KKR, IPL 2025: নানা অঙ্ক মেলাতে হবে, কী করলে কেকেআর প্লে অফে?
IPL 2025 Playoffs Scenarios: প্রতি বছরই দেখা যায় লিগ ম্যাচ যত শেষ হতে থাকে, বিভিন্ন দলের প্লে অফে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে নানা পরিসংখ্যান বেরোতে থাকে। এই বছর এখনও অবধি কোনও দলেরই প্লে অফে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি।

আইপিএলে (IPL) এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) পর সবচেয়ে সফল দলগুলির মধ্যে অন্যতম কেকেআর (KKR)। গত ১৭ বারের মধ্যে ৮ বার প্লে অফে পৌঁছেছে কলকাতা নাইট রাইডার্স। চলতি মরসুমে ১০ ম্যাচ খেলে ৪টি ম্যাচ জিতেছে কেকেআর। ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের ৭ নম্বরে রাহানের দল। এখনও এমন পরিস্থিতি হয়নি যে প্লে অফে যাওয়া সম্ভবই নয়। কিন্তু নানা অঙ্ক মেলাতে হবে ভেঙ্কটেশদের। চলুন জেনে নেওয়া যাক কীভাবে প্লে-অফে যেতে পারবে কেকেআর?
প্রতি বছরই দেখা যায় লিগ ম্যাচ যত শেষ হতে থাকে, বিভিন্ন দলের প্লে অফে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে নানা পরিসংখ্যান বেরোতে থাকে। এই বছর এখনও অবধি কোনও দলেরই প্লে অফে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। গতবারের চ্য়াম্পিয়নদের নিয়ে বললে, যা উল্লেখ করতে হয়, এ মরসুমে ১০টি ম্যাচ খেলে ফেলেছে নাইটরা। বাকি রয়েছে আর ৪টি লিগ ম্য়াচ। চারটি ম্য়াচ রয়েছে যথাক্রমে রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। প্লে অফে যেতে গেলে ঠিক ক’টা ম্যাচ জিততে হবে কেকেআরকে?
আইপিএলে দেখা যায় প্লে অফে যাওয়ার জন্য় ১৬ পয়েন্টের প্রয়োজন হয়। যেহেতু কেকেআরের পয়েন্ট এখন ৯, তাই ১৬ পয়েন্ট অর্জন করে প্লে অফে পৌঁছনোর জন্য বাকি সব ম্যাচগুলিই জিততে হবে নাইটদের। যা অসম্ভব নয়। যদি ৩টি ম্যচ জেতে তা হলেও প্লে অফে ওঠার সম্ভাবনা থাকবে। আগের বছর ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছেছিল বেঙ্গালুরু। অতএব কাটঅফ কত যাবে তার উপর সবটাই নির্ভর করবে।
এখনও পর্যন্ত ৫টি হোম ম্যাচে মাত্র একটিতে জিততে পেরেছে কেকেআর। বাকি চারটির মধ্যে তিনটিতেই হার। বৃষ্টির কারণে পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি হয়। এখনও ২টি ম্যাচ রয়েছে ইডেন গার্ডেন্সে। ক্রিকেটের নন্দনকাননে ভরাডুবি হলে প্লে অফে যেতে পারবে না কেকেআর। তারপরও কিন্তু পুরোপুরি কলকাতার প্লে অফে ওঠার সম্ভবনা ফেলে দেওয়া যাবে না। কারণ পয়েন্টের পাশাপাশি নেট রানরেট ও অন্যান্য দলের দিকেও নজর রাখতে হবে কেকেআরকে।
