Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CSK vs DC Playing XI IPL 2025: হ্যাটট্রিকে নজর DC-র, সামনে আনক্যাপড ক্যাপ্টেন! কম্বিনেশন বদলের সম্ভাবনা

CSK vs DC Preview: অক্ষর প্যাটেল ক্যাপ্টেন হিসেবে নজর কাড়ছেন। তেমনই টিম গেমে ভরসা। বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক দুর্দান্ত খেলছেন। আজ মরসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচে নামছে ক্যাপিটালস। তাও আবার চেন্নাই দুর্গে।

CSK vs DC Playing XI IPL 2025: হ্যাটট্রিকে নজর DC-র, সামনে আনক্যাপড ক্যাপ্টেন! কম্বিনেশন বদলের সম্ভাবনা
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Apr 05, 2025 | 1:54 AM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ মরসুমে অন্যতম ধারাবাহিক দল দিল্লি ক্যাপিটালস। বিশাখাপত্তনম তাদের দ্বিতীয় হোমগ্রাউন্ড। সেই মাঠেই অভিযান শুরু হয়েছিল। লখনউ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদ। দু-ম্যাচেই জিতেছে দিল্লি। গত ম্যাচে টিমে যোগ দিয়েছেন লোকেশ রাহুলও। দিল্লি এ বার খুবই ব্যালান্স টিম। অক্ষর প্যাটেল ক্যাপ্টেন হিসেবে নজর কাড়ছেন। তেমনই টিম গেমে ভরসা। বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক দুর্দান্ত খেলছেন। আজ মরসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচে নামছে ক্যাপিটালস। তাও আবার চেন্নাই দুর্গে।

জয় দিয়ে এ বারের আইপিএল অভিযান শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। এরপর অবশ্য হতাশার পারফরম্যান্স। তার উপর ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ের চোট। ব্য়াটিংয়ে বড় গ্য়াপ তৈরি হতে পারে চেন্নাই সুপার কিংসের। সমর্থকদের ঋতুরাজের চোট অস্বস্তির। তবে স্বস্তির হতে পারে ‘আনক্যাপড’ মহেন্দ্র সিং ধোনিই এই ম্যাচে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিতে পারেন। তাঁর কাছে এটা নতুন নয়। তবে ব্যাটন বদলের পর এই প্রথম অফিসিয়ালি ক্যাপ্টেনের ভূমিকায় দেখা যেতে পারে।

দিল্লি ক্যাপিটালস কম্বিনেশনে বদলের সম্ভাবনা কম। জয়ের হ্যাটট্রিকের সামনে থাকা দিল্লি সেম টিম নিয়ে সেরা পারফরম্যান্সেই নজর রাখবে। চেন্নাইয়ের গরম আবহাওয়া, স্পিন সহায়ক পিচের কথা ভেবে ত্রিস্তান স্টাবসকে বোলিংয়ে ব্যবহার করা হতে পারে। পার্টটাইম স্পিনার হলেও ব্রেক থ্রু দেওয়ার ক্ষমতা রাখেন। ফিট হয়ে উঠলে মোহিতের জায়গায় নটরাজনকে দেখা যেতে পারে। চেন্নাই কম্বিনেশনে বদলের সম্ভাবনা প্রবল।

এ মরসুমে চেন্নাইয়ের সবচেয়ে বড় সমস্যা ওপেনিং। রাচিন-রাহুল ত্রিপাঠি জুটি কার্যকর হয়নি। আগের ম্যাচ থেকেই ডেভন কনওয়েকে খেলানোর সম্ভাবনা ছিল। এই ম্যাচে তাঁকে দেখা যেতে পারে। মিডল অর্ডারের শক্তি বাড়ানোর জন্য রাচিন রবীন্দ্রকে ওপেনিং থেকে সরানো হতে পারে। সেক্ষেত্রে বিদেশি প্লেয়ারের ক্ষেত্রেও নানা বদল হতে পারে। কী হতে পারে দু-দলের কম্বিনেশন?

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য দ্বাদশ: ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠি, ঋতুরাজ গায়কোয়াড়/রাচিন রবীন্দ্র, শিবম দুবে, বিজয় শঙ্কর, জেমি ওভারটন/অংশুল কম্বোজ, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, খলিল আহমেদ, নুর আহমেদ, মাতিসা পাথিরানা।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য দ্বাদশ: ফাফ ডুপ্লেসি, জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক, অভিষেক পোড়েল, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, ত্রিস্তান স্টাবস, আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, কুলদীপ যাদব, মিচেল স্টার্ক, মুকেশ কুমার, মোহিত শর্মা/টি নটরাজন (ফিটনেসের উপর নির্ভর করছে)