কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আজ থেকে সাবালক। এমনটা বলতেই হচ্ছে। কারণ, সেই ২০০৮ সাল থেকে এই টুর্নামেন্টের পথ চলা শুরু। দেখতে দেখতে এসে গিয়েছে আইপিএলের ১৮তম সংস্করণ। এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ ঘিরে সকলের উন্মাদনা তুঙ্গে। ইডেনে আজ আইপিএলের বোধন। মুখোমুখি কেকেআর ও আরসিবি। এই ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। যে কারণে কলকাতা ও বেঙ্গালুরুর ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট প্রেমীদের কপালে চিন্তার ভাঁজ রয়েছে। এই পরিস্থিতিতে সকল ক্রিকেট প্রেমীরা চাইছেন বরুণ দেব যেন আজকের ম্যাচে নজর না দেন।
তিলোত্তমায় এ বারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতানোর কথা কিং খানের। তারপর হওয়ার কথা কিং খানের দল বনাম কিং কোহলির দলের লড়াই। সেখানে আসল খেলা দেখাতে তৈরি বৃষ্টি। এমন দিনে মনে পড়ে যাচ্ছে ইডেন, ওয়েদার ও ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের কথা। যেখানে একটা যেন কুনজর লেগে রয়েছে। উদাহরণ টানতে হয় সেই ছিয়ানব্বই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের। ইতালির ফ্রাঙ্কো লুনেত্তার লেজার শো নিয়ে বিরাট প্রত্যাশা ছিল। কিন্তু আবহাওয়া সব পণ্ড করে দিয়েছিল। শাহরুখ এ বার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাতে তৈরি। কিন্তু প্রকৃতি তাঁকে মেগা শো দেখাতে দেবে তো!
ক্রিকেট এবং বিনোদনের মেলবন্ধন ঘটায় আইপিএল। ক্রিকেটের নন্দনকাননে আজ উদ্বোধনী ম্যাচ সঞ্চালনা করার কথা শাহরুখ খানের। তাঁর অ্যাকশনের পাশাপাশি মঞ্চে পারফর্ম করবেন সুরের জাদু ঝরানো শ্রেয়া ঘোষাল। তরুণ প্রজন্মের হার্টথ্রব দিশা পাটানির নাচ মুগ্ধ করবে সকলকে। সঙ্গে থাকছেন করণ অউজলা। একটা জমকালো ওপেনিং সেরেমনির অপেক্ষায় লক্ষ লক্ষ ক্রিকেট প্রেমী।
এতকিছুর মাঝেও মন খারাপ আপাতত কলকাতায় থাকা ক্রিকেট প্রেমীদের। যারা ইডেনে আইপিএলের উদ্বোধনী ম্যাচের টিকিট পেয়েছেন, নিজেদের ভাগ্যবান মনে করছেন। কিন্তু এই ম্যাচ আদৌ হবে তো? শঙ্কাটা থেকেই যাচ্ছে। কারণ শনিবার সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সঙ্গে দমকা হাওয়া বইছে। দিনভর কলকাতায় রয়েছে হলুদ সতর্কতা। সন্ধেতে ম্যাচ। তাতেও বৃষ্টির আশঙ্কা থাকছে। এ বার দেখার সে সব বাধা কাটিয়ে নাইট-রয়্যাল দ্বৈরথ জমে যায় কিনা। যদি একান্তই ম্যাচ না হয়, তা হলে এক পয়েন্ট করে পাবে দুই দল।
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।