কলকাতা: আইপিএলের ১৮তম মরসুম জয় দিয়ে শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। শুরুটাই বিরাট কোহলিরা করেছিলেন অ্যাওয়ে ম্যাচ দিয়ে। ইডেনে কেকেআরকে হারিয়ে। এ বার ফের আরসিবির অ্যাওয়ে ম্যাচ। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। সিএসকেও মরসুমটা জয় দিয়ে শুরু করেছে। এ বার দুটো দলের মুখোমুখি হওয়ার পালা। আইপিএলে এই ম্যাচ দক্ষিণী ডার্বি নামে পরিচিত। পয়েন্ট টেবলের দুইয়ে আরসিবি। আর চারে সিএসকে। পয়েন্ট একই। তবে নেটরানরেটের কারণে বিরাটরা এগিয়ে রয়েছেন ধোনির দলের থেকে। TV9Bangla এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে ও কোথায় দেখবেন CSK vs RCB ম্যাচ।
আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচটি কবে হবে?
আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচটি (২৮ মার্চ) আগামিকাল, শুক্রবার হবে।
আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচটি কোথায় হবে?
আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচটি চেন্নাইয়ের এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়াম হবে।
আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের লাইভ স্ট্রিমিং?
আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিওস্টার অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।