KKR, IPL 2025: ইডেনের অপ্রাপ্তি, রামনবমীর ধাক্কায় KKR হয়তো গুয়াহাটিতে
Indian Premier League 2025: সিএবিকে কয়েকদিন আগে লালবাজারের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছিব। সেখানে জানানো হয়েছিল, রামনবমীর কারণে ওই দিন ইডেন গার্ডেন্সে আইপিএলের (IPL) ম্যাচে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া যাবে না।

কলকাতা: আশঙ্কাই এ বার সত্যি হওয়ার পথে। ৬ এপ্রিল ইডেন গার্ডেন্সে কেকেআর (KKR) ও লখনউয়ের (LSG) ম্যাচ। সেদিনই আবার পড়েছে রামনবমী। এই মর্মে কলকাতা পুলিশের পক্ষ থেকে এর আগে সিএবিকে চিঠি পাঠানো হয়েছিল। সেখানে জানানো হয়েছিল, রামনবমীর কারণে ওই দিন ইডেন গার্ডেন্সে আইপিএলের (IPL) ম্যাচে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া যাবে না। যে কারণে আলোচনা হচ্ছিল, তা হলে হয়তো ইডেন থেকে সরতে পারে কলকাতা বনাম লখনউ ম্যাচ। এ বার সেই খবরই আরও জোরাল। ক্রিকেটের নন্দনকাননে না হলে কোথায় হবে ওই ম্যাচ?
রামনবমীর কারণে কলকাতা থেকে সরতে চলেছে রাহানে-পন্থদের আইপিএলের ম্যাচ। সূত্রের খবর, কেকেআর-লখনউ ম্যাচ গুয়াহাটিতে হওয়ার সম্ভাবনা বেশি। এ বারের আইপিএলে থাকছে ৭৪টি ম্যাচ। যা হবে ১৩টি ভনুতে। ৭টি হোম ম্যাচ আর ৭টি অ্যাওয়ে ম্যাচ হবে। যার মধ্যে আপাতত একটি হোম ম্যাচ হাত থেকে বেরিয়ে গেল কেকেআরের। ফলে বলাই যায় রামনবমীর ধাক্কায় ইডেনে অপ্রাপ্তির খাতায় পড়ল পয়েন্ট।
উল্লেখ্য, বুধবার লালবাজারে যে প্রেস মিট হয়েছিল তাতে পুলিশ কমিশনারের দাবি, শহরে রামনবমী উদযাপন নিয়ে লালবাজার প্রস্তুত। তিনি জানিয়েছিলেন, কর্তাদের বৈঠক হয়েছে। পর্যাপ্ত বাহিনি মজুত আছে। তবে আলাদা করে আর ইডেনের ম্যাচে নিরাপত্তা দেওয়া যাবে কিনা, তা নিয়ে কিছু জানাননি।
এই খবরটিও পড়ুন




আপাতত, ইডেনে জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা। ২২ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচ ক্রিকেটের নন্দনকাননে। ওই ম্যাচ বেশি করে বলা হচ্ছে কিং খানের দল বনাম কিং কোহলির দলের ম্যাচ। এ বার দেখার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবিকে হারিয়ে মরসুমের শুরুটা করতে পারে কিনা।





