কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বোধন আজ শনিবার। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ইডেন গার্ডেন্সে। মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। উইকএন্ড এ বার হবে জমজমাট। কারণ আগামিকাল থাকছে আইপিএলে (IPL) ডাবল বিনোদন। রবিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গত বারের রানার্স সানরাইজার্স হায়দরাবাদ ও আইপিএলের প্রথম বারের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। তারপর রয়েছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ। এই ম্যাচে এমআইকে নেতৃত্ব দেবেন না হার্দিক পান্ডিয়া। তাঁর জায়গায় মুম্বইয়ের ব্যাটন থাকবে সূর্যকুমার যাদবের হাতে। TV9Bangla এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে ও কোথায় দেখবেন CSK vs MI ম্যাচ।
আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কবে হবে?
আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি (২৩ মার্চ) আগামিকাল, রবিবার হবে।
আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কোথায় হবে?
আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে হবে।
আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিওস্টার অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।