DC vs GT Playing XI IPL 2025: দিল্লির নকআউটের ‘হ্যাটট্রিক’, ছন্দে থাকা টাইটান্স জিতলেই প্লে-অফে
DC vs GT Preview: প্রথম ম্যাচে পঞ্জাব এবং দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্স জিতলে প্লে-অফে পৌঁছে যাবে আরসিবিও। অর্থাৎ তিন দলেরই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে। বাকি থাকবে একটা স্পট। যাঁর লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। যদিও অঙ্ক খুবই জটিল।

বিরতির পর ফিরেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। কিন্তু মনে হচ্ছে, এ যেন নতুন সংস্করণ। প্রতিটি দলেই নতুন মুখ। দিল্লিতে যেমন টেম্পোরারি পরিবর্ত হিসেবে সই করেছেন বাংলাদেশের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। মিচেল স্টার্ককে এ মরসুমে আর পাওয়া যাবে না। তেমনই প্লে-অফে প্রোটিয়া প্লেয়াররা যাঁরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে রয়েছেন, তাঁদের পাওয়া যাবে না। এ ছাড়াও আফগান ব্যাটার সিদ্দিকুল্লা অটলকে সই করিয়েছে দিল্লি। এই দু-জনকে এই ম্যাচেই অবশ্য পাওয়া যাবে না। কিন্তু সব কিছুর মাঝে দিল্লির একটাই অ্যাসাইনমেন্ট। নকআউটের হ্যাটট্রিক ম্যাচ।
গুজরাট টাইটান্স প্লে-অফের কাছে। আজ দিনের প্রথম ম্যাচে পঞ্জাব এবং দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্স জিতলে প্লে-অফে পৌঁছে যাবে আরসিবিও। অর্থাৎ তিন দলেরই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে। বাকি থাকবে একটা স্পট। যাঁর লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। যদিও অঙ্ক খুবই জটিল। ফলে দুটো ম্যাচ না হওয়া অবধি কোনও টিমেরই স্বস্তি নেই। পরিস্থিতি যে রুদ্ধশ্বাস, এ বিষয়ে সন্দেহ নেই। আর সবচেয়ে কঠিন পরিস্থিতিতে দিল্লি ক্য়াপিটালসই। টুর্নামেন্টে তারা আরও ব্যাকফুটে থাকত, যদি না সানরাইজার্স ম্যাচটিতে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগ হত আর গত ম্যাচটি মাঝপথে থমকে যেত। সেটি অবশ্য রিপ্লে হবে। তবে তার আগে গুজরাট ম্যাচ জেতা জরুরি।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য দ্বাদশ: ফাফ ডুপ্লেসি, অভিষেক পোড়েল, করুণ নায়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, ত্রিস্তান স্টাবস, আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, কুলদীপ যাদব, দুষ্মন্ত চামিরা, মোহিত শর্মা/মুকেশ কুমার, নটরাজন
গুজরাট টাইটান্সের সম্ভাব্য দ্বাদশ: শুভমন গিল, সাই সুদর্শন, জস বাটলার, শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, কাগিসো রাবাডা/জেরাল্ড কোৎজে, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, আর্শাদ খান, সাই কিশোর
