IPL 2025: আইপিএলের মেগা অকশন এ মাসেই! সামনে এল নতুন তথ্য…

Nov 04, 2024 | 8:20 PM

IPL 2025 Mega Auction: আইপিএলের মেগা অকশন নিয়ে আগ্রহ তুঙ্গে। কারণ, অনেক হাইপ্রোফাইল ক্রিকেটাররা নিলামে উঠতে চলেছেন। লখনউ সুপার জায়ান্টস রিটেন করেনি লোকেশ রাহুলকে। ২০২২ সালে আইপিএলে অভিষেক হয় লখনউয়ের। প্রথম প্লেয়ার হিসেবে সই করানো হয়েছিল লোকেশ রাহুলকেই। তিনিই নেতৃত্ব দিয়েছেন। এ বার নিলামে উঠবেন রাহুল।

IPL 2025: আইপিএলের মেগা অকশন এ মাসেই! সামনে এল নতুন তথ্য...
Image Credit source: PTI FILE

Follow Us

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রিটেনশন পর্ব ইতি। অপেক্ষা এ বার মেগা অকশনের। নিয়ম অনুযায়ী এ বার রিটেনশন ও আরটিএম মিলিয়ে ছ-জন প্লেয়ারকে রাখা যেত। ১০টি টিমের মধ্যে দুটি ফ্র্যাঞ্চাইজি ছ’জনকেই রিটেন করেছে। তারা হল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। তাদের কাছে আরটিএম কার্ডের বিকল্প নেই। মেগা অকশনে বাকি ফ্র্যাঞ্চাইজিরা আরটিএম কার্ড ব্যবহার করতে পারবে। পার্সে সবচেয়ে বেশি টাকা নিয়ে নিলামে অংশ নেবে পঞ্জাব কিংস। কারণ, তারা মাত্র দু-জন আনক্যাপড প্লেয়ার রিটেন করেছে। কবে হবে আইপিএলের মেগা অকশন এই নিয়ে জল্পনা রয়েছে। এর মধ্যেই সামনে এল নতুন তথ্য।

সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, সৌদি আরবের রিয়াধেই হতে চলেছে আইপিএলের মেগা অকশন। সম্ভাব্য তারিখ ২৪ ও ২৫ নভেম্বর। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে নিশ্চিত করে বলেছেন, ‘আইপিএলের অকশন হবে রিয়াধে। ফ্র্যাঞ্চাইজিগুলিকে এ বিষয়ে জানিয়েও দেওয়া হয়েছে। তারিখ এখনও নিশ্চিত হয়নি। সম্ভাব্য তারিখ ২৪ ও ২৫ নভেম্বর।’

আইপিএলের মেগা অকশন নিয়ে আগ্রহ তুঙ্গে। কারণ, অনেক হাইপ্রোফাইল ক্রিকেটাররা নিলামে উঠতে চলেছেন। লখনউ সুপার জায়ান্টস রিটেন করেনি লোকেশ রাহুলকে। ২০২২ সালে আইপিএলে অভিষেক হয় লখনউয়ের। প্রথম প্লেয়ার হিসেবে সই করানো হয়েছিল লোকেশ রাহুলকেই। তিনিই নেতৃত্ব দিয়েছেন। এ বার নিলামে উঠবেন রাহুল। আইপিএলের গত সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে রিটেন করা হয়নি। তেমনই ঋষভ পন্থ, অর্শদীপ সিংয়ের মতো ক্রিকেটাররাও নিলামে উঠছেন। এ ছাড়া বিদেশি তারকা ক্রিকেটাররা তো রয়েইছেন।

আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি সব মিলিয়ে ৬৪১.৫ কোটি নিয়ে মেগা অকশনে নামবে। সব দল মিলিয়ে প্লেয়ারের স্লট রয়েছে ২০৪টি। এর মধ্যে ৭০টি স্লট রয়েছে বিদেশি ক্রিকেটারদের জন্য। ১০টি ফ্র্যাঞ্চাইজি সব মিলিয়ে ৪৬ জনকে রিটেন করেছে।

Next Article