
কলকাতা: আইপিএলের (IPL) ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা জোড়া ম্যাচ হেরে আবার ক্রিকেটের নন্দনকাননে ফিরছে। যদিও শেষ ম্যাচটি গুজরাটের কাছে ইডেনেই হেরেছিল কেকেআর। এ বার হারের হ্যাটট্রিক যাতে না হয়, তার জন্য কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে জিততেই হবে। কয়েকদিন আগে মুল্লানপুরে পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাত্র ১১২ রানের টার্গেট পূরণ করতে পারেনি কেকেআর। ৯৫ রানেই গুটিয়ে যায় রাহানের টিম। যার ফলে শেষ অবধি ১৬ রানে জয় ছিনিয়ে প্রীতির পঞ্জাব। এ বার কেকেআরের বদলা নেওয়ার পালা। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে ও কোথায় দেখবেন আইপিএলে KKR vs PBKS ম্যাচ।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কবে হবে?
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি (২৫ এপ্রিল) আগামিকাল, শনিবার হবে।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কোথায় হবে?
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে হবে।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি শুরু হবে সন্ধে ৭টা ৩০ মিনিটে। ম্যাচের আগে টস হবে ৭টা নাগাদ।
কোথায় দেখা যাবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live Streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিওস্টার অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।