Sourav Ganguly: রিঙ্কু সিং…, KKR-র ‘রোগ’ খুঁজে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Sourav Ganguly on IPL 2025: ঘরের মাঠে গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হাইস্কোরিং ম্যাচ হয়। মরিয়া লড়াই করলেও শেষ অবধি মাত্র ৪ রানে হার। হোম অ্যাডভান্টেজের পাশাপাশি আরও নানা প্রশ্নই উঠছে। কেকেআরের প্রধান মাথাব্যথার কারণ খুঁজে দিলেন সৌরভ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ মরসুমে বিতর্ক তৈরি হয়েছে হোম অ্যাডভান্টেজ নিয়ে। চর্চায় কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টের সঙ্গে ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের ‘তিক্ততা’ও। ইডেনে উদ্বোধনী ম্যাচের পরই কেকেআর টিম ম্যানেজমেন্ট ক্ষোভ প্রকাশ করেছিল। ঘরের মাঠে স্পিনাররা যাতে সাহায্য পান, এটাই প্রত্য়াশা ছিল। ঘরের মাঠে গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হাইস্কোরিং ম্যাচ হয়। মরিয়া লড়াই করলেও শেষ অবধি মাত্র ৪ রানে হার। হোম অ্যাডভান্টেজের পাশাপাশি আরও নানা প্রশ্নই উঠছে। কেকেআরের প্রধান মাথাব্যথার কারণ খুঁজে দিলেন সৌরভ।
হোম অ্যাডভান্টেজ নিয়ে কেকেআর ক্যাপ্টেন, কোচ নানা মতই দিয়েছেন। কোচ চন্দ্রকান্ত পন্ডিত মনে করেন, প্রতিটা টিমই হোম অ্যাডভান্টেজ চায়। সৌরভ গঙ্গোপাধ্যায় হোম অ্যাডভান্টেজ নিয়ে বলছেন, ‘জানি কেন এই প্রশ্নটা এসেছে। তবে আমি মনে করি এই বিষয়টা নির্ভর করে ব্যক্তি বিশেষে। কারা কী উইকেট চাইছে।’ গত ম্যাচের পর কেকেআর ক্যাপ্টেন সাংবাদিক সম্মেলনে পিচ প্রশ্নে জানান, যা বলার আইপিএল কমিটিকে বলবেন।
ঘরের মাঠে লখনউয়ের বিরুদ্ধে ব্যাটিং অর্ডারে প্রচুর রদবদল করেছিল নাইট রাইডার্স। শেষ দিকে রিঙ্কু সিং মরিয়া লড়াই করেন। যদিও ৪ রানে হার। সৌরভ বলছেন, ‘কেকেআরের হারের কারণ আমি বলতে পারব না। এটা রাহানে ভাল বলতে পারবে। তবে আমার দেখে মনে হয়েছে রিঙ্কু অনেক পরে নামছে। এটাই মাথাব্যথার কারণ। আগের দিন ম্যাচটা কলকাতার জেতা উচিত ছিল।’
