IPL 2025 DC vs KKR Live Streaming: দিল্লিতে দিল জেতার চেয়েও জরুরি ২ পয়েন্ট, কোথায়-কীভাবে দেখবেন কেকেআরের ম্যাচ?

Delhi Capitals vs Kolkata Knight Riders Live Streaming: গত ম্যাচেই কেকেআর জার্সিতে অভিষেক হয়েছে রোভম্যান পাওয়েলের। যদিও তাঁর ক্ষমতা দেখানোর সুযোগই হয়নি। দিল্লিতে দিল জেতার চেয়েও কলকাতার কাছে বেশি জরুরী ২ পয়েন্ট। TV9Bangla এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে ও কোথায় দেখবেন আইপিএলে DC vs KKR ম্যাচ।

IPL 2025 DC vs KKR Live Streaming: দিল্লিতে দিল জেতার চেয়েও জরুরি ২ পয়েন্ট, কোথায়-কীভাবে দেখবেন কেকেআরের ম্যাচ?
Image Credit source: TV9 Bangla Graphics

Apr 28, 2025 | 6:31 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এ বার ছন্দ খুঁজে বেড়াচ্ছে। লিগ টেবলেও পরিস্থিতি মজবুত নয়। ঘরের মাঠে গত ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়েছে। এ বার অ্যাওয়ে ম্যাচ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামছে কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালস একদিনের ব্য়বধানে ঘরের মাঠে নামছে। গত ম্যাচে তারা হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। একটা হার অবশ্য তাদের কাছে খুব একটা চিন্তার বিষয় নয়। সার্বিক ভাবে দল ভালোই খেলছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। গত ম্যাচটি কমপ্লিট কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) হয়তো কম্বিনেশনটা আরও একটু বুঝে নিতে পারত। গত ম্যাচেই কেকেআর জার্সিতে অভিষেক হয়েছে রোভম্যান পাওয়েলের। যদিও তাঁর ক্ষমতা দেখানোর সুযোগই হয়নি। দিল্লিতে দিল জেতার চেয়েও কলকাতার কাছে বেশি জরুরী ২ পয়েন্ট। TV9Bangla এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে ও কোথায় দেখবেন আইপিএলে DC vs KKR ম্যাচ।

আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি কবে হবে?

আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি (২৯ এপ্রিল) আগামিকাল, মঙ্গলবার হবে।

আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি কোথায় হবে?

আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে। যা মূলত ফিরোজশাহ কোটলা নামেই পরিচিত ছিল।

আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে আইপিএলে আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি শুরু হবে সন্ধে ৭টা ৩০ মিনিট নাগাদ। ম্যাচের আগে টস হবে সন্ধে ৭ টায়।

কোথায় দেখা যাবে আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের লাইভ স্ট্রিমিং?

আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটির লাইভ ব্রডকাস্ট (Live streaming) টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিওহটস্টার অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। বাংলা ভাষায় ম্যাচের লাইভ আপেডট পেতে নজর রাখুন আমাদের ওয়েবসাইটে খেলার বিভাগ এবং হোম পেজেও।