিশ্বাস তুঙ্গে। এই পরিস্থিতিতে ২ পয়েন্ট ছাড়া কিছুই ভাবছেন না রজত-ঋতুরাজরা। দুই তরুণ ক্যাপ্টেনের অধীনে ধোনি-কোহলির মতো কিংবদন্তি খেলবেন। তাঁদের পরামর্শের আশা যে করবেন রজত, ঋতুরা তেমনটাই বলছে ক্রিকেট মহল। চিপকে আজ আইপিএলের (IPL) ম্যাচে টস জিতলেন ঋতুরাজ গায়কোয়াড়, রজত পাতিদার। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিএসকে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়।
আরসিবির বিরুদ্ধে টসের পর ঋতু বলেন, “গত ম্যাচেও চেজ করে জিতেছিলাম, আজও যত রানই উঠুক, চেজ করতে রেডি। এখানে কখন কতটা শিশির পড়বে বোঝা কঠিন, আমরা সব কিছুর জন্যই তৈরি। আরও আগ্রাসী ক্রিকেট খেলতে চাই, ব্যাটিয়ে এই উন্নতি প্রয়োজন রয়েছে, তবে আরসিবির বিরুদ্ধে সম্ভাবনা কম। এলিসের পরিবর্তে একাদশে পাথিরানা।”
আরসিবির অধিনায়ক রজত পাতিদার টসের পর বলেন, “বড় স্কোর গড়ে ওদের চাপে ফেলতে চাই। গত ম্যাচে ছেলেরা দুর্দান্ত খেলেছে, এই ম্যাচেও সেরা পারফর্ম্যান্সেই নজর থাকবে। আমাদের বোলিং পারফর্ম্যান্স দুর্দান্ত হয়েছে গত ম্যাচে। আর ওপেনিং জুটির জন্য প্রশংসা যথেষ্ট নয়। এই মাঠে দুই দলের জন্যই সমর্থন থাকে, এটা ক্রিকেটারদের কাছে বাড়তি এনার্জি। রশিক সালামের জায়গায় একাদশে ভুবনেশ্বর কুমার।”
চেন্নাই সুপার কিংসের একাদশ: রাচিন রবীন্দ্র, ঋতুরাজ গায়কোয়াড়, রাহুল ত্রিপাঠি, দীপক হুডা, খলিল আহমেদ, স্যাম কারান, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, মাতিসা পাথিরানা, নুর আহমেদ
ইমপ্যাক্ট অপশন-শিবম দুবে, কমলেশ নাগরকোটি, বিজয় শঙ্কর, জেমি ওভার্টন, শেখ রশিদ।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একাদশ: বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার, দেবদত্ত পাড়িক্কল, লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল।
ইমপ্যাক্ট অপশন- সূয়াশ শর্মা, রশিক সালাম দার, মনোজ ভান্ডাগে, জ্যাকব বেথেল, স্বপ্নিল সিং।