IPL 2025 Final Venue: কলকাতায় হচ্ছে না আইপিএল ফাইনাল, ভেনু প্রকাশ্যে এল প্লে-অফের
Indian Premier League: প্লে-অফের বাকি দুটি ম্যাচ অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ হবে মুল্লানপুরের স্টেডিয়ামে। সেটি পঞ্জাব কিংসের অন্যতম হোমগ্রাউন্ড। বছরের এই সময় অনেক ভেনুতেই বাধা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া। কোথায় কম বাধা পড়তে পারে, সেই বিষয়টি খতিয়ে দেখা হয়।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী ফাইনাল হওয়ার কথা কলকাতাতেই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। উদ্বোধনী ম্যাচ হয়েছিল ইডেন গার্ডেন্সেই। সূচি অনুযায়ী আইপিএলের ফাইনাল এবং দ্বিতীয় কোয়ালিফায়ার কলকাতার ইডেন গার্ডেন্সেই হওয়ার কথা ছিল। যদিও পরিবর্তিত পরিস্থিতিতে সিদ্ধান্তে নানা বদল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের বাকি ম্যাচগুলি ছ’টি ভেনুতে হচ্ছে। বাদ পড়ল আরও একটি ভেনু। চেন্নাই যেমন তাদের হোম ম্যাচ আজ খেলবে দিল্লিতে। ফাইনাল হতে চলেছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তেমনই আরসিবির ম্যাচেরও ভেনু পরিবর্তন হয়েছে।
বোর্ডের তরফে নতুন সূচিতে প্লে-অফ এবং ফাইনালের তারিখ জানানো হলেও ভেনু নিশ্চিত করা বাকি ছিল। এ দিন দফায় দফায় মিটিং হয়েছে বোর্ডের। কোন ভেনুতে আবহাওয়া কেমন থাকবে, সেই বিষয়টিও আলোচনায় ছিল। সব কিছু মাথায় রেখে ৩ জুন আইপিএলের ফাইনাল হতে চলেছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। প্লে-অফের ভেনু বাছাইয়ের ক্ষেত্রেও মূল আলোচ্য বিষয় ছিল আবহাওয়া, এমনটাই খবর। আমেদাবাদে শুধু ফাইনালই নয়, দ্বিতীয় কোয়ালিফায়ারও হবে সেখানেই।
প্লে-অফের বাকি দুটি ম্যাচ অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ হবে মুল্লানপুরের স্টেডিয়ামে। সেটি পঞ্জাব কিংসের অন্যতম হোমগ্রাউন্ড। বছরের এই সময় অনেক ভেনুতেই বাধা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া। কোথায় কম বাধা পড়তে পারে, সেই বিষয়টি খতিয়ে দেখা হয়। ২০২৩ সালের আইপিএল ফাইনাল হয়েছিল আমেদাবাদেই। ম্যাচের প্রথম দিন বৃষ্টির কারণে খেলা গড়ায় রিজার্ভ ডে-তে। সে দিনও বৃষ্টি। গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ফাইনাল দেখার জন্য কার্যত ভোর রাত অবধি গ্যালারিতে ছিলেন সমর্থকরা।
পাশাপাশি আরও একটি ম্যাচের ভেনু বদল হয়েছে। বেঙ্গালুরুতে গত আরসিবি বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। যে কারণে বেঙ্গালুরু থেকেও সরানো হল ম্যাচ। আরসিবি তাদের বাকি ম্যাচ দুটি খেলবে লখনউয়ের একানা স্টেডিয়ামে।
