AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GT vs CSK Playing XI IPL 2025: ধোনির শেষ ম্যাচ? আজই আইপিএলে ইতি মহেন্দ্র-ক্ষণের!

GT vs CSK Preview: মনে করা হচ্ছে এটিই শেষ আইপিএল ধোনির। আর সেটাই যদি হয়, আইপিএল কেরিয়ারে শেষ ম্যাচ খেলতে নামছেন মাহি। আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামছে চেন্নাই সুপার কিংস।

GT vs CSK Playing XI IPL 2025: ধোনির শেষ ম্যাচ? আজই আইপিএলে ইতি মহেন্দ্র-ক্ষণের!
Image Credit: PTI
| Updated on: May 25, 2025 | 12:10 AM
Share

ঘোষণা করেননি নিজে থেকে। কিন্তু মঞ্চটা যেমন তেমনই। সম্প্রচারকারী চ্যানেলেরও ইঙ্গিত। আজই কি মহেন্দ্র-ক্ষণ ইতি? প্রশ্ন, ধোঁয়াশা থাকবেই। মহেন্দ্র সিং ধোনি যতক্ষণ না নিজে মুখে বলছেন, ততক্ষণ ধোঁয়াশা থাকবেই। কিন্তু মরসুমের শুরু থেকেই যে ভাবে খেলে আসছেন বা নানা ভাবে বুঝিয়েছেন, তাতে মনে করা হচ্ছে এটিই শেষ আইপিএল ধোনির। আর সেটাই যদি হয়, আইপিএল কেরিয়ারে শেষ ম্যাচ খেলতে নামছেন মাহি। আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামছে চেন্নাই সুপার কিংস। ম্যাচের আকর্ষণ দু-দলের ক্যাপ্টেন।

একদিকে মহেন্দ্র সিং ধোনি, ভারতীয় ক্রিকেটে ট্রফির নিরিখে সর্বকালের সেরা ক্যাপ্টেন। উল্টোদিক, গুজরাট টাইটান্সের তরুণ ক্যাপ্টেন শুভমন গিল। তিনি আর এখন শুধুই টাইটান্সের নন, ভারতের নতুন টেস্ট অধিনায়কও। ইংল্যান্ড সফর থেকে টেস্টেও নতুন ভারতকে দেখা যাবে। শুভমনের আইপিএল সতীর্থ সাই সুদর্শন টেস্ট টিমে নতুন মুখ। তেমনই প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজরাও রয়েছেন। শুভমনের ক্যাপ্টেন্সিতে এখন আরও বেশি করে নজর থাকবে।

ধোনিদের সফর শেষের ম্যাচ। আগামী মরসুমের কথা ভেবে কম্বিনেশনে আজও কিছু বদল হতে পারে। মনে করা হচ্ছে, গত কয়েক ম্যাচে না খেলানো তরুণ ওপেনার শেখ রশিদকে ফেরানো হতে পারে ডেভন কনওয়ের জায়গায়। চেন্নাইয়ের দুই তরুণ ওপেনারকেই দেখা যেতে পারে। তবে সমর্থকদের কাছে প্রতি মুহূর্তেইএকটা প্রশ্ন ঘুরে বেড়াবে, ধোনি কি শেষ বার খেলছেন? কী হতে পারে দু-দলের কম্বিনেশন?

গুজরাট টাইটান্সের সম্ভাব্য দ্বাদশ: শুভমন গিল, সাই সুদর্শন, জস বাটলার, শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, কাগিসো রাবাডা/জেরাল্ড কোৎজে, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, আর্শাদ খান, সাই কিশোর

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য দ্বাদশ: আয়ুষ মাহত্রে, শেখ রশিদ/ডেভন কনওয়ে, উর্ভিল প্যাটেল, রবীন্দ্র জাডেজা, ডিওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, রবিচন্দ্রন অশ্বিন, মহেন্দ্র সিং ধোনি, অংশুল কম্বোজ, নুর আহমেদ, খলিল আহমেদ, মাতিসা পাথিরানা