
লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স। দু-দলের পরিস্থিতিই ভালো নয়। প্রশ্ন উঠছিল দু-দলকে নিয়েই। এই ম্যাচে দু-দলেই কিছু পরিবর্তন হতে পারে, এমন আন্দাজ করাই গিয়েছিল। টস জিততেই হাসির ফোয়ারা হার্দিক পান্ডিয়ার মুখে। তার কারণ, এই মাঠে মরসুমের প্রথম ম্যাচে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রেয়স। সেই সিদ্ধান্ত ইতিবাচকই হয়েছিল। সে কারণেই টস জিতে হার্দিকের মুখে হাসি। প্রত্যাশিত ভাবেই রান তাড়ারই সিদ্ধান্ত নিলেন হার্দিক। এরপরই অবশ্য় বোমা ফাটালেন।
নতুন মরসুমে এই নিয়ে চতুর্থ ম্যাচ খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম তিন ম্যাচেই ব্য়র্থ সিনিয়র ওপেনার রোহিত শর্মা। এই ম্যাচে তাঁর খেলা নিয়ে ধোঁয়াশা ছিল। ম্যাচের আগের দিন প্র্যাক্টিসে রোহিত শর্মা চোট পেয়েছিলেন, এমনটাই জানালেন হার্দিক পান্ডিয়া। লখনউয়ের বিরুদ্ধে খেলতে পারছেন না রোহিত। তাঁর চোটের কী পরিস্থিতি, তা নিয়েও ধোঁয়াশা। ম্যাচের আগে ওয়ার্ম আপেও সেই অর্থে কার্যকর দেখায়নি রোহিতকে। হার্দিক চোটের কথা বললেও ফিসফাস শুরু, ম্যাচের আগে রোহিত ও জাহিরের ভাইরাল একটি ভিডিয়ো নিয়ে। তা হলে কি রোহিতকে বাদ দেওয়া হল? এই প্রশ্নও উঠছে।
পিচ রিপোর্টে ব্যাটারদের জন্য স্বস্তির কথাই শোনালেন কিংবদন্তি সুনীল গাভাসকর। ব্যাটারদের জন্য এই পিচে বেশি সুবিধা। পেসাররাও নতুন বলে সুবিধা পাবেন, এমনটাই জানালেন সানি গাভাসকর। পরিসংখ্যানে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্দান্ত জায়গায় লখনউ সুপার জায়ান্টস। কিন্তু পারফরম্যান্সই শেষ কথা। হার্দিক পান্ডিয়ার মুখেও তাই। পরিষ্কার বলেন, ‘পিচ নিয়ে ভাবি না। আমরা এখানে ভালো খেলতে চাই। ড্রেসিংরুমে সব সময়ই নিজেদের পারফরম্যান্স নিয়েই কথা হয়। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া, বুদ্ধিদীপ্ত ক্রিকেটেই জেতা সম্ভব। পরিসংখ্যান বা অন্য় কিছু ম্যাটার করে না। কোন পরিস্থিতিতে কেমন খেলছি, সেটাই আসল।’
ঘরের মাঠে ম্যাচ হলেও প্রবল চাপে ঋষভ পন্থ। ব্যাটে রান নেই। তিনটির মধ্যে একটি জয়। ক্যাপ্টেন এবং ব্য়াটার, দুই ভূমিকাতেই অস্বস্তি। তবে লখনউ শিবিরে সামান্য হলেও স্বস্তি। বোলিং আক্রমণের শক্তি বেড়েছে। প্রত্যাশিত ভাবেই টিমে ঢুকেছেন বাংলার পেসার আকাশ দীপ। এই ম্যাচে লখনউ জার্সিতে অভিষেক হচ্ছে তাঁর। মনিরমন সিদ্ধার্থর জায়গায় আকাশ দীপ ঢুকছেন, নিশ্চিত করেন পন্থ।
লখনউ সুপার জায়ান্টসের একাদশ: এইডেন মার্কব়্যাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পন্থ, আয়ুষ বাদোনি, ডেবিড মিলার, আব্দুল সামাদ, শার্দূল ঠাকুর, দিগ্বেশ রাঠি, আকাশ দীপ, আবেশ খান
ইমপ্যাক্ট সাব-রবি বিষ্ণোই, প্রিন্স যাদব, শাহবাজ আহমেদ, মনিরমন সিদ্ধার্থ, আকাশ সিং
মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ: উইল জ্যাকস, রায়ান রিকলটন, সূর্যকুমার যাদব, রাজ অঙ্গদ বাওয়া, হার্দিক পান্ডিয়া, নমন ধির, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, অশ্বিনী কুমার, বিগ্নেশ পুথুর
ইমপ্যাক্ট সাব-তিলক ভার্মা, করবিন বশ, রবিন মিঞ্জ, সত্যনারায়ণ রাজু, করণ শর্মা