
কলকাতা: এ বারের আইপিএলে (IPL) জয়ের সারণিতে কবে ফিরবে কেকেআর (KKR)? পরপর দুই ম্যাচ হেরেছে অজিঙ্ক রাহানের দল। গিয়ার বদলানোর সময় এসেছে। আজ শনিবার ইডেনে নাইটদের হয় ইসপার নয় ওসপার! এমন কথাই ক্রিকেট মহলে ঘোরাফেরা করছে। কারণ, একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর সামনে চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। দীর্ঘদিন পর আবার ইডেনে পা রেখেছেন শ্রেয়স আইয়ার। চেনা মাঠ, প্রতিপক্ষ দলের অনেকেই শ্রেয়সের খুব চেনা। আপ এই চেনাদের মাঝেই অন্য দলের হয়ে নেতৃত্ব দেবেন শ্রেয়স। টস জিতলেন শ্রেয়স আইয়ার। নাইট জার্সিতে আজ দুই তারকার ডেবিউ।
টসের পর পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স বলেন, ‘নস্টালজিয়ায় ভাসছি। এখানে দারুণ দর্শকদের সামনে খেলব। ভালো লাগছে। এই পিচেই গুজরাট ম্যাচ হয়েছিল। তাই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলাম। এই মাঠে বছরের পর বছর খেলেছি। এই দিনটাকে স্মরণীয় করে রাখতে চাই।’
কেকেআরের অধিনায়ক রাহানে টসের পর বলেন, ‘আমাদের বোলিং পজিটিভ। ব্যাটিংয়ের দিক থেকে যদি বলি, তা হলে বলতে হবে আমাদের সাহসী হতে হবে। সেটাই দরকার।’ টসের পর রাহানে জানান, রমনদীপের জায়গায় চেতন সাকারিয়া, মইন আলির জায়গায় এসেছেন রোভম্যান পাওয়েল। চেতন ও রোভম্যান এই দুই জনের কেকেআর জার্সিতে আজ অভিষেক হল।
কেকেআরের একাদশ – রহমানউল্লাহ গুরবাজ, সুনীল নারিন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল, বৈভব আরোরা, চেতন সাকারিয়া, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।
ইমপ্যাক্ট বিকল্প – অনরিখ নর্টজে, মনীশ পান্ডে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকূল রায়, লভনীত সিসোদিয়া।
পঞ্জাবের একাদশ – প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), জশ ইংলিশ, নেহাল ওয়াদেরা, গ্লেন ম্যাক্সওয়েল, অজমউল্লাহ উমরজাই, মার্কো জ্যানসেন, যুজবেন্দ্র চাহাল ও অর্শদীপ সিং।
ইমপ্যাক্ট বিকল্প – হরপ্রীত ব্রার, মুশির খান, প্রবীন দুবে, বিজয়কুমার বিশাখ ও সূর্যাংশ শেড়গে।