
প্রথম দল হিসেবে এ বার প্লে-অফ নিশ্চিত করেছিল গুজরাট টাইটান্স। তাদের জয়ে আরসিবি এবং পঞ্জাব কিংসেরও ম্যাচ বাকি থাকতেই প্লে-অফ নিশ্চিত হয়ে গিয়েছিল। পয়েন্ট টেবলে শীর্ষ স্থানে শেষ করবে টাইটান্স, পরিস্থিতি এমনই ছিল। কিন্তু লিগ পর্বের শেষ দুটি ম্যাচ অঙ্ক জটিল করে দেয়। পঞ্জাব কিংস ও আরসিবি টপ টু-তে শেষ করেছিল। এর মধ্যে প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনালও নিশ্চিত করে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ এলিমিনেটর ম্যাচে নামছে গুজরাট টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স।
লিগ পর্বে তবু একটা ম্যাচে ভুল হলে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল। এলিমিনেটরে সেই সুযোগ নেই। এখানে হার মানে বিদায়, অপেক্ষা আগামী মরসুমের। গুজরাট টাইটান্সের বর্তমান এবং প্রাক্তন, দুই ক্যাপ্টেনই তা ভালো করে জানেন। আইপিএলে ২০২২ সালে অভিষেক হয়েছিল টাইটান্সের। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে সেবার চ্যাম্পিয়ন, পরের মরসুমে রানার্স। গত মরসুমে টাইটান্স ছেড়ে মুম্বইতে ফেরেন হার্দিক। নেতৃত্বও পেয়েছিলেন। যদিও খুব খারাপ মরসুম কেটেছিল। এ বার শুরুটা খারাপ হলেও প্লে-অফে জায়গা করে নিয়েছে মুম্বই।
তেমনই হার্দিক যাওয়ার পরই টাইটান্সের নেতৃত্ব দেওয়া হয় শুভমন গিলকে। তাঁরও প্রথম মরসুম ভালো কাটেনি। এ বার প্লে-অফ। আসল লড়াই এখানেই। গুজরাট টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্স দু-দলই বাটলার, রিকলটন, উইল জ্যাকসের মতো ক্রিকেটারদের পাবে না। শুভমনদের সামনে বড় চ্যালেঞ্জ বাটলারের অনুপস্থিতি। তাঁর পরিবর্তে কুশল মেন্ডিস কতটা ভরসা দিতে পারবেন সেদিকেই নজর। মুম্বই ইন্ডিয়ান্সে রিকলটনের জায়গায় কিপার ব্যাটার জনি বেয়ারস্টো নিশ্চিত। কিন্তু উইল জ্যাকসের জায়গায় আসালঙ্কা না বেভন জেকবস, এই নিয়ে দ্বিধা। তবে অফস্পিনটা করতে পারেন, এবং শ্রীলঙ্কার ক্রিকেটার চরিত আসালঙ্কার সুযোগই বেশি। যা হতে পারে দু-দলের কম্বিনেশন।
গুজরাট টাইটান্সের সম্ভাব্য দ্বাদশ: শুভমন গিল, সাই সুদর্শন, কুশল মেন্ডিস, শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, জেরাল্ড কোৎজে, আর্শাদ খান, সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দ্বাদশ: রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, চরিত আসালঙ্কা/বেভন জেকবস, হার্দিক পান্ডিয়া, নমন ধির, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, করণ শর্মা