
কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মরসুমে এক ঝাঁক ভারতীয় তারকার দিকে বিশেষ নজর রয়েছে। এই তালিকায় ঋষভ পন্থ (Rishabh Pant), শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer) রয়েছেন। সপ্তাহের দ্বিতীয় দিন আইপিএলে (IPL) পন্থ ও শ্রেয়সের দল মুখোমুখি। মরসুমের শুরুতে পন্থের লখনউ সুপার জায়ান্টস হেরেছিল। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় লখনউ। এ বার সামনে প্রীতির পঞ্জাব। যে দলের ক্যাপ্টেন শ্রেয়স। মরসুমের প্রথম ম্যাচ পঞ্জাব শ্রেয়সের ব্যাটে ভর করেই জিতেছিল। সেই ম্যাচে ৩ রানের জন্য সেঞ্চুরি হয়নি তাঁর। ৯৭ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন শ্রেয়স। হুঙ্কার দিয়েছিলেন যে পরের ম্যাচে সেঞ্চুরি করবেন। এ বার দেখার পন্থদের বিরুদ্ধে তাঁর ব্যাট কতটা জ্বলে ওঠে। TV9Bangla এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে ও কোথায় দেখবেন LSG vs PBKS ম্যাচ।
আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কবে হবে?
আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি (১ এপ্রিল) আগামিকাল, মঙ্গলবার হবে।
আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কোথায় হবে?
আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম হবে।
আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি শুরু হবে সন্ধে ৭টা ৩০ মিনিটে। ম্যাচের আগে সন্ধে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিওস্টার অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।